একটি নাটকের শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চিকিৎসা নিয়ে বাসায় ফিরে দুই দিন বিশ্রাম নেওয়ার পর আজ মঙ্গলবার শুটিংয়ে ফিরেছেন তিনি।

গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিংয়ে লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত হয়েছিলেন তটিনী। চট্টগ্রামের এক হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকায় ফেরেন তিনি।

আজ সন্ধ্যায় তটিনী প্রথম আলোকে জানান, আজ থেকে উত্তরায় মাহমুদ মাহিনের একটি নাটকের শুটিং করছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন জোভান।
আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে জানান এই অভিনেত্রী। যে নাটকের শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন, পরবর্তী সময়ে কাজটি শেষ করবেন বলে জানান তিনি।

আরও পড়ুনচট্টগ্রামে শুটিংয়ে মাথায় আঘাত তটিনীর, সর্বশেষ কী অবস্থা অভিনেত্রীর১১ মে ২০২৫

‘মন মঞ্জিলে’ নাটকের পরিচালক হাসিব হোসেন রোববার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে দৃশ্যধারণের সময় হঠাৎ সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড পড়ে তটিনীর মাথায়। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’

দুর্ঘটনার পর ঈদ উপলক্ষে নির্মিতব্য নাটকটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন টক র শ ট

এছাড়াও পড়ুন:

চসিক সভা থেকে কর্মকর্তাকে বের করে দেওয়ার অভিযোগ, বিএনপি নেতার অস্বীকার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সভা থেকে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাকে বিএনপির এক নেতা বের করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের কাছে অভিযোগটি করেন এক্সটেনসিভ মিডিয়া নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চিফ এক্সিকিউটিভ সরোজ বড়ুয়া। 

জানা যায়, প্রতিষ্ঠানটি চসিকের সৌন্দর্যবর্ধন কাজের দরপত্রে অংশ নিয়েছে। আগ্রহী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সিটি মেয়র ধারাবাহিক সভা করছেন। গত সোমবার চসিকের টাইগারপাস কার্যালয়ে সভা বসে। এ সময় সভায় উপস্থিত থাকা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মিনহাজুল আলমকে নগর বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম স্বপন বের করে দিয়েছেন বলে অভিযোগ ওঠে। তবে অভিযোগ অস্বীকার করেছেন স্বপন। 
সরোজ বড়ুয়ার অভিযোগ, গত সোমবার সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভা ডাকেন মেয়র। দুপুর ২টার দিকে তাঁর প্রতিষ্ঠানের কর্মকর্তা মিনহাজুল সভাকক্ষে উপস্থিত হন। এ সময় বিএনপি নেতা স্বপন তাঁকে ধাক্কা দিয়ে বের করে দেন। বের না হলে পিটিয়ে বের করবেন বলেও হুমকি দেন। পরে মিনহাজুল সভাকক্ষ থেকে বেরিয়ে যান।

মিনহাজুল বলেন, ‘মেয়রের সঙ্গে সকাল ১০টা থেকে পূর্বনির্ধারিত সভা ছিল। দুপুর একটা পর্যন্ত আমার প্রতিষ্ঠানকে পরিকল্পনা তুলে ধরতে ডাকা হয়নি। বিরতির সময় মেয়রকে বিষয়টি জানানো হলে তিনি ২টার পর সভাস্থলে আসতে বলেন। পৌনে দুইটার দিকে উপস্থিত হলে বিএনপি নেতা স্বপন আমাকে বের করে দেন।’

বিএনপি নেতা স্বপনের দাবি, ‘অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। সোমবার আমি সিটি করপোরেশনেই যাইনি। সিসি ক্যামেরা দেখুন, এ ধরণের কোনো ঘটনার সঙ্গে আমি জড়িত না।’

চসিকের নগর পরিকল্পনাবিদ আবদুল্লাহ আল ওমর সমকালকে বলেন, ‘সোমবার সোয়া ২টা থেকে সভা শুরু হয়ে ৪টা পর্যন্ত চলে। শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে। এ ধরণের কোনো ঘটনা আমার সামনে ঘটেনি। কেউ অভিযোগও করেনি।’

সম্পর্কিত নিবন্ধ