সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বনফুলের শিককাবাব...
Published: 4th, May 2025 GMT
শিয়ালদা স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে মেয়েটি কাঁদছিল। ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল! জমিদারের মোসাহেব পান্নালাল পুলিশকে কিছু দিয়ে উদ্ধার করে এনেছেন। প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া মেয়ে সৌদামিনী কত ঘাটে ঠকে ঠকে আত্মহত্যা করতে এসেছিল, মদের আড্ডায় জমিদারকে রসিয়ে রসিয়ে সেই গল্প শোনাচ্ছিলেন পান্নালাল। গল্প শেষে উঠে গিয়ে দেখেন শূন্যে নারীদেহ বরগায় ঝুলছে।
বনফুলের ব্যঙ্গরসাত্মক ‘শিককাবাব’ নাটকটি বৃহস্পতিবার (১ মে) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে মঞ্চস্থ হয়েছে। নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের নাট্যনির্দেশনার পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থী জুখরুফা আলী কাশফার নির্দেশনায় নাটকটির জমিদার চরিত্রে পিউল, পান্নালাল সাদেক, করিমখানসামা আতিক, শিবু প্রাপ্তি, বাইজির নাচে মেঘনা ও সৌদামিনীর চরিত্রে মুন অভিনয় করেন।
‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প। নাট্যকার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দৃশ্যবিহীন এক অঙ্কের একটা সার্থক নাটিকা এটি। সার্থক একাঙ্কিকার সব লক্ষণই এর মধ্যে মেলে। একজন অসৎ মাতাল জমিদার শহর থেকে দূরে নির্মিত তার এক বাগানবাড়িতে কীভাবে নারীদের নির্যাতন করত, বিশেষ করে সৌদামিনী নামের এক নির্যাতিতা আত্মহত্যা করে কীভাবে তার আত্মসম্মান রক্ষা করল, তারই কাহিনি ‘শিককাবাব’।
‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন
রাজধানীর মিরপুরের পূর্ব কাজীপাড়া এলাকায় আজ শুক্রবার সকাল ৭টার দিকে আলিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, আলিফ পরিবহনের বাসটি পূর্ব কাজীপাড়ায় পৌঁছালে একদল ব্যক্তি হাতের ইশারায় সেটি থামায়। এ সময় তারা বাসটিতে উঠে চালক ও তাঁর সহকারীকে পিটিয়ে নামিয়ে দেন। যাত্রীরাও বাস থেকে দ্রুত নেমে যান।
এ সময় দুর্বৃত্তরা বাসের সামনের কাচে একাধিক গুলি ছুড়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা রাশেদ বিন খালেদ প্রথম আলোকে বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ২০ মিনিট চেষ্টা চালিয়ে পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটি পুড়ে গেছে।
পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান বলেন, বাস কোম্পানির অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ওই পরিবহনের কিছু কর্মীকে ছাঁটাই করা হয়েছে। তাঁদের সম্পৃক্ততা থাকতে পারে। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার চেষ্টা করছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।