পরিচালক অমিতাভ রেজা তাঁর নতুন সিরিজ ‘বোহেমিয়ান ঘোড়া’র শুটিং কয়েক মাস আগে শেষ করেছিলেন। অভিনয়শিল্পীদের এ নিয়ে কথা বলা বারণ ছিল, তাই কেউ কোনো কথা বলেননি। এবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের পক্ষ থেকে এল সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা। প্ল্যাটফর্মটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে সিরিজটি।
অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত কমেডি ঘরানার এই সিরিজের মূল ভূমিকায় আছেন মোশাররফ করিম। সেই সঙ্গে এই সিরিজে অভিনয় করেছেন একঝাঁক অভিনেত্রী। আছেন তানজিকা আমিন, রুনা খান, মৌসুমী হামিদ, সাদিয়া আয়মান, জুঁই করিম, ফারহানা হামিদ, অদিতি ও বৃষ্টি।

রুনা খান.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ