ইবির স্বতন্ত্র ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফল প্রকাশ রাতেই
Published: 11th, May 2025 GMT
গুচ্ছ প্রক্রিয়ার বাইরে নিজস্ব পদ্ধতিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। রোববার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে এমসিকিউ পদ্ধতিতে ৮০ নম্বরের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় উপস্থিত ছিলেন ১ হাজার ৮২৮ জন পরীক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৯০.
তিনি বলেন, ‘এর আগে দুয়েকটি ব্যতিক্রম ছাড়া প্রত্যেকবারই পরীক্ষার ফল পরীক্ষার দিন রাতের মধ্যে প্রকাশ করা হয়েছে। এবারও আমরা চেষ্টা করছি যেন রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা যায়।’
উৎস: Samakal
কীওয়ার্ড: পর ক ষ র
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল