ওয়াসেমকে নেতৃত্বে ফিরিয়ে বাংলাদেশ সিরিজের দল দিল আমিরাত
Published: 15th, May 2025 GMT
বাংলাদেশের বিপক্ষে আগামী ১৭ ও ১৯ মে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় ওই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে স্বাগতিকরা। ঘোষিত দলে পুনরায় আরব আমিরাতের টি-২০ অধিনায়ক হয়েছেন মোহাম্মদ ওয়াসেম।
গত বছরের অক্টোবরে ওয়াসেম টি-২০’র নেতৃত্ব ছেড়ে দেন। তখন জানিয়েছিলেন, ওয়ানডে ব্যাটিংয়ে মনোযোগ বাড়াতে টি-২০’র নেতৃত্ব থেকে তিনি সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াসেমের জায়গায় টি-২০’র নেতৃত্বভার দেওয়া হয়েছিল রাহুল চোপড়াকে।
ওয়াসেম আরব আমিরাতের সেরা টি-২০ ব্যাটার। তিনি তিন সেঞ্চুরি ও ২০ ফিফটিতে আড়াই হাজারের ওপরে রান করেছেন। বাংলাদেশ সিরিজের আগে আরব আমিরাত টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বে নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলে হেরেছে।
সংযুক্ত আরব আমিরাতের টি-২০ দল: মোহাম্মদ ওয়াসেম, আলিসান সারাফু, আরিয়ানশ শর্মা, আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি সৌজা, হায়দার আলী, মতিউল্লাহ খান, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া, সাগির খান, সঞ্চিত শর্মা, সমরজিৎ সিং।
.উৎস: Samakal
কীওয়ার্ড: ম হ ম মদ
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল