অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে গায়ক, নানা পরিচয়েও পরিচিত তিনি। ভারতীয় সিনেমার অন্যতম তারকা তিনি। সেই কমল হাসানই কিনা নাপিতের কাজ করতেন! দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে কমল হাসান বলেন, মাকে ‘অপমান’ করতেই নাপিতের কাজ শুরু করেন তিনি।

নিজের তরুণ বয়সের হতাশা ও সংগ্রামের কথা বলতে গিয়ে অভিনেতা কমল হাসান বলেন, ‘আমার আরেকজন গুরু ছিলেন নাপিত, যিনি আমাকে চুল কাটার কাজ শিখিয়েছিলেন। আমি একটা সেলুনে কাজ করতাম, কিন্তু সেটা মূলত মাকে শিক্ষা দিতে। মা ভাবতেন আমি কিছুই করি না। আমি বই পড়তাম, সিনেমা দেখতাম। তিনি বলতেন, এটা কোনো কাজ নয়। আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা তাঁকে অপমান করবে—তখনই নাপিত হওয়ার সিদ্ধান্ত নিই।’

কমল হাসান এই সাক্ষাৎকারে কথা বলেন নির্মাতা কে বালাচন্দরকে নিয়ে। পর্দায় কে বালাচন্দর আর কমল হাসান জুটির রসায়নের কথা কে না জানে।

কমল হাসান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কমল হ স ন

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ