নাপিতের কাজ করতেন এই দক্ষিণি তারকা
Published: 15th, May 2025 GMT
অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে গায়ক, নানা পরিচয়েও পরিচিত তিনি। ভারতীয় সিনেমার অন্যতম তারকা তিনি। সেই কমল হাসানই কিনা নাপিতের কাজ করতেন! দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে কমল হাসান বলেন, মাকে ‘অপমান’ করতেই নাপিতের কাজ শুরু করেন তিনি।
নিজের তরুণ বয়সের হতাশা ও সংগ্রামের কথা বলতে গিয়ে অভিনেতা কমল হাসান বলেন, ‘আমার আরেকজন গুরু ছিলেন নাপিত, যিনি আমাকে চুল কাটার কাজ শিখিয়েছিলেন। আমি একটা সেলুনে কাজ করতাম, কিন্তু সেটা মূলত মাকে শিক্ষা দিতে। মা ভাবতেন আমি কিছুই করি না। আমি বই পড়তাম, সিনেমা দেখতাম। তিনি বলতেন, এটা কোনো কাজ নয়। আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা তাঁকে অপমান করবে—তখনই নাপিত হওয়ার সিদ্ধান্ত নিই।’
কমল হাসান এই সাক্ষাৎকারে কথা বলেন নির্মাতা কে বালাচন্দরকে নিয়ে। পর্দায় কে বালাচন্দর আর কমল হাসান জুটির রসায়নের কথা কে না জানে।
কমল হাসান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কমল হ স ন
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল