মানবিক গল্পে শরীফ নাসরুল্লাহর নাটক, জুটি বাঁধলেন আরশ-সুনেরা
Published: 5th, May 2025 GMT
মানুষ তার পরিচয় নানা কারণেই ভুলে যায়। জাত, বর্ণ, অর্থ, ধর্মসহ নানা কিছু পার্থক্য গড়ে দেয় মানুষের মধ্যে। তখন মানুষ হয়ে ওঠে অমানবিক, তাদের মধ্যে তৈরি হয় বৈষম্য। কিন্তু মানুষ যখন মৃত্যুর মুখোমুখি দাঁড়ায়, তখন সে ভুলে যায় সব ব্যবধান। তার পরিচয় আর ধনী গরিব কিংবা সাদা কালো হয়ে ওঠে না। সে হয়ে ওঠে মানবিক, কেবলই মানুষ।
এমন মানবিক এক গল্পের নাটক ‘১০ মিনিট’ এ জুটি বাঁধতে দেখা যাবে আরশ খান ও সুনেরাহ বিনতে কামালকে। এই নাটকের মাধ্যমে অভিষেক হচ্ছে তরুণ নির্মাতা শরীফ নাসরুল্লাহর। দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় যুক্ত থাকার পাশাপাশি পরিচালনার প্রতি আলাদা এক টান অনুভব করতেন শরীফ নাসরুল্লাহ। সেই টান থেকেই পরিচালনার যাত্রা, ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে।
পরিচালক বলেন, বলেন, এই নাটকের মধ্যমে আমরা একটা মানবিক গল্প বলার চেষ্টা করেছি। চারদিকে মানুষের মধ্যে নানাকিছু নিয়ে অমানবিক সব কর্মকাণ্ড চলে। কিন্তু এর মধ্যেও এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের কঠিন হয়ে যাওয়া মনকে একটু খানি মমতা, ভালোবাসার সুবাস ছড়িয়ে দেয়। ১০ মিনিট আমাদের মধ্যে সেই ভালোবাসার সুবাস ছড়িয়ে দেবে।
নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাট্যকার অপূর্ণ রুবেল। তিনি বলেন, “শরীফ নাসরুল্লাহ সাংবাদিক হলেও তাঁর মনপ্রাণে একজন নির্মাতা লুকিয়ে আছে, সেটা বহু আগেই বুঝেছিলাম। নাটক ‘১০ মিনিট’ নির্মাণের মধ্য দিয়ে সেই ধারণাই আরও স্পষ্ট হলো।”
সম্প্রতি ঢাকার উত্তরা এলাকায় নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। ওয়াটার লিলি পিকচার্স প্রযোজিত নাটকটি দ্রুতই দেখা যাবে ইউটিউব চ্যানেলে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ধরে নেওয়ার ৭ ঘণ্টা পর বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ফেনীর পরশুরাম সীমান্ত থেকে নুরুল ইসলাম (৬৩) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে যাওয়ার ৭ ঘণ্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়া হয়। এ সময় বিজিবি ও বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে, একইদিন সকাল ৯টার দিকে উপজেলার উত্তর কেতরাঙ্গা সীমান্ত এলাকা থেকে নুরুল ইসলামকে ধরে নিয়ে যায় বিএসএফ। তিনি বক্সমাহমুদ ইউনিয়নের কৈয়ার কোনা গ্রামের সুলতান আহাম্মদ ছেলে।
আরো পড়ুন:
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে গুলির শব্দ
ফেনী সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “২১৭৪ সীমান্ত পিলার এলাকা থেকে বিএসএফ তাকে (নুরুল ইসলাম) আটক করে নিয়ে যায়। আইনি প্রক্রিয়া শেষে বিকেলে তাকে ফেরত দিয়েছে। তিনি কেন সীমান্ত এলাকায় গিয়েছিলেন সে বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি।”
ঢাকা/সাহাব/মাসুদ