সেদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বনফুলের শিককাবাব...
Published: 4th, May 2025 GMT
শিয়ালদা স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে মেয়েটি কাঁদছিল। ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল! জমিদারের মোসাহেব পান্নালাল পুলিশকে কিছু দিয়ে উদ্ধার করে এনেছেন। প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া মেয়ে সৌদামিনী কত ঘাটে ঠকে ঠকে আত্মহত্যা করতে এসেছিল, মদের আড্ডায় জমিদারকে রসিয়ে রসিয়ে সেই গল্প শোনাচ্ছিলেন পান্নালাল। গল্প শেষে উঠে গিয়ে দেখেন শূন্যে নারীদেহ বরগায় ঝুলছে।
বনফুলের ব্যঙ্গরসাত্মক ‘শিককাবাব’ নাটকটি বৃহস্পতিবার (১ মে) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে মঞ্চস্থ হয়েছে। নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের নাট্যনির্দেশনার পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থী জুখরুফা আলী কাশফার নির্দেশনায় নাটকটির জমিদার চরিত্রে পিউল, পান্নালাল সাদেক, করিমখানসামা আতিক, শিবু প্রাপ্তি, বাইজির নাচে মেঘনা ও সৌদামিনীর চরিত্রে মুন অভিনয় করেন।
‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প। নাট্যকার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দৃশ্যবিহীন এক অঙ্কের একটা সার্থক নাটিকা এটি। সার্থক একাঙ্কিকার সব লক্ষণই এর মধ্যে মেলে। একজন অসৎ মাতাল জমিদার শহর থেকে দূরে নির্মিত তার এক বাগানবাড়িতে কীভাবে নারীদের নির্যাতন করত, বিশেষ করে সৌদামিনী নামের এক নির্যাতিতা আত্মহত্যা করে কীভাবে তার আত্মসম্মান রক্ষা করল, তারই কাহিনি ‘শিককাবাব’।
‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নামে দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রীয় মালিকানায় নেওয়ার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৭ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন।
বিস্তারিত আসছে...
ঢাকা/রায়হান/ইভা