টাইগার শ্রফকে হত্যার পরিকল্পনার ছক ফাঁস, ভাড়া করা সেই ব্যক্তি গ্রেপ্তার
Published: 23rd, April 2025 GMT
বলিউড অভিনেতা টাইগার শ্রফকে হত্যার হুমকির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছি পুলিশ। মঙ্গলবার মোবাইল ফোনের কল রেকর্ড সংগ্রহ করে তদন্তে না পুলিশ। পরে পাঞ্জাবের কপুরথলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম মণীশ কুমার সুজিন্দর সিংহ। তার বয়স ৩৫ বছর।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, ফোনকলকারী পুলিশকে জানায়, এক সিকিউরিটি এজেন্সির মালিক তাকে টাইগার শ্রফকে হত্যা করার জন্য ভাড়া করেছে। তাকে একটি রিভলভার এবং নগদ ২ লাখ ৮৬ হাজার টাকা দেওয়া হয়েছিল এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য।
লোকমত টাইমসের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছে, কাজের অনিয়মিত উপস্থিতির কারণে বেতনের কাটছাঁট হওয়ায় ক্ষুব্ধ হয়ে এবং প্রতিশোধের মনোভাব থেকে মণীশ এই মিথ্যা গল্প সাজান। তার লক্ষ্য ছিল নিজের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফাঁসানো এবং কোম্পানির সুনাম ক্ষুণ্ণ করা।
এদিকে, মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করার অভিযোগে খার থানার পুলিশ মণীশ কুমার সিংহের বিরুদ্ধে আইপিসি -এর ৩৫৩(২), ২১২ এবং ২১৭ ধারায় মামলা দায়ের করেছে।
প্রসঙ্গত, টাইগার শ্রফ বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বাঘি ৪’-এর শুটিংয়ে ব্যস্ত। চলতি মাসের শুরুতে নিজের ৩৫তম জন্মদিন উপলক্ষে তিনি ছবিটির নতুন পোস্টার প্রকাশ করেন, যেখানে তার চরিত্র রনি-কে আরও কঠিন ও রুক্ষ চেহারায় দেখা যায়।
‘বাঘি ৪’ পরিচালনা করছেন এ.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে আজ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন।
প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৩টায় জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এ বছর প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে ছয় রাজনৈতিক নেতা রয়েছেন। তাঁদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ঢাকা থেকে প্রতিনিধি দলের সঙ্গে যোগ দেন।
এছাড়া জামায়াত নেতা নকিবুর রহমান তারেক যুক্তরাষ্ট্র থেকে প্রতিনিধি দলে যুক্ত হন।
এর আগে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) প্রধান উপদেষ্টা ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেয়।
সূচি অনুযায়ী অধ্যাপক ইউনূস আগামী ২৬ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন।