পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি সব ম্যাচ এখন করাচিতে স্থানান্তর করা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় একটি ড্রোন আঘাত হানে। এরপরই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়—আসরের বাকি সব ম্যাচ করাচিতে আয়োজন করা হবে।

শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার (৮ মে) পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু নতুন এই পরিস্থিতিতে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে করাচিতে এবং শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি

আজিজুলের আক্ষেপ, বৃষ্টির বাগড়ার পর সিরিজ জিতে উল্লাস যুবাদের

তবে করাচির পাশাপাশি আন্তর্জাতিক বিকল্প ভেন্যুর কথাও ভাবছে পিসিবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কাতারের দোহাও রয়েছে বিবেচনায়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আসরের বাকি ৮টি ম্যাচ বিদেশেও আয়োজন করা হতে পারে।

এর আগে সোমবার (৭ মে) পিসিবি নিশ্চিত করেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে। কিন্তু ড্রোন হামলার ঘটনার পর সব পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।

এদিকে, রাওয়ালপিন্ডির ড্রোন হামলা নিয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে জম্মু ও পাঞ্জাব সীমান্তে একাধিক হামলা চালানো হয়েছে এবং তারা সেই হামলার জবাব দিয়েছে।

এদিকে, এই ঘটনার প্রভাবে আইপিএলের ভেন্যুতেও পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে।

তবে আজকের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় ও ভেন্যুতেই অনুষ্ঠিত হচ্ছে।

বাকি আইপিএল ম্যাচগুলো এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচি ও ভেন্যু অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদনের সময় বাড়ল

চলতি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুসারে, প্রথম পর্যায়ে আবেদনের শেষ দিন ছিল আজ সোমবার (১১ আগস্ট) রাত ৮টা পর্যন্ত। সময়সীমা আগামী ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত করা হয়েছে।

রবিবার (১০ আগস্ট) রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৫ আগস্ট শুক্রবার রাত ৮টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

অনলাইনে আবেদন করার নিয়ম:
ভর্তি নীতিমালা অনুযায়ী, চলতি বছর অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে একাদশ শ্রেণির ভর্তির আবেদনের কার্যক্রম চলবে। অনলাইন ছাড়া শিক্ষার্থীরা ভর্তির আবেদন করতে পারবেন না। এবার আবেদন ফি ২২০ টাকা।

আবেদন ফি দিয়ে সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রম দিতে পারবেন শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থী যতগুলো কলেজে আবেদন করবেন, সেগুলোর মধ্য থেকে তার মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটিমাত্র কলেজে ভর্তির অবস্থান নির্ধারণ করা হবে।

নির্বাচিত শিক্ষার্থীকে ৩৩৫ টাকা দিয়ে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিক ভর্তি নিশ্চিত করার পর তিনি আরো দুই ধাপে মাইগ্রেশন করতে পারবেন। শিক্ষার্থীর পছন্দের কলেজে সিট ফাঁকা থাকা সাপেক্ষে অটোমাইগ্রেশন করা হবে।

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত নিবন্ধ

  • স্পর্শকাতর বিষয়, তদন্ত দ্রুত যেন হয় মনিটরিং করবেন
  • নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, মৌখিক বুধবার, সঙ্গে যা আনতে হবে
  • এলডিসি থেকে উত্তরণ পেছানো সম্ভব, বলছেন বিশেষজ্ঞরা
  • চীনকে যুক্তরাষ্ট্র থেকে চার গুণ সয়াবিন কেনার আহ্বান ট্রাম্পের
  • একাদশে ভর্তিতে প্রথম ধাপে আবেদনের সময় বাড়ল