জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) প্রকাশ করার আহ্বান জানিয়েছে তারা।

এ ছাড়া জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে মিয়ানমারের বেসামরিক লোকজনের জন্য করিডর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত এবং নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছে দলটি।

আজ শনিবার ঢাকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে এক অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়েছে। এই অনুষ্ঠানে পেশাজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের সহস্রাধিক নেতা–কর্মী গণ অধিকার পরিষদে যোগ দিয়েছেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক মো.

রাশেদ খান ফুল দিয়ে নতুন নেতাদের বরণ করে নিয়েছেন। এ সময় গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তিনটি দাবি করা হয়। এগুলো হলো গণহত্যার বিচার ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ও জাতীয় সনদ তৈরি করা (সব দলের স্বাক্ষরসহ) এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের রোডম্যাপ (পথনকশা) প্রকাশ করা।

দলটির পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্বের জন্য হুমকি ও ধর্মের সঙ্গে সাংঘর্ষিক সব সিদ্ধান্ত বাতিল করতে হবে। গণ অধিকার পরিষদ কোনো দেশের দালালি মানবে না। গণ অধিকার পরিষদ দেশের জনগণবিরোধী সব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করবে।

গণ অধিকারে যোগ দেওয়া এই নেতা–কর্মীদের মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ৩০ জন নেতা রয়েছেন। এর বাইরে ভাসানী অনুসারী পরিষদের বেশ কিছু নেতা–কর্মীও যোগ দিয়েছেন এই দলে। যোগ দেওয়া অন্যদের মধ্যে প্রকৌশলী, আইনজীবীসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা রয়েছেন।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ

গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ। তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

হাসনাত বলেন, আজ শুক্রবার বিকেল ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে যোগ দিন।

উল্লেখ্য, আওয়ামী লীগকে নিষিদ্ধ ও এর রাজনৈতিক কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নামছে এনসিপি।

সম্পর্কিত নিবন্ধ

  • শেখ হাসিনার প্রতিকৃতিতে জুতাপেটা নিয়ে বিতর্ক, ভিডিও ভাইরাল
  • সারাদেশে ২৩ মে বিক্ষোভ করবে হেফাজত ইসলাম
  • সারাদেশে হেফাজতের বিক্ষোভ ২৩ মে
  • আ. লীগ নিষিদ্ধসহ ১২ দফা দাবি হেফাজতে ইসলামের
  • শাপলা চত্বরে গণহত্যার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে মামলার আহ্বান  
  • গণহত্যার বিচারে আরও একটি ট্রাইব্যুনাল হচ্ছে
  • আওয়ামী লীগের সব কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে: নাহিদ
  • নারীবিষয়ক কমিশন বাতিলসহ সব দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের
  • গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে: হাসনাত আবদুল্লাহ