সিলেটের আদালতপাড়ায় আবারও আসামিদের ওপর হামলা
Published: 12th, May 2025 GMT
সিলেটের আদালতপাড়ায় আবারও আসামিদের ওপর হামলার ঘটনা ঘটেছে। ওই সময় মামলার বাদী পক্ষের লোকজন ডিম নিক্ষেপ ছাড়াও আসামিদের ওপর চড়াও হয়। এমনকি পুলিশের সঙ্গে খারাপ আচরণ ও ধাক্কাধাক্কি করে।
সোমবার দুপুরে মহানগর দায়রা জজ ভবনের উপরে ও নীচে হাজতখানার সামনে এ ঘটনা ঘটে। এর আগে সরকার পতনের পর গত ২৪ আগস্ট প্রথমবার সিলেট আদালতে হামলার শিকার হন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক। পরে ২৪ নভেম্বর সিটি করপোরেশনের কাউন্সিলর এ কে লায়েক, ২৮ নভেম্বর বিএনপি কর্মী বিলাল আহমদ হত্যা মামলার তিন আসামি, ১৯ ডিসেম্বর বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমির হোসেন নুরুসহ কয়েকজন হামলার শিকার হন।
আদালত সূত্রে জানা যায়, সরকার পতনের পর সিলেটের জকিগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হওয়ার পর আজ সোমবার ১৮ জন আসামি সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। আসামিদের মধ্যে জকিগঞ্জের সুলতানপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, লামারগ্রামের বাসিন্দা ও বিজিবির সোর্স আলী আহমদসহ আওয়ামী লীগের কিছু নেতাকর্মী রয়েছেন। আদালত থেকে বের হওয়ার পথে হামলা ও ডিম ছুড়ে বাদী পক্ষের লোকজন। পরে আসামিদের ভবনের নীচে হাজতখানায় নিয়ে রাখার সময় আলী আহমদসহ কয়েকজনের ওপর আবার হামলার চেষ্টা করা হয়। বার বার পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশের দিকে তেড়ে আসে লোকজন।
এ বিষয়ে জেলা কোর্ট ইন্সপেক্টর মো.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
সিরিজ জয়ের ম্যাচে বাংলাদেশের একাদশে কি পরিবর্তন আসবে
জয়ে আফগানিস্তান সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। কাল শারজাতে টি–টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে জাকের আলীর দল।
এই ম্যাচে কি বাংলাদেশ দলে পরিবর্তন আসবে? কেমন হতে পারে আফগানিস্তান সিরিজে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ?
প্রথম ম্যাচে ওপেনিংয়ে বাংলাদেশ খানিকটা চমকই উপহার দিয়েছে। ওপেনিংয়ে এশিয়া কাপে দুটি ফিফটি করা সাইফ হাসানকে ব্যাটিং অর্ডারে তিনে নামানো হয়। ওপেন করেছেন তানজিদ হাসান ও পারভেজ হোসেন। দুজনে গড়েন ১০৯ রানের জুটি। তাদের জুটিতেই জিতেছে বাংলাদেশ। দুজনই করেন ফিফটি। আজও এ দুজনই ওপেন করতে পারেন। তিনে খেলতে পারেন সাইফ। যদিও তিনি কাল শূন্য রানে আউট হয়েছেন।
প্রথম ম্যাচে চারে ব্যাট করেন অধিনায়ক জাকের আলী। পাঁচ নম্বরে খেলেছেন শামীম হোসেন, ছয়ে নুরুল হাসান। মিডল অর্ডারকে শক্তিশালী করতে আজ দলে ফিরতে পারেন তাওহিদ হৃদয়। সে ক্ষেত্রে বাদ পড়তে পারেন শামীম।
কালও রান করতে পারেননি শামীম