এক প্রজন্মের ওপর দুর্ভিক্ষের স্থায়ী প্রভাব পড়ার শঙ্কা
Published: 14th, May 2025 GMT
ইসরায়েলি অবরোধে ভয়াবহ দুর্ভিক্ষের মুখে ফিলিস্তিনের গাজার বাসিন্দারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ফিলিস্তিনের একটি প্রজন্মের ওপর দুর্ভিক্ষের স্থায়ী প্রভাব পড়ার শঙ্কা প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার সৌদি আরবে পা রাখার সঙ্গেই গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের আশ্রয়কেন্দ্রে নতুন করে হামলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রাণ গেছে ৪৬ ফিলিস্তিনির।
আলজাজিরা জানায়, দুই মাসের বেশি সময় ধরে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, তিনি ক্লিনিকগুলোতে এমন শিশু দেখেছেন, অপুষ্টির কারণে যাদের কম বয়সী দেখায়। পর্যাপ্ত পুষ্টিকর খাবার, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসেবার মারাত্মক সংকট দেখা দিয়েছে। ইসরায়েল স্বীকার করেছে, হামাসকে অবশিষ্ট বন্দি মুক্তি দেওয়ার জন্য চাপে ফেলতে খাদ্য, পানি ও ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে ট্রাম্প মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সৌদি আরবে পৌঁছেছেন। তিনি মধ্যপ্রাচ্যে পা রাখার সঙ্গে সঙ্গে গাজায় হামলা বাড়িয়ে দিয়েছে ইসরায়েল। গাজার পূর্ব অংশসহ অন্যান্য এলাকায় বিস্ফোরণ ঘটতে দেখা গেছে। নুসাইরাত ও বুরাইজ শরণার্থী শিবিরে ভারী বিমান হামলা হয়েছে। নাসের মেডিকেল কমপ্লেক্সে হামলায় হাসান এসলাইহ নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে। এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ২১৫ সাংবাদিক।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গাজার বেশির ভাগ শিশু এখন চরম ক্ষুধার মুখোমুখি। ইউনিসেফ সতর্ক করে দিয়েছে, গত ২ মার্চ থেকে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পর থেকে ক্ষুধা ও অপুষ্টি তীব্র হয়েছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি দুর্ভিক্ষ দেখা দেওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান বিবিসিকে বলেন, গাজায় দুর্ভিক্ষকে ‘যুদ্ধের অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে ইসরায়েল।
এদিকে ১৯ মাস বন্দি থাকার পর মার্কিন-ইসরায়েলি বন্দি এডান আলেক্সান্ডারকে মুক্তি দিয়েছে হামাস। তিনি পরিবারের সঙ্গে মিলিত হন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে ইসরায়েল কমপক্ষে ৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে।
রয়টার্স জানায়, কান উৎসব শুরু হওয়ার আগে গাজায় গণহত্যার নিন্দা করেছেন চলচ্চিত্র তারকারা। ৩৮০ জন তারকা খোলা চিঠিতে এই নিন্দা জানান।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতির আলোচনার জন্য দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। তবে যুদ্ধ অবসানের কোনো চিন্তা নেই তাঁর। ৪০ দিনের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি জানান।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৫২ হাজার ৯০৮ জন ফিলিস্তিনি নিহত ও ১ লাখ ১৯ হাজার ৭২১ জন আহত হয়েছে।
.
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
২ কেন্দ্রে নেওয়া হবে রুয়েটে ভর্তি পরীক্ষা
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের সুবিধার্থে প্রথমবারের মতো অভিন্ন প্রশ্নপত্রে রুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার (১৫ নভেম্বর) রুয়েটের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রুয়েটের উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক এসএম আব্দুর রাজ্জাক।
আরো পড়ুন:
রুয়েট নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
৩ দাবিতে আবারো রাস্তায় রুয়েট শিক্ষার্থীরা
সভার সিদ্ধান্ত অনুসারে, স্নাতক প্রথম বর্ষ (২০২৫-২৬) ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। রুয়েটের ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অশংগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে বাংলাদেশের যেকোনো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২২ বা ২০২৩ সালে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৪.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণ হতে হবে।
প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড বা কারিগরী শিক্ষা বোর্ড থেকে ২০২৫ সালে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৫.০০ অথবা সমতুল্য গ্রেড পেয়ে উত্তীর্ণসহ গণিত, পদার্থবিদ্যা ও রসায়ন বিষয়ে নূন্যতম জিপি-১৪ পেতে হবে।
এছাড়াও প্রার্থী জিসিই ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষায় পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে নূন্যতম ‘বি’ গ্রেড পেয়ে পাশ করতে হবে। জিসিই ‘এ’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিদ্যা ও রসায়নে পৃথকভাবে কমপক্ষে ‘বি’ গ্রেড পেয়ে পাশ হতে হবে।
একইসঙ্গে প্রার্থীকে ২০২৪ সালের নভেম্বর বা তার পরে ‘এ’ লেভেল সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে।
এ সংক্রান্ত যেকোনো বিষয়ের সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।
ঢাকা/মাহাফুজ/মেহেদী