আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও তাঁর স্ত্রী আমরীন রাখির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন ও তাঁর ছেলে কাজী খুররম আহমেদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৬টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিকী ও মেয়ে নুরিন সিদ্দিকীর ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.

জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।

দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। আদালত শুনানি নিয়ে জাহাঙ্গীর কবির নানক ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম ও তাঁর ছেলে কাজী খুররম আহমেদের ব্যাপারে দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, ক্ষমতার অপব্যবহার করে কাজী আকরাম উদ্দিন তাঁর নিকট আত্মীয়দের চাকরি দেওয়াসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।

অন্যদিকে অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের ব্যাপারে আদালতকে দুদক বলেছে, উত্তরার একটি ৭ তলা ভবনের ১৪টি ফ্ল্যাটের মালিক অসীম কুমার উকিল। আর ধানমন্ডিতে রয়েছে আরও একটি ফ্ল্যাট। এর বাইরে অপু উকিলের নামে রয়েছে আরও একটি ফ্ল্যাট। এ ছাড়া বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অপু উকিলের পাঁচটি দোকান রয়েছে।

এ ছাড়া তারেক আহমেদ সিদ্দিকী ও তাঁর স্ত্রী–সন্তানের ব্যাপারে দুদক আদালতকে বলেছে, তারেক আহমেদ সিদ্দিকী ও তাঁর স্ত্রী–সন্তানেরা তাঁদের ব্যাংক হিসাব থেকে টাকা হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। আদালত তাঁদের ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: আহম দ আকর ম

এছাড়াও পড়ুন:

শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

রায় ঘোষণা শেষে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।  

বিস্তারিত আসছে... 

 

ঢাকা/রফিক

সম্পর্কিত নিবন্ধ