রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রক্সি দিতে আসা নবম শ্রেণি পাস একজনকে আটক করা হয়েছে। ‎শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা চলাকালীন আব্দুস সোবহানকে আটক করে কর্তৃপক্ষ।

‎জানা গেছে, রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল দিনাজপুরের মো.

আজমাইন ফাইকের (রোল ১৫৩৩৮৬)। শুক্রবার যথাসময়ে পরীক্ষা শুরুর পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাঁর পরিবর্তে নবম শ্রেণি পাস আব্দুস সোবহানকে পরীক্ষা দিতে দেখে তাঁকে আটক করে পুলিশ ক্যাম্পে নিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুর রহমান স্বপন বলেন, পরীক্ষার্থী আজমাইন ফাইকের বদলে গাজীপুরের নবম শ্রেণি পাস এক ব্যক্তি পরীক্ষা দিতে এসে আটক হয়েছেন। নবম শ্রেণি পাস হয়েও বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় তিনি কীভাবে প্রক্সি দিতে এসেছেন, তা নিয়ে অনুসন্ধান চলছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্দুস সোবহান প্রক্সির বিষয়টি স্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

উৎস: Samakal

কীওয়ার্ড: নবম শ র ণ পর ক ষ য়

এছাড়াও পড়ুন:

ভারতের জম্মু ও অমৃতসরে বিস্ফোরণের শব্দ

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার গভীর রাতে তারা ড্রোন ভূপাতিত করছে।

এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।

একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।

বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা বিদ্যুৎহীন।

'ড্রোন দেখা গেছে...সেগুলোকে প্রতিহত করা হচ্ছে,' বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা।

অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও ১২টি স্থানে বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।

সম্পর্কিত নিবন্ধ