বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারা দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন।

তাঁরা বলছেন, আদালতে বিচারকদের সঙ্গে কাজ করলেও সহায়ক কর্মচারীরা বঞ্চিত হচ্ছেন ন্যায্য সুবিধা থেকে। বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আওতায় না আনায় এ পরিস্থিতি তৈরি হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সারা দেশে এই কর্মবিরতি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে কর্মচারীরা আদালত ভবনের সামনে অবস্থান নেন এবং দুই ঘণ্টা আদালতের কার্যক্রম বন্ধ থাকে।

এর আগে ১৯ এপ্রিল দুই দফা দাবি জানায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি সংবাদ সম্মেলনে জানান ৫ মের মধ্যে দাবি মানা না হলে ওই দিন নিজ নিজ কর্মক্ষেত্রে দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবে কর্মচারী অ্যাসোসিয়েশনের সদস্যরা।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের বগুড়া জেলা শাখার আয়োজনে আজ সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে বেলা ১১টা পর্যন্ত বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে বিভিন্ন দাবি তুলে ধরে অবস্থান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য দেন বগুড়া জেলা জজ আদালতের সেরেস্তাদার ও রাজশাহী বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক প্লাবন সরকার, সহকারী জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী তরিকুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ (অর্থঋণ) আদালতের সেরেস্তাদার আশরাফুল ইসলাম, জেলা জজ আদালতের হিসাবরক্ষক লিয়াকত হোসেন প্রমুখ।

বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার কর্মসূচিতে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মো.

আওলাদ হোসেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

নাটোরে আদালতের সামনের চত্বরে অবস্থান নেন বিচার বিভাগীয় কর্মচারীরা

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ