শিয়ালদা স্টেশনে পুলিশের হাতে ধরা পড়ে মেয়েটি কাঁদছিল। ট্রেনের নিচে মাথা দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল! জমিদারের মোসাহেব পান্নালাল পুলিশকে কিছু দিয়ে উদ্ধার করে এনেছেন। প্রেমিকের হাত ধরে বাড়ি ছাড়া মেয়ে সৌদামিনী কত ঘাটে ঠকে ঠকে আত্মহত্যা করতে এসেছিল, মদের আড্ডায় জমিদারকে রসিয়ে রসিয়ে সেই গল্প শোনাচ্ছিলেন পান্নালাল। গল্প শেষে উঠে গিয়ে দেখেন শূন্যে নারীদেহ বরগায় ঝুলছে।

বনফুলের ব্যঙ্গরসাত্মক ‘শিককাবাব’ নাটকটি বৃহস্পতিবার (১ মে) রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের থিয়েটার ল্যাবে মঞ্চস্থ হয়েছে। নাট্যকলা বিভাগের চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের নাট্যনির্দেশনার পরীক্ষার অংশ হিসেবে শিক্ষার্থী জুখরুফা আলী কাশফার নির্দেশনায় নাটকটির জমিদার চরিত্রে পিউল, পান্নালাল সাদেক, করিমখানসামা আতিক, শিবু প্রাপ্তি, বাইজির নাচে মেঘনা ও সৌদামিনীর চরিত্রে মুন অভিনয় করেন।

‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প। নাট্যকার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দৃশ্যবিহীন এক অঙ্কের একটা সার্থক নাটিকা এটি। সার্থক একাঙ্কিকার সব লক্ষণই এর মধ্যে মেলে। একজন অসৎ মাতাল জমিদার শহর থেকে দূরে নির্মিত তার এক বাগানবাড়িতে কীভাবে নারীদের নির্যাতন করত, বিশেষ করে সৌদামিনী নামের এক নির্যাতিতা আত্মহত্যা করে কীভাবে তার আত্মসম্মান রক্ষা করল, তারই কাহিনি ‘শিককাবাব’।

‘শিককাবাব’ সৌদামিনীর জীবনের দুঃখের গল্প.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

জর্জিয়ায় আছড়ে পড়া উল্কাপিণ্ডের বয়স পৃথিবীর চেয়েও বেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরের একটি বাড়িতে আছড়ে পড়া উল্কাপিণ্ডটির বয়স পৃথিবীর চেয়ে প্রায় দুই কোটি বছর বেশি বলে জানিয়েছেন জর্জিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক স্কট হ্যারিস। ২৩ গ্রাম ওজনের উল্কাখণ্ডটি পরীক্ষা করে তিনি জানান, মহাকাশ থেকে আসা উল্কাপিণ্ডটি প্রায় ৪৫৬ কোটি বছরের পুরোনা, যা পৃথিবীর বয়সের তুলনায় প্রায় ২ কোটি বছর বেশি।

জর্জিয়ায় আবিষ্কৃত উল্কাপিণ্ডটির বিষয়ে স্কট হ্যারিস বলেন, ম্যাকডোনাফ শহরে আছড়ে পড়া এই উল্কাপিণ্ডের পেছনে রয়েছে দীর্ঘ যাত্রার ইতিহাস। সেটি পুরোপুরি বুঝতে হলে জানতে হবে যে এর শিলাটি আসলে কোন ধরনের এবং এটি সৌরজগতের কোন গ্রুপের গ্রহাণু থেকে এসেছে। আগে এমন ঘটনা কয়েক দশকে একবার ঘটত, কিন্তু এখন ২০ বছরের মধ্যেই একাধিকবার ঘটেছে।

আরও পড়ুননিলামে মঙ্গল গ্রহ থেকে আসা সবচেয়ে বড় উল্কাপিণ্ড০৬ জুলাই ২০২৫

গত জুনে দিনের আলোয় দক্ষিণ-পূর্ব যুক্তরাষ্ট্রের আকাশে উজ্জ্বল এক অগ্নিগোলক দেখা যায়। সে সময় জর্জিয়ার এক বাসিন্দা জানান, একটি পাথর তাঁর বাড়ির ছাদ ভেদ করে ঘরে ঢুকে পড়েছে। পরে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা সা নিশ্চিত করে যে জুনের শেষ দিকে ঘটে যাওয়া ‘বুটিডস’ উল্কাবৃষ্টির সঙ্গে এই উল্কাপিণ্ডের সম্পর্ক রয়েছে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

সম্পর্কিত নিবন্ধ