ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীর ও পার্শ্ববর্তী পাঞ্জাব রাজ্যে শিখদের পবিত্র শহর অমৃতসরের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ভারতীয় সামরিক বাহিনী জানিয়েছে, প্রায় তিন দশকের মধ্যে পাকিস্তানের সঙ্গে সবচেয়ে ভয়াবহ লড়াইয়ে শুক্রবার গভীর রাতে তারা ড্রোন ভূপাতিত করছে।

এক প্রতিবেদনে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

পরমাণু শক্তিধর প্রতিবেশী দেশগুলোর মধ্যে তিন দিন ধরে চলা সংঘাতে প্রথম অমৃতসরে বিস্ফোরণের শব্দ শোনা গেল।

একাধিক কর্মকর্তা ও রয়টার্সের একজন সাংবাদিক জানিয়েছেন, ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের জম্মুর আকাশে লাল শিখা ও 'প্রজেক্টাইল' দেখা গেছে।

বৃহস্পতিবার জম্মু বিমানবন্দরের কাছে একাধিক বিস্ফোরণের পর পুরো এলাকা বিদ্যুৎহীন।

'ড্রোন দেখা গেছে.

..সেগুলোকে প্রতিহত করা হচ্ছে,' বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় সামরিক কর্মকর্তা।

অন্যান্য নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের কাশ্মীরের শ্রীনগর শহরের বিমানবন্দরের কাছে ১০টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং অমীমাংসিত এই অঞ্চলে আরও ১২টি স্থানে বিস্ফোরণ ঘটেছে।

এ ব্যাপারে পাকিস্তান তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতে একই এলাকায় হামলার অভিযোগ তারা প্রত্যাখ্যান করেছে।

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ