চট্টগ্রামে জলাবদ্ধতা অব্যবস্থাপনা ও খাল দখলের ফল: উপদেষ্টা ফাওজুল
Published: 13th, May 2025 GMT
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা প্রাকৃতিক সমস্যা নয়, বরং দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও খাল দখলের ফল। যারা অতীতে সিডিএর নেতৃত্বে ছিলেন, তারাই মূলত এ অবস্থার জন্য দায়ী। আমি নিজে চট্টগ্রামে প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত পড়াশোনা করেছি। তখন শহরে এ রকম জলাবদ্ধতা ছিল না।
মঙ্গলবার চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বক্স কালভার্ট, মহেশ খাল, নাজির খাল ও বির্জা খাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.
চট্টগ্রামে চলমান খাল খনন ও পরিচ্ছন্নতা অভিযান পর্যবেক্ষণের সময় ফাওজুল কবির খান বলেন, জলাবদ্ধতা সমস্যার সমাধান করা কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। সব নাগরিককে এগিয়ে আসতে হবে। আমরা প্রশাসনিক দিক থেকে সব প্রস্তুতি শেষ করেছি। এখন নাগরিকদের দায়িত্ব সচেতন হওয়ার।
তিনি আরও বলেন, খালের ওপর গড়ে ওঠা দোকান, ঘরবাড়ি এমনকি চিনির গুদাম পর্যন্ত অপসারণ করা হয়েছে। অনেক বাধা অতিক্রম করে আমরা খালগুলোকে আগের রূপে ফিরিয়ে আনার কাজ করছি। সেনাবাহিনী ও নৌবাহিনীকেও এই কাজে সম্পৃক্ত করেছি।
নাগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, খাল পরিষ্কারের পর আবারও যদি কেউ সেখানে ময়লা ফেলে, তাহলে তা হবে আমাদের সব প্রচেষ্টার অপচয়। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাইরে ময়লা ফেললে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুরুল করিম, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরী আমির শাহজাহান চৌধুরী প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: উপদ ষ ট
এছাড়াও পড়ুন:
এইচএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে ছাত্রদল নেতা আটক
টাঙ্গাইলের কালিহাতীতে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মৃদুল হাসানকে আটক করা হয়েছে। মঙ্গলবার এইচএসসির ইংরেজি দ্বিতীয়পত্রের পরীক্ষা চলাকালে জেলার কালিহাতী শাহজাহান সিরাজ কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করে পুলিশ।
আটক মৃদুল হাসানের বাড়ি কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামে। তিনি শাজাহান সিরাজ কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র।
কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালীন আমি আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ করি। পরীক্ষা কেন্দ্রের গেটের ভেতরে তাকে ঢুকতে দেখে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীকে আটক করতে নির্দেশ দিই। তার কাছে নকলের কাগজপত্র পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
কালিহাতী থানার ওসি জাকির হোসেন বলেন, মৃদুল হাসান আমাদের হেফাজতে আছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটো বলেন, কালিহাতীতে দলের নাম ভাঙিয়ে কেউ অপরাধের সঙ্গে জড়িত হলে বিএনপি তার দায় নেবে না। আইন তার নিজস্ব গতিতে চলবে। অভিযোগের ভিত্তিতে ওই ছেলেকে ইতোমধ্যে জেলা ছাত্রদল থেকে শোকজ করা হয়েছে। দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।