কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ফের তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। পরিস্থিতির দ্রুত প্রতিক্রিয়ায় ভারতের প্রতিরক্ষা বাহিনী রাতের আঁধারে চালায় এক বৃহৎ অভিযানে, যার কোডনেম ছিল ‘অপারেশন সিঁদুর’। এই সামরিক পদক্ষেপে পাকিস্তান ও পিওকে-র (পাক-অধিকৃত কাশ্মীর) বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস করা হয়েছে।

চলমান উত্তেজনার আবহে আইপিএল ২০২৫ আয়োজন নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও, বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে—টুর্নামেন্ট নির্ধারিত সময়েই হবে। এনডিটিভির খবরে জানা গেছে, বোর্ডের এক উচ্চপদস্থ কর্তা এএনআইকে বলেন, “বর্তমান পরিস্থিতিতে সূচি বদলানোর প্রয়োজন দেখা যায়নি। প্রতিযোগিতা নির্ধারিত পরিকল্পনা অনুযায়ীই এগোবে।”

যদিও নিরাপত্তাজনিত ঝুঁকি থাকলেও, অতীত ইতিহাস বলছে আইপিএল খুব সহজে বন্ধ হওয়ার নয়। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের জন্য প্রতিযোগিতা আয়োজন হয় দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-র সূচনা ভাগ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা অতিমারির সময় ২০২০ ও ২০২১ সালের আসরও আয়োজিত হয়েছিল বিদেশে। তবে ২০২৩ থেকে ভারতের মাঠেই পুরোদমে ফিরেছে লিগ, এবং বর্তমান সংকট সত্ত্বেও ২০২৫-এর আসর সঠিক সময়েই অনুষ্ঠিত হবে বলে জানায় বিসিসিআই।

আরো পড়ুন:

সোহান-মাহিদুলের সেঞ্চুরির ম্যাচ জয়ে রাঙাল ‘এ’ দল

পাকিস্তানে নাহিদ ও রিশাদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বিসিবি

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ট্রেন্ট আলেকজান্ডারকে ফ্রি পাচ্ছে না রিয়াল! 

ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড সোমবার (৫ মে) লিভারপুলকে জানিয়ে দিয়েছেন যে তিনি মৌসুম শেষে ক্লাব ছাড়ছেন। এই ২৬ বছর বয়সী ফুটবলারের গন্তব্যও সবার জান। আসন্ন গ্রীষ্মে এই ফুলব্যাক রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। তবে ইএসপিএনের তথ্য মতে, রিয়াল এই ট্রান্সফারটি খানিকটা দ্রুত করতে চাচ্ছে। এই ব্যাপারে লস ব্ল্যাঙ্কসরা লিভারপুলের সঙ্গে আলোচনায় বসবে বলে জানা গিয়েছে।

এই মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল সোমবার এক বিবৃতিতে জানায়, “আলেকজান্ডার আর্নল্ড ক্লাবকে জানিয়েছেন যে, এই গ্রীষ্মে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হলে তিনি ক্লাব ছেড়ে যাবেন এবং ৩০ জুন, ২০২৫ তারিখে চুক্তি শেষ হলে আনফিল্ড থেকে বিদায় নিবেন।”

ফলে, রিয়াল আলেকজান্ডার আর্নল্ডকে ফ্রি ট্রান্সফারে দলে পাচ্ছে। এই ইংলিশ ডিফেন্ডারের প্রতিনিধিদের সঙ্গে কয়েক মাস ধরেই লস ব্ল্যাঙ্কসদের আলোচনা চলছিল। বর্তমানে শুধুমাত্র চুক্তির চূড়ান্ত কিছু বিষয় বাকি রয়েছে। যদিও রিয়াল আর্নল্ডের সঙ্গে মৌখিকভাবে একটি সমঝোতায় পৌঁছেছে।

আরো পড়ুন:

লিভারপুল ছাড়ার সিদ্ধান্ত জানালেন আর্নল্ড, যাচ্ছেন কোথায়?

‘ভ্যান ডাইক ও সালহার চুক্তি নবায়ন উচ্চাকাঙ্ক্ষার ফসল’

এরপরও একটা জটিলতা তৈরি হয়েছে। রিয়াল আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশ গ্রহণ করবে, যা শুরু হচ্ছে ১৪ জুন থেকে। অন্যদিকে লিভারপুলের সঙ্গে আর্নল্ডের চুক্তির মেয়াদ শেষ হতে-হতে ৩০ জুন। তবে রিয়াল এই ফুলব্যাকে ক্লাব বিশ্বকাপে নিজেদের স্কোয়াডে পেতে চাচ্ছে। অলরেডদের এই মৌসুমের খেলা শেষ হবে ২০ মে। লস ব্ল্যাঙ্কসরা চায় এরপরই তাদের ডেরায় নাম লিখিয়ে ফেলুক আর্নল্ড। ইংলিশ প্রিমিয়ার লিগ মৌসুম শেষে যদি লিভারপুলের সঙ্গে একটি চুক্তি করা যায়, তাহলে এই ২৬ বছর বয়সী ডিফেন্ডার আগেই যোগ দিতে ইচ্ছুক।

গতবছরের অক্টোবরে দানি কারভাহাল দীর্ঘমেয়াদি হাঁটুর চোটে পড়েন। এরপর রিয়াল রাইটব্যাকের জায়গাটা পূরণ করতে এই বছরের জানুয়ারিতেই আর্নল্ডকে দলে ভেড়াতে চেয়েছিল। তবে তখন লিভারপুল কোনো আলোচনা বসতে রাজি হয়নি।

রিয়াল এখন লিভারপুলের সঙ্গে একটি ‘যুক্তিসংগত ট্রান্সফার ফি’র ভিত্তিতে আলোচনা করতে চায়, যাতে আর্নল্ড তার অ্যানফিল্ডের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই সাদা জার্সিতে যোগ দিতে পারেন। এই টুর্নামেন্টে অংশগ্রহণ আর্নল্ডকে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে সাহায্য করবে। তাছাড়া এই আসর ২০২৫-২৬ মৌসুমের জন্য প্রস্তুতির একটা অংশ।

২৬ বছর বয়সী আর্নল্ড অ্যানফিল্ডে ২০ বছর কাটিয়েছেন। এই সময়ে তিনি ২০১৯ সালের চ্যাম্পিয়নস লিগ, দুটি ইংলিশ প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছেন।

সোমবার আর্নল্ড বলেন, “আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে মনে হচ্ছে আমার জন্য একটি পরিবর্তনের প্রয়োজন। একজন খেলোয়াড় এবং একজন মানুষ হিসেবে নতুন চ্যালেঞ্জ দরকার। আমি মনে করি এখনই সেই সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময়।”

ফিফা ক্লাব বিশ্বকাপে রিয়ালের গ্রুপ পর্যায়ে ম্যাচঃ 
১৮ জুন মিয়ামিতে আল হিলালের বিপক্ষে
২২ জুন নর্থ ক্যারোলিনার শার্লটে পাচুকার বিপক্ষে
২৬ জুন ফিলাডেলফিয়ায় রেডবুলস সালসবুর্গের বিপক্ষে।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত নিবন্ধ

  • আজ টিভিতে যা দেখবেন (৮ মে ২০২৫)
  • দৈনিক ভিত্তিক সাময়িক শ্রমিক নীতিমালা বাতিলের দাবি
  • ১০ দিন ছুটির প্রজ্ঞাপন দিল সরকার, যে যে নির্দেশনা থাকছে তাতে
  • রেকিট বেনকিজারের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে
  • বৈদ্যের বাজারে ইসলামী যুব আন্দোলনের পূর্ণাঙ্গ কমিটি গঠন
  • সুরা হুমাজাতে চারটি পাপের শাস্তির বর্ণনা
  • বাউবিতে প্রফেশনাল এমবিএ, আবেদনের সময় বৃদ্ধি
  • পুলিৎজার পেল রয়টার্স, ওয়াশিংটন পোস্ট ও নিউ ইয়র্ক টাইমস
  • ট্রেন্ট আলেকজান্ডারকে ফ্রি পাচ্ছে না রিয়াল!