একটি নাটকের শুটিং সেটে দুর্ঘটনার কবলে পড়েছিলেন তরুণ অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। চিকিৎসা নিয়ে বাসায় ফিরে দুই দিন বিশ্রাম নেওয়ার পর আজ মঙ্গলবার শুটিংয়ে ফিরেছেন তিনি।
গত রোববার সন্ধ্যায় চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিংয়ে লাইটস্ট্যান্ড মাথায় পড়ে আহত হয়েছিলেন তটিনী। চট্টগ্রামের এক হাসপাতালে চিকিৎসা নিয়ে ঢাকায় ফেরেন তিনি।
আজ সন্ধ্যায় তটিনী প্রথম আলোকে জানান, আজ থেকে উত্তরায় মাহমুদ মাহিনের একটি নাটকের শুটিং করছেন তিনি। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন জোভান।
আগের তুলনায় শারীরিক অবস্থার উন্নতি ঘটেছে বলে জানান এই অভিনেত্রী। যে নাটকের শুটিংয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন, পরবর্তী সময়ে কাজটি শেষ করবেন বলে জানান তিনি।
‘মন মঞ্জিলে’ নাটকের পরিচালক হাসিব হোসেন রোববার প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশের একটি বাংলোতে দৃশ্যধারণের সময় হঠাৎ সেটে থাকা একটি ভারী লাইটস্ট্যান্ড পড়ে তটিনীর মাথায়। সঙ্গে সঙ্গে তাঁকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা প্রাথমিক চিকিৎসা দিয়েছেন।’
দুর্ঘটনার পর ঈদ উপলক্ষে নির্মিতব্য নাটকটির শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। এতে তটিনীর বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন টক র শ ট
এছাড়াও পড়ুন:
‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’
ছবি: প্রথম আলো