নানক, আকরামসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা, অসীম ও অপু উকিলের ১৬টি ফ্ল্যাট জব্দের আদেশ
Published: 14th, May 2025 GMT
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও তাঁর স্ত্রী আমরীন রাখির বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এ ছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন ও তাঁর ছেলে কাজী খুররম আহমেদের বিদেশযাত্রায়ও নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রী অপু উকিলের ১৬টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী, তাঁর স্ত্রী শাহীন সিদ্দিকী ও মেয়ে নুরিন সিদ্দিকীর ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো.
দুদকের তথ্য অনুযায়ী, জাহাঙ্গীর কবির নানক দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে বিপুল সম্পদের মালিক হয়েছেন। আদালত শুনানি নিয়ে জাহাঙ্গীর কবির নানক ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী আকরাম ও তাঁর ছেলে কাজী খুররম আহমেদের ব্যাপারে দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, ক্ষমতার অপব্যবহার করে কাজী আকরাম উদ্দিন তাঁর নিকট আত্মীয়দের চাকরি দেওয়াসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করছেন বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ অনুসন্ধান করছে দুদক।
অন্যদিকে অসীম কুমার উকিল ও তাঁর স্ত্রীর সম্পদ জব্দের ব্যাপারে আদালতকে দুদক বলেছে, উত্তরার একটি ৭ তলা ভবনের ১৪টি ফ্ল্যাটের মালিক অসীম কুমার উকিল। আর ধানমন্ডিতে রয়েছে আরও একটি ফ্ল্যাট। এর বাইরে অপু উকিলের নামে রয়েছে আরও একটি ফ্ল্যাট। এ ছাড়া বসুন্ধরা শপিং কমপ্লেক্সে অপু উকিলের পাঁচটি দোকান রয়েছে।
এ ছাড়া তারেক আহমেদ সিদ্দিকী ও তাঁর স্ত্রী–সন্তানের ব্যাপারে দুদক আদালতকে বলেছে, তারেক আহমেদ সিদ্দিকী ও তাঁর স্ত্রী–সন্তানেরা তাঁদের ব্যাংক হিসাব থেকে টাকা হস্তান্তর বা রূপান্তরের চেষ্টা করছেন। আদালত তাঁদের ১৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান