নাপিতের কাজ করতেন এই দক্ষিণি তারকা
Published: 15th, May 2025 GMT
অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে গায়ক, নানা পরিচয়েও পরিচিত তিনি। ভারতীয় সিনেমার অন্যতম তারকা তিনি। সেই কমল হাসানই কিনা নাপিতের কাজ করতেন! দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে ঘটনার কথা নিজেই জানিয়েছেন অভিনেতা।
সমালোচক অনুপমা চোপড়াকে দেওয়া সাক্ষাৎকারে কমল হাসান বলেন, মাকে ‘অপমান’ করতেই নাপিতের কাজ শুরু করেন তিনি।
নিজের তরুণ বয়সের হতাশা ও সংগ্রামের কথা বলতে গিয়ে অভিনেতা কমল হাসান বলেন, ‘আমার আরেকজন গুরু ছিলেন নাপিত, যিনি আমাকে চুল কাটার কাজ শিখিয়েছিলেন। আমি একটা সেলুনে কাজ করতাম, কিন্তু সেটা মূলত মাকে শিক্ষা দিতে। মা ভাবতেন আমি কিছুই করি না। আমি বই পড়তাম, সিনেমা দেখতাম। তিনি বলতেন, এটা কোনো কাজ নয়। আমি এমন কিছু করতে চেয়েছিলাম, যা তাঁকে অপমান করবে—তখনই নাপিত হওয়ার সিদ্ধান্ত নিই।’
কমল হাসান এই সাক্ষাৎকারে কথা বলেন নির্মাতা কে বালাচন্দরকে নিয়ে। পর্দায় কে বালাচন্দর আর কমল হাসান জুটির রসায়নের কথা কে না জানে।
কমল হাসান। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কমল হ স ন
এছাড়াও পড়ুন:
৬ গোলের থ্রিলার জিতে মৌসুম শুরু লিভারপুলের
লিভারপুল ৪:২ বোর্নমাউথ
শুরুতে ছিল আবেগের প্রকাশ, মাঝে উঠল নতুনের জয়গান, আর চরম নাটকীয়তার শেষ অঙ্কে দেখা গেল কারও ঘৃণার জবাব, কারও আবার সামর্থ্যের প্রদর্শনীও।
আজ অ্যানফিল্ডে ২০২৫-২৬ প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে লিভারপুল-বোর্নমাউথ উপহার দিল একটি থ্রিলারের প্রায় সব রসদই। যে থ্রিলারের শেষ দিকে দুই গোল করে লিভারপুল ম্যাচ জিতে নিয়েছে ৪-২ গোলে।
বিস্তারিত আসছে ...।