ছোটপর্দায় প্রথমবারের মতো একসঙ্গে দেখা দিলেন শার্লিন ফারজানা ও আরশ খান। সম্প্রতি তাদের অভিনীত ‘প্রজাপতি মন’ নাটকটি প্রকাশ পেয়েছে। এটি রচনা ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত।

নাটকে শার্লিন, আরশের পাশাপাশি বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, তুতিয়া ইয়াসমিন পাপিয়া, হিন্দোল রায়, আনোয়ার শাহী, জাকি আহমেদ জারিফ, মিতু সুলতানা প্রীতি প্রমুখ।

অভিনেত্রী শার্লিন ফারজানার কথায়, এখন ভালো কাজের সুযোগ অনেকগুণ বেড়েছে। অনলাইন খুলে দিয়েছে বিনোদনের নতুন এক দুয়ার। বড় বাজেটে কাজ হচ্ছে। সেই সঙ্গে পর্দায় বেড়েছে নতুন মুখের আনাগোনা। নতুনরাও ভালো করছে। ‘প্রজাপতি মন’ নাটকটি তার একটি উদাহরণ। এতে আরশ, সুনেরাহর সঙ্গে কাজের অভিজ্ঞতাও ছিল দারুণ।’

আরশের কথায়, ‘গল্প, চরিত্র, নির্মাণ সব মিলিয়ে ‘প্রজাপতি মন’ সময়োপযোগী একটি কাজ। এটি অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে আমাদের বিশ্বাস।’

আরশের পাশাপাশি এ নাটক নিয়ে একই মত পোষণ করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। প্রযোজনা প্রতিষ্ঠান কেএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে এটি মুক্তি পেয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: আরশ খ ন আরশ র

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ