ওয়াসেমকে নেতৃত্বে ফিরিয়ে বাংলাদেশ সিরিজের দল দিল আমিরাত
Published: 15th, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ঘোষিত দলে পুনরায় আরব আমিরাতের টি-২০ অধিনায়ক হয়েছেন মোহাম্মদ ওয়াসেম।
গত বছরের অক্টোবরে ওয়াসেম টি-২০’র নেতৃত্ব ছেড়ে দেন। তখন জানিয়েছিলেন, ওয়ানডে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে টি-২০’র নেতৃত্ব থেকে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াসেমের জায়গায় টি-২০’র নেতৃত্বভার দেওয়া হয়েছিল রাহুল চোপড়াকে।
ওয়াসেম আরব আমিরাতের সেরা টি-২০ ব্যাটার। তিনি তিন সেঞ্চুরি ও ২০ ফিফটিতে আড়াই হাজারের ওপরে রান করেছেন। বাংলাদেশ সিরিজের আগে আরব আমিরাত টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে হেরেছে।
সংযুক্ত আরব আমিরাতের টি-২০ দল: মোহাম্মদ ওয়াসেম, আলিসান সারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি সৌজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্চিত শর্মা, সমরজিৎ সিং।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
বাংলাদেশের কাছে হারের কারণ ব্যাখ্যায় যা বললেন রশিদ খান
এশিয়া কাপের পর দ্বিপক্ষীয় সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের কাছে হারল আফগানিস্তান। কাল শারজাতে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হেরেছে রশিদ খানের দল। এই হারে দলের ব্যাটিং ও বোলিং দুই বিভাগকেই দুষছেন আফগান অধিনায়ক রশিদ খান।
আফগানিস্তানের ১৫১ রান তাড়া করতে নেমে বাংলাদেশ উদ্বোধনী জুটি তুলেছে ১০৯ রান। তখন জয় মনে হচ্ছিল সময়ের ব্যাপার। কিন্তু আচমকাই বাংলাদেশের ব্যাটিংয়ে বড় ধস নামে। ১১.৪ ওভার থেকে ১৫.৪ ওভারের মধ্যে ২৪ বলে বাংলাদেশ ৯ রানে ৬ উইকেট হারালে ম্যাচে ফেরে আফগানিস্তান। কিন্তু এভাবে ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি তারা।
আফগানিস্তানের ঘুরে দাঁড়ানোয় সবচেয়ে বড় ভূমিকা ছিল রশিদের। ১৮ রানে ৪ উইকেট নেন এই লেগ স্পিনার। এর মধ্য দিয়ে দারুণ এক কীর্তিও গড়েন তিনি। অধিনায়ক হিসেবে এ নিয়ে পঞ্চমবার ইনিংসে ৪ উইকেট নিলেন রশিদ।
টেস্ট খেলুড়ে দেশগুলোর অধিনায়কদের মধ্যে টি–টোয়েন্টিতে আর কোনো অধিনায়ক এতবার ইনিংসে ৪ উইকেট নিতে পারেননি। বাংলাদেশের সাকিব আল হাসান ও শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা দুবার করে ইনিংসে ন্যূনতম ৪ উইকেট নিয়েছেন।
কাল ৪ উইকেট নিয়েছেন রশিদ