রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে ড্রোন হামলা, পিএসএলের ভেন্যু বদল
Published: 8th, May 2025 GMT
পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি সব ম্যাচ এখন করাচিতে স্থানান্তর করা হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় একটি ড্রোন আঘাত হানে। এরপরই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়—আসরের বাকি সব ম্যাচ করাচিতে আয়োজন করা হবে।
শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার (৮ মে) পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু নতুন এই পরিস্থিতিতে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে করাচিতে এবং শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।
আরো পড়ুন:
শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি
আজিজুলের আক্ষেপ, বৃষ্টির বাগড়ার পর সিরিজ জিতে উল্লাস যুবাদের
তবে করাচির পাশাপাশি আন্তর্জাতিক বিকল্প ভেন্যুর কথাও ভাবছে পিসিবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কাতারের দোহাও রয়েছে বিবেচনায়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আসরের বাকি ৮টি ম্যাচ বিদেশেও আয়োজন করা হতে পারে।
এর আগে সোমবার (৭ মে) পিসিবি নিশ্চিত করেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে। কিন্তু ড্রোন হামলার ঘটনার পর সব পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।
এদিকে, রাওয়ালপিন্ডির ড্রোন হামলা নিয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে জম্মু ও পাঞ্জাব সীমান্তে একাধিক হামলা চালানো হয়েছে এবং তারা সেই হামলার জবাব দিয়েছে।
এদিকে, এই ঘটনার প্রভাবে আইপিএলের ভেন্যুতেও পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে।
তবে আজকের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় ও ভেন্যুতেই অনুষ্ঠিত হচ্ছে।
বাকি আইপিএল ম্যাচগুলো এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচি ও ভেন্যু অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
২৮ প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও লস প্রভিশনিংয়ের সময় বৃদ্ধি
পুঁজিবাজারের সদস্যভুক্ত ২৮টি মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানকে তাদের নেতিবাচক ইকুইটি ও অবাস্তব লোকসান সমন্বয়ের জন্য অতিরিক্ত সময়সীমা শর্তসাপেক্ষে বর্ধিত করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এই তালিকায় রয়েছে স্টকব্রোকার, ডিলার ও মার্চেন্ট ব্যাংকসহ একাধিক বাজার মধ্যস্থতাকারী।
বিএসইসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
মিউচুয়াল ফান্ড বিধিমালার গেজেট প্রকাশ
নর্ডিক বাজারে রেনাটার আমান্টাডিন ওষুধ উন্মোচন
এতে বলা হয়েছে, বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯ নভেম্বর ৯৮২তম ও ১৩ নভেম্বর ৯৮৪তম কমিশন সভায় স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকার কর্তৃক কমিশনের কাছে দাখিল করা বোর্ড অনুমোদিত নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়সংক্রান্ত অ্যাকশন প্ল্যান বিবেচনা করে ২৮টি বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানের নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয় করার সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়।
বাজার মধ্যস্থতাকারীর প্রতিষ্ঠানগুলো হলো: এআইবিএল ক্যাপিটাল মার্কেট সার্ভিসেস, ইউসিবি স্টক ব্রোকারেজ, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ, ব্যাংক এশিয়া সিকিউরিটিজ, শাহজালাজ ইসলামী ব্যাংক সিকিউরিটিজ, উত্তরা ব্যাংক সিকিউরিটিজ, এনসিসিবি সিকিউরিটিজ, আইআইডিএফসি সিকিউরিটিজ, সাউথইস্ট ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস, ইউনিক্যাপ ইনভেস্টমেন্টস, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, জিএসপি ইনভেস্টমেন্ট, অগ্রণী ইক্যুইটি, প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল, ইসি সিকিউরিটিজ, যমুনা ব্যাংক ক্যাপিটাল, ঢাকা ব্যাংক সিকিউরিটিজ, পূবালী ব্যাংক সিকিউরিটিজ, এমটিবি সিকিউরিটিজ, এবি সিকিউরিটিজ, ফিনিক্স সিকিউরিটিজ, প্রাইম ইসলামী সিকিউরিটিজ, এসবিএল ক্যাপিটাল, ট্রাস্ট ব্যাংক ইনভেস্টমেন্ট, ইবিএল ইনভেস্টমেন্ট এবং এমটিবি ক্যাপিটাল।
স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকাদের নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লসের প্রভিশন ও সমন্বয়ের সময়সীমা কিছু শর্তসাপেক্ষে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, যার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো নেগেটিভ ইক্যুইটি ও আনরিয়েলাইজড লসের বিপরীতে বর্ধিত সময়ে প্রভিশন সংরক্ষণ ও সমন্বয়ের ক্ষেত্রে স্টক ব্রোকার, স্টক ডিলার ও মার্চেন্ট ব্যাংকারের নিট সম্পদের ঘাটতিসংক্রান্ত বিধান পরিপালনে সাময়িক শিথিলতা থাকবে। এ-সংক্রান্ত কমিশনের আদেশ কমিশনের ওয়েবসাইটের ‘সিকিউরিটিজ ল’ মেনুর ‘সিকিউরিটিজ ল, রুলস, রেগুলেশনসS’ সাব মেনুতে পাওয়া যাবে।
ঢাকা/এনটি/রাসেল