ইয়ামালের যে শট থামিয়ে ইন্টারের নায়ক সোমের
Published: 7th, May 2025 GMT
সান সিরোর রাতটা যেন লিখে রাখা ছিল একের পর এক নাটকীয় দৃশ্যের জন্য। যেই নাটকে শেষ দৃশ্যে উঠে এলেন সুইস গোলরক্ষক ইয়ান সোমের। বার্সেলোনার তরুণ বিস্ময় লামিন ইয়ামালের নিশ্চিত এক গোল ঠেকিয়ে রূপকথার পথে নায়ক হয়ে উঠলেন অভিজ্ঞ এই গোলকিপার।
ম্যাচের ১১৪ মিনিট, অতিরিক্ত সময় চলছে। বাঁ দিক দিয়ে কেটে ঢুকে বক্সে নেওয়া ইয়ামালের বাঁকানো শটটা যাচ্ছিল ঠিকবারের দিকেই, গোল নিশ্চিৎ বলেই মনে হচ্ছিল। কিন্তু সেই মুহূর্তেই বলের সামনে ঝাঁপিয়ে পড়েন সোমের। আঙুলের ডগায় বল ছুঁয়ে পোস্টের বাইরে পাঠিয়ে দেন তিনি, যেন সময়কে থামিয়ে দেওয়া এক ‘বিশেষ সেভ’। পরে সোমের নিজেই বলেছেন, ‘এই সেভটা আমার জন্য অনেক স্পেশাল। ওর (ইয়ামালের) শটটা ঠেকানো দরকার ছিল।’
ঠিক এই সেভ দিয়েই পাল্টে যায় ম্যাচের মোড়। এরপর অতিরিক্ত সময়ের ৯৯ মিনিটে ডেভিদে ফ্রাত্তেসির গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জিতে ফেলে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে এগিয়ে থেকে নিশ্চিত করে ফাইনালের টিকিট।
সোমের ম্যাচে করেন সাতটি দুর্দান্ত সেভ। যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণটিই ছিল ইয়ামালের ওই শটটি ঠেকানো। তার ওই প্রতিরোধ না থাকলে ফাইনালে পৌঁছানো হয়তো সম্ভব হতো না ইন্টারের জন্য। গতকাল রাতে সব মিলিয়ে ৯টি শট নেন ইয়ামাল। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে, কিন্তু কোনোটিই সোমেরের গড়ে তোলা ‘চীনের প্রাচীর’কে টপকাতে পারেনি। শুধু এই ম্যাচেই নয়, প্রথম লেগেও ইন্টারের গোলবারের সামনে অটল প্রহরীর মত ছিলেন সোমের। দুই লেগ মিলিয়ে এই সুইস গোলরক্ষকের সেইভ ১৪টি!
Yann Sommer masterclass ⛔????@QatarAirways | #LetsFly pic.
ম্যাচের পরে কোচ সিমোনে ইনজাঘি বলেন, ‘এটা ছিল এক অবিশ্বাস্য রাত। বার্সেলোনা দুর্দান্ত দল, কিন্তু আমরা কখনো হাল ছাড়িনি। দলের আত্মবিশ্বাসই আমাদের এগিয়ে দিয়েছে।’
প্রথম লেগের ৩-৩ ড্রয়ের পর ফিরতি লেগেও সমানে-সমান লড়াই। ইন্টার প্রথমে ২-০ ব্যবধানে এগিয়ে যায়, কিন্তু বার্সা সমতায় ফেরে। ৮৭ মিনিটে রাফিনিয়ার গোলে ৩-২ তে এগিয়ে যায় বার্সা। ঠিক যখন কাতালানরা ভাবছিল, ফাইনাল নিশ্চিত, তখনই আচেরবির গোলে আবার সমতা, আর অতিরিক্ত সময়ে ফ্রাত্তেসির শেষ আঘাত।
৩১ মে, মিউনিখে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল। ইন্টার অপেক্ষা করছে আর্সেনাল বা পিএসজির বিরুদ্ধে। ইয়ান সোমের জানিয়ে দিয়েছেন, তার দল প্রস্তুত। আর সান সিরোর সেই ঐতিহাসিক রাত? তা স্মরণীয় হয়ে থাকবে ইন্টারের ইতিহাসে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ইন ট র ম ল ন ইন ট র র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ