প্ল্যান বি’র প্রস্তুতি নিলেও আইপিএল ছাড়ছেন বিদেশিরা
Published: 10th, May 2025 GMT
আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে পরিস্থিতি বলছে, এটি আসলে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরু করতে প্ল্যান বি প্রস্তুত করছে। তবে সেই প্ল্যান বি আলোর মুখ দেখার আগেই আইপিএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটার এবং কোচিং স্টাফরা ভারত ছাড়তে শুরু করেছেন।
বিসিসিআই এক সপ্তাহ পরই আইপিএল শুরুর চেষ্টা করছে বলে জানানো হয়েছে। দেশটির দক্ষিণের তিন শহর চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদে বাকি ম্যাচগুলো খেলাতে চায় তারা। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকারা এই পরিস্থিতিতে এখনই আইপিএল পুনরায় মে’র মধ্যে শুরু সম্ভব নয় ধরে নিয়েছে। ক্রিকেটারদের তেমনই বার্তা দেওয়া হয়েছে।
মে’র মধ্যে আইপিএল শেষ করা না গেলে বাকি অংশ আগস্ট-সেপ্টেম্বরে হতে পারে। সংবাদ মাধ্যম ক্রিকইনফো এমনই দাবি করেছে। তারা জানিয়েছে, ১১ জুন ওর্য়াল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় মে’র মধ্যে টুর্নামেন্ট শেষ না করা গেলে তারা আসবেন না। আবার জুনে ভারতের ইংল্যান্ড সফর আছে।
ফ্র্যাঞ্জাইজি মালিকরা এখনই আইপিএল শুরু হচ্ছে না ধরে নিলেও এটাও জানিয়েছেন, আইপিএল মে’র তৃতীয় সপ্তাহের পর পরই শুরু করা গেলে বিদেশি ক্রিকেটাররা ফিরে আসবেন। তারা এমন প্রতিশ্রুতি দিয়েই ভারত ছাড়ছেন।
আইপিএলে ১২টি লিগ ম্যাচ বাকি আছে। প্লে অফ ও ফাইনাল মিলিয়ে আছে ১৬ ম্যাচ। ইএসপিএন দাবি করেছে, বাকি ম্যাচগুলো ভারত নিজ দেশেই আয়োজনের চেষ্টা করছে। সেক্ষেত্রে আগস্ট ও সেপ্টেম্বরকে সম্ভাব্য সময় ধরে রাখা হয়েছে। আগস্টে ভারতের বাংলাদেশ সফরে আসার কথা আছে। নিরাপত্তা অজুহাতে ওই সফর ভারত বাতিল করতে পারে বলে এরই মধ্যে খবর এসেছে। পাকিস্তানকে নিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপও আয়োজন করতে রাজি নয়। ওই সময়টা আইপিএল শেষ করতে চায় ভারত।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ব স স আই
এছাড়াও পড়ুন:
দলের দুই পক্ষের বিরোধ মেটাতে যাচ্ছিলেন সালিস বৈঠকে, পথে দুর্ঘটনায় মৃত্যু বিএনপি নেতার
দলের দুটি পক্ষের মধ্যে হাতিহাতি ও সংঘর্ষের ঘটনায় বিরোধ মীমাংসায় ডাকা হয়েছিল সালিস বৈঠক। সে বৈঠকে যোগ দিতে যাচ্ছিলেন ফেনীর পরশুরামের বিএনপি নেতা পারভেজ মজুমদার (৫৮)। পথে সড়ক দুর্ঘটনায় মারা যান তিনি। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর এক সহযোগী।
পারভেজ মজুমদার ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজকালিকাপুর গ্রামের সাদেক মজুমদারের ছেলে। তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার দুপুরে নিজকালিকাপুর গ্রামে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হন। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পরশুরাম উপজেলা সদরে সন্ধ্যায় একটি সালিস বৈঠকে উদ্যোগ নেওয়া হয়। সালিসে যোগ দিতে স্থানীয় বিএনপি নেতা পারভেজ মজুমদার ও তাঁর সহযোগী মোহাম্মদ হারুন মোটরসাইকেলে নিজকালিকাপুর থেকে পরশুরাম যাচ্ছিলেন। তাঁদের বহন করা মোটরসাইকেলটি সুবার বাজার-পরশুরাম সড়কের কাউতলী রাস্তার মাথায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল আরোহী দুজন গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পারভেজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকের পরামর্শে পরিবারের সদস্যরা রাতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে পথে তাঁর মৃত্যু হয়।
পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম মোটরসাইকেল দুর্ঘটনায় বিএনপি নেতা পারভেজ মজুমদারের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ বাড়ি নিয়ে যায় স্বজনরা।