স্প্যানিশ লা লিগায় শিরোপা জয়ের দৌড়ে বার্সেলোনার পেছনে পড়ে গেলেও হাল ছাড়ছে না রিয়াল মাদ্রিদ। বুধবার (১৪ মে) দিবাগত রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে এক নাটকীয় লড়াইয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়ে শিরোপার ক্ষীণ আশাটা এখনও ধরে রেখেছে তারা। অন্যদিকে শিরোপা জয়ের অপেক্ষাটাও আরেকটু বাড়িয়ে দিয়েছে বার্সার।

চোটে জর্জরিত স্কোয়াড নিয়ে একাদশ গঠনে হিমশিম খাচ্ছিল রিয়াল। তবুও শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে মরিয়া ছিল এমবাপ্পে ও উঠতি তারকা এন্ড্রিকের আক্রমণভাগ। কিন্তু প্রথম ধাক্কাটাই আসে রিয়ালের বিপক্ষে—১১ মিনিটেই মায়োর্কার মার্টিন ভালেন্ট ডি-বক্স থেকে নেয়া শটে গোল করে এগিয়ে দেন দলকে।

গোল হজমের পর আরও আগ্রাসী হয়ে ওঠে রিয়াল। একের পর এক আক্রমণ গড়ালেও বিরতির আগ পর্যন্ত দুর্দান্ত প্রতিরোধ গড়ে গোল রুখে দেন মায়োর্কার গোলকিপার রোমান।

আরো পড়ুন:

কোচ হিসেবে রিয়ালে ফিরলেন জাবি আলোনসো

৭ গোলের এল ক্লাসিকো জিতে শিরোপার দুয়ারে বার্সা

দ্বিতীয়ার্ধে ফিরে রিয়াল যেন রণকৌশল বদলায়। বারবার আক্রমণের পর ৬৮ মিনিটে অবশেষে আসে কাঙ্ক্ষিত সমতা। গোলদাতার নাম এমবাপ্পে—এই মৌসুমে লা লিগায় তার ২৮তম গোল, সব প্রতিযোগিতা মিলিয়ে যা গিয়ে দাঁড়ায় ৪০-এ।

ম্যাচ তখন গড়াতে থাকে উত্তেজনার চূড়ায়। যখন মনে হচ্ছিল ম্যাচটি পয়েন্ট ভাগাভাগির দিকেই যাচ্ছে, তখনই নাটকীয় মোড়। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে তরুণ ডিফেন্ডার রামন গোল করে রিয়ালকে এনে দেন মহামূল্যবান জয়। সিনিয়র দলের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নামা এই ২০ বছর বয়সী প্রতিভাবান তরুণ যেন রাতারাতি রিয়াল সমর্থকদের হৃদয়ের নায়ক হয়ে উঠেছেন।

এই জয়ের ফলে ৩৬ ম্যাচে রিয়াল মাদ্রিদের সংগ্রহ দাঁড়ালো ৭৮ পয়েন্ট। অপরদিকে বার্সেলোনা ৩৫ ম্যাচে ৮২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তবে বার্সা যদি আজ বৃহস্পতিবার দিবাগত রাতে ওসাসুনার বিপক্ষে জিতে যায় তাহলে এক ম্যাচ হাতে রেখেই তাদের হাতে উঠবে লা লিগার শিরোপা।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

অনলাইনে শাড়ি কেনার কথা বলে ডেকে এনে লুট, গ্রেপ্তার ৪

প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনলাইনে শাড়ি বিক্রেতা দুই ব্যবসায়ী প্রায় সাড়ে ৩ লাখ টাকার ৩১টি জামদানি শাড়ি খুইয়েছেন। এ ঘটনায় পুলিশ গতকাল বুধবার রাজধানীর দক্ষিণখান থানার কসাইবাড়ীর হাজী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান ওরফে শাওন (২৪), মো. আশরাফুল (২১), সাব্বির হোসেন ওরফে রিমন (২৫) ও মো. সাজ্জাদুল ইসলাম (২৫)। তাঁদের কাছ থেকে ১১টি শাড়ি উদ্ধার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণখান থানা–পুলিশ জানায়, ১২ মে বিকেলে জামদানি শাড়ি বিক্রির জন্য নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ঢাকার দক্ষিণখান মোল্লারটেক কসাইবাড়ী এলাকায় আসেন দুই ভাই—নুর মোহাম্মদ রাব্বি (২৪) ও তাঁর বড় ভাই ছহিম (৩৫)। তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘জামদানী গ্রাম’ নামের একটি পেজের মাধ্যমে জামদানি শাড়ি বিক্রি করতেন।

রাব্বির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হোয়াটসঅ্যাপে অজ্ঞাত এক নারী ক্রেতার সঙ্গে তাঁর যোগাযোগ হয়। ওই ক্রেতা তাঁর বোনের বিয়ের জন্য সাত-আটটি শাড়ি কিনতে চান বলে জানান এবং শাড়িগুলো যাচাই করে নেওয়ার কথা বলেন। এ সময় ২০-২৫টি জামদানি শাড়িসহ দক্ষিণখানের বটতলায় দেখা করতে বলেন ওই নারী। সরল বিশ্বাসে দুই ভাই ১২ মে সন্ধ্যায় মোট ৩১টি জামদানি শাড়ি নিয়ে নির্ধারিত স্থানে আসেন। সেখানে পৌঁছে ওই নারী ক্রেতাকে ফোন করলে তিনি কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। প্রায় ৩০ মিনিট পর চারজন পুরুষ এসে নিজেদের ওই নারীর পরিচিত বলে পরিচয় দেন এবং একটি অন্ধকার গলির ভেতরে যাওয়ার অনুরোধ করেন। এ সময় সন্দেহ হওয়ায় রাব্বি শাড়িগুলো নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন।

আবার ওই নারী ফোন করে রাব্বিকে বলেন, তিনি এখন কসাইবাড়ী এলাকার কানাডা প্লাজার সামনে আছেন এবং সেখান থেকেই শাড়িগুলো কিনে নেবেন। তাঁর কথায় আশ্বস্ত হয়ে দুই ভাই সেখানে পৌঁছালে ১০-১২ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি কিল–ঘুষি দিয়ে ও লাঠিপেটা করে ৩১টি জামদানি শাড়ির মধ্যে ১৯টি ছিনিয়ে নেয়। শাড়িগুলোর দাম প্রায় সাড়ে তিন লাখ টাকা বলে জানান রাব্বি।

পুলিশ জানায়, এ ঘটনায় রাব্বি ওই দিনই দক্ষিণখান থানায় একটি মামলা করেন। পরে পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চার অভিযুক্তকে শনাক্ত করে তাঁদের গ্রেপ্তার করে।

এই প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অনলাইন ব্যবসায়ীদের নিশানা করে প্রতারণা ও ছিনতাই করে আসছিল বলে পুলিশ জানায়। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত নিবন্ধ