এক কোটির বেশি সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি বিএনপির
Published: 9th, May 2025 GMT
সমাজের পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের লক্ষ্যে রেখে এক কোটির বেশি নতুন সদস্য সংগ্রহে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ১৫ মে থেকে শুরু হয়ে আগামী ১৫ জুলাই পর্যন্ত এই কর্মসূচি চলবে।
অন্য দল থেকে কিংবা আওয়ামী লীগ থেকে কেউ আসতে পারবেন কি না—এমন প্রশ্নে রুহুল কবির রিজভী বলেন, ধরুন, কেউ দীর্ঘদিন রাজনীতি করেননি অথবা হয়তো একসময়ে আওয়ামী লীগ করতেন, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন, বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচারকে পছন্দ করেননি, আওয়ামী লীগ থেকে সরে গেছেন; তাঁরা আসতে পারবেন না কেন?
সমাজের পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষদের দলে আনা উদ্দেশ্য জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের চিন্তা হলো সমাজের ফ্রেশ মানুষ (রাজনীতিতে নতুন)—অবসরে যাওয়া ব্যক্তি; যিনি শিক্ষক, সরকারি কর্মকর্তা ও ব্যাংকার হতে পারেন, এনজিও কর্মী, কৃষক বা শ্রমিক হতে পারেন; তাঁরা আমাদের আদর্শে বিশ্বাস করেন কি না।’
রুহুল কবির রিজভী বলেন, ‘একেবারে ফ্রেশ মানুষ, সমাজে যাঁদের সুনাম আছে, ভদ্রলোক বলে জানে, তাঁরা যাতে আমাদের দলের সদস্য হতে কোনো ধরনের বাধার মুখে না পড়েন, আমরা সেটাই টার্গেট করব।’
বিএনপির এই নেতা আশা প্রকাশ করে বলেন, ‘সমাজের সর্ব ক্ষেত্রের মানুষ যাঁরা বিএনপিকে পছন্দ করেন, জাতীয়তাবাদী চিন্তাচেতনা লালন করেন; তাঁরা আগ্রহী হয়ে এ দলের সদস্য হবেন—এটাই আমরা প্রত্যাশা করি। কারণ, এখন শেখ হাসিনার সেই ভয়ংকর দুঃশাসনের ছোবল নেই। সে ক্ষেত্রে অনেকেই এগিয়ে আসবেন। এই এগিয়ে আসার মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচি শুরু হবে।’
যোগদানের প্রক্রিয়া সম্পর্কে রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের ২০ টাকার যে ফরমটা পূরণ করতে হয় এবং এর সঙ্গে একটা অঙ্গীকারনামা, যেটা আমাদের গঠনতন্ত্রে আছে; এবার যাঁরা প্রাথমিক সদস্য হবেন, তাঁদের এ আবেদন ফরম পূরণ করতে হবে। পরে সেসব ফরম যাচাই-বাছাই হবে। কারণ, দোসররা নানাভাবে ঢুকে পড়ার চেষ্টা করবে।’
এর আগে নয়াপল্টনের কার্যালয়ে প্রাথমিক সদস্য নবায়নসংক্রান্ত কমিটির বৈঠক করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি এই কমিটির আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী, আবদুস সালাম আজাদ ও সৈয়দ এমরান সালেহ, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাতসহ সাংগঠনিক সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ব এনপ র আম দ র সদস য আওয় ম
এছাড়াও পড়ুন:
জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘জুলাই সনদের যে পথে রয়েছি, সেটা বাস্তবায়ন হবে। সনদের আদেশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে দিতে হবে। সনদে কোনো নোট অব ডিসেন্ট থাকবে না। আশা করব, দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করে নির্বাচনের দিকে যাব।’’
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সম্মেলন কক্ষে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের (ইউটিএফ) আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘‘শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারলে রাষ্ট্রের আমূল পরিবর্তন সম্ভব নয়। সরকারের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হলেও আমরা লড়াই চালিয়ে যাব।’’
নাহিদ ইসলাম বলেন, ‘‘বিগত ১৬ বছর দলীয় পরিচয়ের ভিত্তিতেই শিক্ষকদের পদোন্নতি দেয়া হতো। ফ্যাসিবাদী কাঠামো বাংলাদেশে এখনো রয়ে গেছে। ব্যক্তি ও সমাজের চিন্তার পরিবর্তন ছাড়া ফ্যাসিবাদ নির্মূল সম্ভব নয়।’’
এনসিপি’র আহ্বায়ক বলেন, ‘‘বেকারত্ব দূর করতে হলে শিক্ষা খাতে হাত দিতে হবে আগে। সেখানে সংস্কার আগে করতে হবে। আমরা যদি শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে না পারি, তাহলে রাষ্ট্রের পরিবর্তন সম্ভব নয়।’’
ঢাকা/রায়হান/