সীমান্তে উত্তেজনা তুঙ্গে, তবু নির্ধারিত সময়েই চলবে আইপিএল
Published: 7th, May 2025 GMT
কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ফের তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। পরিস্থিতির দ্রুত প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা বাহিনী রাতের আঁধারে চালায় এক বৃহৎ অভিযানে, যার কোডনেম ছিল ‘অপারেশন সিঁদুর’। এই সামরিক পদক্ষেপে পাকিস্তান ও পিওকে-র (পাক-অধিকৃত কাশ্মীর) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে।
চলমান উত্তেজনার আবহে আইপিএল ২০২৫ আয়োজন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—টুর্নামেন্ট নির্ধারিত সময়েই হবে। এনডিটিভির খবরে জানা গেছে, বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা এএনআইকে বলেন, “বর্তমান পরিস্থিতিতে সূচি বদলানোর প্রয়োজন দেখা যায়নি। প্রতিযোগিতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এগোবে।”
যদিও নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলেও, অতীত ইতিহাস বলছে আইপিএল খুব সহজে বন্ধ হওয়ার নয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য প্রতিযোগিতা আয়োজন হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-র সূচনা ভাগ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা অতিমারির সময় ২০২০ ও ২০২১ সালের আসরও আয়োজিত হয়েছিল বিদেশে। তবে ২০২৩ থেকে ভারতের মাঠেই পুরোদমে ফিরেছে লিগ, এবং বর্তমান সংকট সত্ত্বেও ২০২৫-এর আসর সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিসিআই।
আরো পড়ুন:
সোহান-মাহিদুলের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙাল ‘এ’ দল
পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড
পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।
২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।
রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।
২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা।
২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো দাঁড়িয়েছে ৩.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশফ্লো ছিল ১.৩৮ টাকা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.১৬ টাকা।
এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।
ঢাকা/এনটি/ইভা