ঝালকাঠির সেই গৃহবধূর গরু ফিরিয়ে দিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, দল থেকে বহিষ্কার
Published: 15th, May 2025 GMT
ঝালকাঠির রাজাপুর উপজেলার গৃহবধূ নার্গিস বেগমের (২৫) গরু ফিরিয়ে দিয়েছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বেল্লাল হোসেন খান। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর শুক্তাগড় ইউনিয়নের কেওতা ঘিগরা মাদ্রাসায় এক সালিসের মাধ্যমে গরুটি ফেরত দেওয়া হয়। তবে গরু ফিরিয়ে দেওয়ার আগে একটি কাগজে ২৬ হাজার ৬০০ টাকা পাওনা আছে বলে ওই নারীর কাছ থেকে সই নেওয়া হয়।
বুধবার সকালে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের একটি মাঠ থেকে গরুটি নিয়ে যান বেল্লাল। তিনি শুক্তাগড় ইউনিয়নের বামন খান গ্রামের বাসিন্দা, একই ইউনিয়নের বাসিন্দা ও রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালামের আজাদের অনুসারী হিসেবে পরিচিত। আর ভুক্তভোগী নার্গিস বেগম শুক্তাগড় ইউনিয়নের ঘিগড়া গ্রামের আবু বক্করের স্ত্রী। আবু বক্কর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে আছেন। নার্গিস বেগমের দাবি, স্বামী আওয়ামী লীগের রাজনীতি করায় বেল্লাল ২০ হাজার টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না পেয়ে তিনি গরুটি নিয়ে গিয়েছিলেন।
বৃহস্পতিবারের সালিসে বেল্লাল হোসেন খান, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাতিজা নাজমুল হুদা ওরফে চমনসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেল্লাল হোসেন খানকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি উপজেলার শুক্তাগড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
রাজাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রতন দেবনাথ ও সদস্যসচিব আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বেল্লাল হোসেন খানকে তাঁর দলীয় সব ধরনের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। রতন দেবনাথ বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেল্লাল হোসেন খানকে বহিষ্কার করা হয়েছে। তিনি যে ঘটনা ঘটিয়েছেন, তা দলের জন্য লজ্জার।
ভুক্তভোগী নার্গিস বেগম বলেন, ‘আমি সাংবাদিকদের কাছে অভিযোগ করায় সালিসি বৈঠকে উপস্থিত উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদের ভাতিজা নাজমুল হুদা ওরফে চমন আমাকে দুটি চর-থাপ্পড় মারেন। পরে জোর করে একটি সাদা কাগজে ২৬ হাজার ৬০০ টাকা পাওনা আছে বলে আমার কাছ থেকে সই নেওয়া হয়। পরে আমার গরুটি ফেরত দেওয়া হয়।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বেল্লাল হোসেন খান বলেন, ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প থেকে আমি গ্রান্টার হয়ে নার্গিস বেগমের স্বামী আবু বক্করের জন্য ২০ হাজার টাকা ঋণ উত্তোলন করে দিই। সেই টাকা সুদে আসলে ৩০ হাজার টাকা হয়। সেই ঋণের জন্য কর্তৃপক্ষ আমাকে চাপ সৃষ্টি করে। তাই বাধ্য হয়ে গরুটি নিয়েছি। আজ বিকেলে মুরব্বিদের উপস্থিতিতে একটি সাদা কাগজে ২৬ হাজার ৬০০ টাকা পাওনা আছে বলে স্বাক্ষর রেখে গরু ফেরত দিয়েছি।’
রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বিষয়টির একটি সুষ্ঠু সমাধান হয়েছে, এটাই সবচেয়ে বড় বিষয়।
আরও পড়ুন‘চাঁদার’ টাকা না পেয়ে গৃহবধূর গরু নিয়ে গেলেন স্বেচ্ছাসেবক দলের কর্মী৭ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র জ প র উপজ ল ন র গ স ব গম
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি