লা লিগার শিরোপা নির্ধারিত হয়ে যেতে পারত মায়োর্কার মাঠে। রিয়াল মাদ্রিদ হোঁচট খেলেই বার্সেলোনা এক মৌসুমের বিরতি দিয়ে আবারও বনে যেত লিগ চ্যাম্পিয়ন।  তবে মায়োর্কার বিপক্ষে সেটার খুব কাছে গিয়েও শেষমেশ হয়নি রিয়ালের। শেষ মুহূর্তের এক গোল সব হিসেব ওলটপালট করে দিল। সান্তিয়াগো বার্নাবুতে ৯৫তম মিনিটে ইয়াকোবো রামোনের গোলে মায়োর্কাকে ২–১ ব্যবধানে হারিয়ে শিরোপার জন্য বার্সার অপেক্ষা আরও বাড়িয়ে দিল রিয়াল।

ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েছিল মায়োর্কা। ১১তম মিনিটে ডান দিক থেকে পাওয়া বল নিখুঁত শটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করেন মার্টিন ভালিয়েন্ত। এটি ছিল কোর্তোয়ার লা লিগা ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। তবে ধাক্কা খেয়েও লড়াই থামায়নি রিয়াল। তারকাহীন একাদশে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোদের অনুপস্থিতিতে আক্রমণের দায়িত্ব কাঁধে নেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম। গোলের জন্য মরিয়া রিয়াল একের পর এক সুযোগ তৈরি করে, যদিও মায়োর্কার গোলরক্ষক লেও রোমান দুর্দান্ত সব সেভে রক্ষা করেন দলকে।

অবশেষে ৬৮তম মিনিটে কাঙ্ক্ষিত গোল পেয়ে যান এমবাপ্পে। তিন ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে বল জালে জড়ান এই ফরাসি ফরোয়ার্ড। এটি ছিল চলতি মৌসুমে তার ৪০তম গোল। তবে ম্যাচের নাটক তখনো বাকি। একবার মাতেউ মোরের শট ঠেকান কোর্তোয়া, আরদা গুলের শট ফিরিয়ে দেন রোমান। গোললাইন থেকে এমবাপ্পের শট ফিরিয়ে দেন ভালিয়েন্ত। যখন ড্রই সবচেয়ে সম্ভাব্য ফল মনে হচ্ছিল, তখনই দৃশ্যপটে আবির্ভাব ইয়াকোবো রামোনের।

৯৫তম মিনিটে গোলরক্ষক রোমানের মাথার ওপর দিয়ে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান ২০ বছর বয়সী এই ডিফেন্ডার। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে রিয়াল মাদ্রিদ। এই জয়ে ৩৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৭৮। এক ম্যাচ কম খেলে বার্সার সংগ্রহ ৮২ পয়েন্ট। তিন নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭০।

তবে অপেক্ষার প্রহর হয়তো খুব বেশি লম্বা হবে না। বৃহস্পতিবার এসপানিওলের বিপক্ষে জয় পেলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯

রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।

সম্পর্কিত নিবন্ধ