নকলে সহায়তার দায়ে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষাবোর্ড
Published: 5th, May 2025 GMT
এসএসসি ও সমমান পরীক্ষায় নকলে সহায়তার দায়ে অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা করছে শিক্ষাবোর্ড। তাদের বিরুদ্ধে শিগগিরই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে এ তালিকা করা হচ্ছে বলে বোর্ড সূত্রে জানা গেছে।
আজ সোমবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তালিকা চাওয়া হয়েছে। নির্ধারিত ছকে আগামী ১৪ মের মধ্যে ই-মেইলে এ তথ্য পাঠাতে হবে।
চিঠিতে বলা হয়, এসএসসি পরীক্ষার যেসব কেন্দ্রে পরীক্ষা পরিচালনা নীতিমালা পরিপন্থি কাজের জন্য কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বহিষ্কৃত কিংবা দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, তার বিবরণ উল্লিখিত ছক আকারে নির্ধারিত তারিখের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ই-মেইলের মাধ্যমে পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় নকল বেড়েছে বলে অভিযোগ রয়েছে। অন্যান্য বছরের চেয়ে এবার অসদুপায় অবলম্বনের দায়ে শিক্ষার্থী বহিষ্কারের সংখ্যা বেশি। একই সঙ্গে নকল বা অসদুপায় অবলম্বনে সহযোগিতার দায়ে কেন্দ্রসচিব এবং কক্ষ পরিদর্শক বরখাস্তের সংখ্যাও বেশি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ
এছাড়াও পড়ুন:
এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার
২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা কীভাবে ফলাফল জানতে পারবে, তা–ও জানিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে হবে।
আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছে পরীক্ষার্থীরা। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো হয়েছে।
এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।
আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫