পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ড্রোন হামলার ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি সব ম্যাচ এখন করাচিতে স্থানান্তর করা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মঙ্গলবার সকালে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় একটি ড্রোন আঘাত হানে। এরপরই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়—আসরের বাকি সব ম্যাচ করাচিতে আয়োজন করা হবে।

শুধু তাই নয়, আজ বৃহস্পতিবার (৮ মে) পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ হওয়ার কথা ছিল রাওয়ালপিন্ডিতে। কিন্তু নতুন এই পরিস্থিতিতে ম্যাচটি সরিয়ে আনা হয়েছে করাচিতে এবং শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত করা হয়েছে।

আরো পড়ুন:

শনিবার বোর্ড মিটিং, পাকিস্তান সফরের সিদ্ধান্ত নিবে বিসিবি

আজিজুলের আক্ষেপ, বৃষ্টির বাগড়ার পর সিরিজ জিতে উল্লাস যুবাদের

তবে করাচির পাশাপাশি আন্তর্জাতিক বিকল্প ভেন্যুর কথাও ভাবছে পিসিবি। সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং কাতারের দোহাও রয়েছে বিবেচনায়। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনে আসরের বাকি ৮টি ম্যাচ বিদেশেও আয়োজন করা হতে পারে।

এর আগে সোমবার (৭ মে) পিসিবি নিশ্চিত করেছিল, পিএসএলের বাকি ম্যাচগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে। কিন্তু ড্রোন হামলার ঘটনার পর সব পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়।

এদিকে, রাওয়ালপিন্ডির ড্রোন হামলা নিয়ে এখনো ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার রাতে পাকিস্তান থেকে জম্মু ও পাঞ্জাব সীমান্তে একাধিক হামলা চালানো হয়েছে এবং তারা সেই হামলার জবাব দিয়েছে।

এদিকে, এই ঘটনার প্রভাবে আইপিএলের ভেন্যুতেও পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ মে পাঞ্জাব কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচটি ধর্মশালা থেকে আহমেদাবাদে নিয়ে আসা হয়েছে।

তবে আজকের পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যকার ম্যাচটি নির্ধারিত সময় ও ভেন্যুতেই অনুষ্ঠিত হচ্ছে।

বাকি আইপিএল ম্যাচগুলো এখন পর্যন্ত নির্ধারিত সময়সূচি ও ভেন্যু অনুযায়ীই চলবে বলে জানানো হয়েছে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, স্থগিত পিএসএল

ভারত-পাকিস্তানের চলমান উত্তেজনার আঁচ এবার সরাসরি পড়ল ক্রিকেট মাঠে। বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে হওয়ার কথা ছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) একটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু তার আগেই স্টেডিয়ামসংলগ্ন এলাকায় চালানো হয় ড্রোন হামলা। এতে ভেঙে পড়ে স্টেডিয়ামের একটি অংশ, ফলে আপাতত সেখানকার সব ম্যাচ স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আজকের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের। স্থানীয় সময় রাত ৯টায় ম্যাচটি শুরু হওয়ার কথা থাকলেও, সকালেই আতঙ্ক ছড়ায় রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বিস্ফোরণের খবরে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর স্টেডিয়াম ও লাগোয়া একটি হোটেল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতেও সেই ধ্বংসযজ্ঞের চিত্র স্পষ্ট। কাল এ মাঠেই মুখোমুখি হওয়ার কথা রিশাদের দল লাহোর কালান্দার্স ও নাহিদ রানার দল পেশোয়ার জালমির।

পিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, পিএসএলের বাকি ম্যাচগুলো এখন করাচির ন্যাশনাল স্টেডিয়ামে স্থানান্তর করা হবে।

উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে বুধবার ভোরে পাকিস্তান ও পাক-অধীকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তানও পাল্টা গোলাবর্ষণ করে। এরপর একাধিকবার ড্রোন হামলা চালানো হয়েছে পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রাওয়ালপিন্ডি অন্যতম। পাকিস্তানের আইএসপিআর জানিয়েছে, এখন পর্যন্ত তারা ২৫টি ইসরায়েলি হরপ ড্রোন ভূপাতিত করেছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল-পিএসএলে ভেন্যু পরিবর্তন
  • পিএসএল সরিয়ে নেওয়া হতে পারে দুবাই কিংবা দোহায়
  • নাহিদ-রিশাদকে দেশে ফেরানোর চেষ্টায় বিসিবি
  • রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন হামলা, স্থগিত পিএসএল
  • ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ ঘোষণা: রাজশাহীতে আম পাড়া শুরু ১৫ মে
  • চুয়াডাঙ্গার কোন আম কখন বাজারে আসবে
  • জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের রুটিন প্রকাশ, পরীক্ষা ৮ জুলাই শুরু, প্রতিদিন ওয়েবসাইটে ঢুঁ মারার পরামর্শ পরীক্ষার্থীদের
  • সরকারি হাসপাতালে সেবা বিকেল ৫টা পর্যন্ত করার সুপারিশ
  • ৪৪ বিসিএসের ভাইভা শুরু ২০ মে