এসএসসি ও সমমান পরীক্ষায় নকলে সহায়তার দায়ে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষাবোর্ড। তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ তালিকা করা হচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।

আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তালিকা চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলে এ তথ্য পাঠাতে হবে।

চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষার যেসব কেন্দ্রে পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি কাজের জন্য কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বহিষ্কৃত কিংবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিবরণ উল্লিখিত ছক আকারে নির্ধারিত তারিখের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নকল বেড়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা বেশি। একই সঙ্গে নকল বা অসদুপায় অবলম্বনে সহযোগিতার দায়ে কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বরখাস্তের সংখ্যাও বেশি।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: পর ক ষ

এছাড়াও পড়ুন:

ফিজিওথেরাপি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি, ২০২১ সালে এসএসসি পাসেও আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চিকিৎসা অনুষদের অধীন ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিওথেরাপি কোর্সের প্রথম বর্ষে ছাত্রছাত্রী ভর্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছে। এ কোর্সের মেয়াদ পাঁচ বছর। চার বছর একাডেমিক ও এক বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ।

আবেদনের যোগ্যতা

* ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অনুযায়ী, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়নসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম জিপিএ–৮.০০ এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথকভাবে জিপিএ–৩.৫০ থাকতে হবে।

* আবেদনকারীকে অবশ্যই ২০২১ অথবা ২০২২ সালে মাধ্যমিক/সমমান পরীক্ষায় এবং ২০২৩ অথবা ২০২৪ সালে উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুনথাইল্যান্ডের এআইটি স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ, জেনে নিন সব তথ্য৪ ঘণ্টা আগেআবেদনপত্র নির্দেশিকা

• নির্ধারিত আবেদনপত্র অফেরতযোগ্য ১,০০০/- (এক হাজার) টাকা জমা দিয়ে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি), বাড়ি নম্বর–১০৩৯, সড়ক নম্বর-১৪/এ, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭ থেকে অফিস চলাকালে সংগ্রহ করতে হবে।

• ভর্তি ও কোর্স–সংক্রান্ত যাবতীয় তথ্যাবলি আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত প্রসপেক্টাসে দেওয়া থাকবে।

• ওয়েবসাইট থেকে নির্ধারিত আবেদনপত্র প্রিন্ট করে ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র জমা দেওয়া যাবে। ওয়েবসাইট ই-মেইল: [email protected]

• ওয়েবসাইট থেকে সংগৃহীত আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে পাঠানোর ক্ষেত্রে ব্যাংক হিসাব অথবা বিকাশ/নগদ/রকেটের মাধ্যমে টাকা জমা দেওয়া যাবে। ব্যাংকে জমাকৃত টাকার রশিদ এবং যে মুঠোফোন নম্বর থেকে বিকাশ করা হয়েছে, সে নম্বরের Transaction Id প্রিন্ট কপিসহ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। বিকাশ/নগদ/রকেটে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অতিরিক্ত ২০ টাকাসহ সর্বমোট ১০২০ টাকা প্রদান করতে হবে। ব্যাংক হিসাব নাম: ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি, হিসাব নম্বর- ০১৯০১৫১৭৬৭০০১, আইএফআইসি ব্যাংক, মোহাম্মদপুর শাখা।

• বিকাশ/নগদ/রকেট নম্বর নম্বর: ০১৭৯৩৫৫৭৮২৫ (পারসোনাল)।

• অসম্পূর্ণ আবেদন/কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আবেদনপত্র/ভর্তি বাতিল বলে গণ্য হবে।

পূরণকৃত ভর্তি ফরম জমা দেওয়া সাপেক্ষে যোগ্য প্রার্থীদের প্রবেশপত্র প্রদান করা হবে। বৈধ প্রবেশপত্র ব্যতীত কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আরও পড়ুনপ্রাথমিকে বৃত্তিও চালু করতে যাচ্ছি: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা১৯ ঘণ্টা আগেভর্তি পরীক্ষা পদ্ধতি

মোট ২০০ নম্বরের মধ্যে ফলাফল প্রস্তুত করা হবে। ক) এসএসসি ও এইচএসসির ফলাফলের জন্য ১০০ নম্বর (এসএসসি ৪০ শতাংশ ও এইচএসসি ৬০ শতাংশ)। খ) লিখিত পরীক্ষা (এমসিকিউ পদ্ধতি) = ১০০ নম্বর। লিখিত পরীক্ষার বিষয়ভিত্তিক মানবণ্টন: পদার্থবিদ্যা–২৫, রসায়নবিদ্যা–২৫, জীববিদ্যা–২৫, ইংরেজি–১৫, সাধারণ জ্ঞান–১০।

আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৮ মে ২০২৫, রোজ বৃহস্পতিবার বিকেল পাঁচটা পর্যন্ত।

ভর্তি পরীক্ষার সময়সূচি ও স্থান

ভর্তি পরীক্ষা ১০ মে ২০২৫, রোজ শনিবার সময়: সকাল ১০টা থেকে বেলা ১১টা (১ ঘণ্টা), ঢাকা কলেজ অব ফিজিওথেরাপি (ডিসিপিটি), বাড়ি নম্বর-১০৩৯, সড়ক নম্বর–১৪/এ, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭–তে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুনজাপানে উচ্চশিক্ষা: যাত্রা শুরু করবেন কোথা থেকে, কীভাবে?২৮ এপ্রিল ২০২৫ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

ভর্তি পরীক্ষার ফলাফল ১০ মে ২০২৫ বিকেল পাঁচটায় কলেজের ওয়েবসাইটে প্রকাশিত হবে।

প্রয়োজনীয় ফোন নম্বর: ০২-৮১৯০৫২৫-৬, ০১৭৯৩৫৫৭৮২৫, ০১৭২৬২৮৯৮৪২, ০১৯১৬৭৫৭৩৪৫, ০১৬১৬০২৪৪৪৭। ভর্তিসংক্রান্ত যেকোনো ব্যাপারে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • খালেদা জিয়াকে স্বাগত জানাতে গিয়ে নেতা–কর্মীদের সড়কে নয়, ফুটপাতে থাকার আহ্বান ফখরুলের
  • কোনো শিক্ষক তার স্ত্রী-সন্তান-শিক্ষার্থীদের দিয়ে এসএসসির খাতা দেখালে জেল
  • এসএসসি পরীক্ষা-২০২৫: অর্থনীতিতে বেশি নম্বর পাওয়ার ৮টি উপায়
  • এসএসসি পরীক্ষা-২০২৫: জীববিজ্ঞানে বেশি নম্বর পাওয়ার উপায় জেনে নাও
  • ১১তম দিনে ২৯ জন বহিষ্কার, অনুপস্থিত ২৮৭০৯
  • এসএসসি পরীক্ষায় অসদুপায়, শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের কারাদণ্ড
  • ফিজিওথেরাপি কোর্সে ছাত্রছাত্রী ভর্তি, ২০২১ সালে এসএসসি পাসেও আবেদন
  • চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরে সরকারি চাকরি, পদ ২৫
  • নরসিংদীতে হামলার শিকার হওয়া এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু