কথাসাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহর নাটক `সুড়ঙ্গ' মঞ্চে আনছে নাট্যদল এথিক। নাটকটি নির্দেশনা দিয়েছেন মিন্টু সরদার। ২৩ মে শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির উদ্বোধনী মঞ্চস্থ করা হবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এথিক জানিয়েছে, গুপ্তধন কি সব সময় সবার ভাগ্যে জোটে? গুপ্তধন নিয়ে এক ষোড়শী কন্যার কৌতূহলী ভাবনার জগৎকে তুলে ধরা হয়েছে নাটকে। নাটকের কাহিনি আবর্তিত হয়েছে ষোড়শী কন্যা রাবেয়াকে ঘিরে। দিন দুয়েক পর রাবেয়ার বিয়ে, হুট করে অসুস্থ হয়ে পড়ে সে। রীতিমতো শয্যাগত। ডাক্তার-হেকিম কোনোভাবেই রোগ ধরতে পারে না। ঘটনাটি নাটকীয়তায় মোড় নেয়।
নাটকটির সহযোগী নির্দেশক মনি কাঞ্চন, প্রযোজনা অধিকর্তা রেজানুর রহমান। এথিকের চতুর্দশ প্রযোজনা এটি।
আরও পড়ুনজীবনানন্দ দাশকে নিয়ে ‘কমলা রঙের বোধ’২০ ফেব্রুয়ারি ২০২৫নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাহফুজ আফনান, প্রদীপ কুমার, মনি কাঞ্চন, সুকর্ণ হাসান, আজিম উদ্দিন, রেজিনা রুনি, নাহিদ মুন্না, ঊর্মি আহমেদ, দীপান্বিতা রায়, রুবেল খানসহ আরও অনেকে।
মঞ্চ পরিকল্পনা করেছেন সাইফুল ইসলাম, আলোক পরিকল্পক ঠাণ্ডু রায়হান, আবহ সংগীত করেছেন শিশির রহমান, পোশাক ও রূপসজ্জায় শুভাশীষ দত্ত, কোরিওগ্রাফি করেছেন এম আর ওয়াসেক এবং নাটকের প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কর ছ ন
এছাড়াও পড়ুন:
টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ ইনিংস এখন ‘বেবি এবি’ ব্রেভিসের
ব্যাটিংয়ের ধরন এবি ডি ভিলিয়ার্সের মতো। তাই ক্যারিয়ারের শুরুতেই ‘বেবি এবি’ ডাক নাম জুটে গেছে ডেভাল্ড ব্রেভিসের। টি-টোয়েন্টি ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেও দক্ষিণ আফ্রিকার হয়ে এ সংস্করণে কোনো সেঞ্চুরি নেই ডি ভিলিয়ার্সের। তবে বেবি এবি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি পেয়ে গেলেন নবম ম্যাচেই। ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার হয়ে এ সংস্করণে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও গড়েছেন ব্রেভিস।
দক্ষিণ আফ্রিকা ৪৪ রানে ২ উইকেট হারানোর পর পঞ্চম ওভারের শেষ বলে ব্যাটিংয়ে নামেন ব্রেভিস। এরপর শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫৬ বলে ১২ চার ও ৮ ছক্কায় করেছেন ১২৫ রান। ভেঙেছেন ২০১৫ সালে ফাফ ডু প্লেসির গড়া ১১৯ রানের রেকর্ড। ডু প্লেসি জোহানেসবার্গে রেকর্ডটি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
ব্রেভিসের ইনিংসটি অস্ট্রেলিয়ার বিপক্ষেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল রুতুরাজ গায়কোয়াড়ের। ভারতীয় ব্যাটসম্যান ২০২৩ সালে গুয়াহাটিতে ৫৭ বলে খেলেছিলেন অপরাজিত ১২৩ রানের ইনিংস।
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ৮টি ছক্কা মেরেছেন ব্রেভিস