ইসরায়েলি অবরোধে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ফিলিস্তিনের একটি প্রজন্মের ওপর দুর্ভিক্ষের স্থায়ী প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সৌদি আরবে পা রাখার সঙ্গেই গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে নতুন করে হামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৪৬ ফিলিস্তিনির।
 
আলজাজিরা জানায়, দুই মাসের বেশি সময় ধরে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, তিনি ক্লিনিকগুলোতে এমন শিশু দেখেছেন, অপুষ্টির কারণে যাদের কম বয়সী দেখায়। পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক সংকট দেখা দিয়েছে। ইসরায়েল স্বীকার করেছে, হামাসকে অবশিষ্ট বন্দি মুক্তি দেওয়ার জন্য চাপে ফেলতে খাদ্য, পানি ও ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে। 

এদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন। তিনি মধ্যপ্রাচ্যে পা রাখার সঙ্গে সঙ্গে গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজার পূর্ব অংশসহ অন্যান্য এলাকায় বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। নুসাইরাত ও বুরাইজ শরণার্থী শিবিরে ভারী বিমান হামলা হয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলায় হাসান এসলাইহ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে। এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২১৫ সাংবাদিক। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজার বেশির ভাগ শিশু এখন চরম ক্ষুধার মুখোমুখি। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, গত ২ মার্চ থেকে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পর থেকে ক্ষুধা ও অপুষ্টি তীব্র হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি দুর্ভিক্ষ দেখা দেওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বিবিসিকে বলেন, গাজায় দুর্ভিক্ষকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল। 

এদিকে ১৯ মাস বন্দি থাকার পর মার্কিন-ইসরায়েলি বন্দি এডান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। তিনি পরিবারের সঙ্গে মিলিত হন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ইসরায়েল কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
রয়টার্স জানায়, কান উৎসব শুরু হওয়ার আগে গাজায় গণহত্যার নিন্দা করেছেন চলচ্চিত্র তারকারা। ৩৮০ জন তারকা খোলা চিঠিতে এই নিন্দা জানান।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির আলোচনার জন্য দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে যুদ্ধ অবসানের কোনো চিন্তা নেই তাঁর। ৪০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি জানান। 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছে।  

 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসর য় ল ইসর য় ল

এছাড়াও পড়ুন:

আমেরিকার ফুলব্রাইট স্কলারশিপ: সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে দুটি কোর্স

আমেরিকা নানা বৃত্তি ও ফেলোশিপের মধ্য অন্যতম একটি হলো ‘ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট’ (এফএলটিএ) প্রোগ্রাম। এ প্রোগ্রামের আবেদনের শেষ দিন ছিল ৩১ জুলাই। যারা কোনো কারণে আবেদন করতে পারেননি, তাদের জন্য ১৫ আগস্ট পর্যন্ত সুযোগ দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস।

ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি তরুণ যাঁরা শিক্ষকতা করছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে। অনলাইনে আবেদন করা যাবে।

২০২৬-২৭ শিক্ষাবর্ষে এফএলটিএ স্কলারশিপের মাধ্যমে দেশটিতে শিক্ষকতার সুযোগ পাবেন বাংলাদেশিরা। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ দিতেই বৃত্তি। যাঁরা স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চান, সেসব বাংলাদেশি তরুণ-তরুণীর জন্য এটি একটি সুযোগ। বাংলাদেশি যেসব তরুণ শিক্ষকতার পেশায় নিযুক্ত আছেন (আমেরিকার স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক), তাঁরা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করার সুযোগ পাবেন।

বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে। টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে।সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে কোর্স দুটি—

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আমেরিকায় যাওয়া ফেলোরা সেখানকার শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো এবং তাঁদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে। ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্স করবেন। এর মধ্যে একটি আমেরিকান স্টাডিজের। ২০০৬ সাল থেকে বাংলাদেশি শিক্ষাবিদেরা আমেরিকার এই শিক্ষা বিনিময় কার্যক্রমে অংশগ্রহণ করে আসছেন।

*কারা আবেদন করতে পারবেন—

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে আবেদন করতে হলে কিছু শর্ত পূরণ করতে হবে আগ্রহী প্রার্থীদের—

*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।

*ইংরেজিতে পারদর্শী হতে হবে।

*টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে।

*আবেদনকারীকে বাংলাদেশি নাগরিক হতে হবে।

*পূর্ণাঙ্গ আবেদন করতে হতে আগ্রহীদের।

বৃত্তির সুযোগ-সুবিধা—

৯ মাস মেয়াদি নন-ডিগ্রি এ প্রোগ্রামে বৃত্তিপ্রাপ্ত ব্যক্তিরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

বিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর৬০০ বৃত্তির সুযোগ গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে, জেনে নিন বিস্তারিতবিনা খরচে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, ফাজিল–কামিলের শিক্ষার্থীদেরও সুযোগজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগআবেদনের পদ্ধতি—

*অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।

*একাডেমিক নম্বরপত্র (স্নাতক ও স্নাতকোত্তর)।

*তিনজন সুপারিশকারী পৃথকভাবে অনলাইন আবেদন পোর্টালে সরাসরি তিনটি সুপারিশপত্র আপলোড/উপস্থাপন করবেন।

*একাডেমিক রেকর্ডবিষয়ক তথ্যাদির ফরম (অনলাইন আবেদন সাইটে পাওয়া যাবে)।

*টোয়েফল/আইইএলটিএসের স্কোরের সনদ।

আবেদন শেষ কবে—

প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। নির্দেশাবলি অনুসরণ করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর ১৫ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ওই দিন বাংলাদেশ সময় রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে।

*আবেদনের বিস্তারিত দেখতে এখানে ক্লিক করুন

*আবেদনের নির্দেশনার বিস্তারিত তথ্য দেখুন এখানে

সম্পর্কিত নিবন্ধ

  • আমেরিকার ফুলব্রাইট স্কলারশিপ: সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা, সেমিস্টারে দুটি কোর্স
  • বেসরকারি ব্যাংক নেবে প্রিন্সিপাল অফিসার