ভারতের রাজধানী নয়াদিল্লিতে থেকে  অন্তত ৪০ জন রোহিঙ্গা শরণার্থীকে আটকের পর তাদেরকে জোর করে মিয়ানমারের কাছে সাগরে ফেলে দেওয়া হয়েছে। গত সপ্তাহে এ ঘটনা ঘটেছে বলে জাতিসংঘের মানবাধিকার সংক্রান্ত হাইকমিশনের অফিস (ওএইচসিএইচআর)  এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এসব রোহিঙ্গাকে মিয়ানমারের সমুদ্র সীমান্তের কাছে ভারতীয় নৌবাহিনী ফেলে দিয়েছে। এদের মধ্যে শিশু, মহিলা এবং বয়স্ক ব্যক্তিরা ছিলেন। শরণার্থীরা সাঁতরে তীরে উঠে এসেছেন, তবে মিয়ানমারে তাদের অবস্থান এখনো অজানা।

শুক্রবার পাঁচজন রোহিঙ্গা শরণার্থী অ্যাসোসিয়েটেড প্রেসকে নিশ্চিত করেছেন যে তাদের পরিবারের সদস্যরা ৬ মে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটককৃতদলের অংশ ছিলেন। ১৫ জন খ্রিস্টানকে সহ এই দলটিকে ৮ মে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে ফেলে দেয়।

শরণার্থীদের প্রতিনিধিত্বকারী আইনজীবী দিলওয়ার হুসেন জানিয়েছেন, পরিবারগুলো ভারতের শীর্ষ আদালতে একটি আবেদন দায়ের করেছে, যাতে ভারত সরকারকে তাদের নয়াদিল্লিতে ফিরিয়ে আনার আহ্বান জানানো হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা শরণার্থী জানিয়েছেন, ফিরে আসাদের মধ্যে তার ভাইও রয়েছে। ৮ মে মিয়ানমারের একটি দ্বীপে পৌঁছানোর পর স্থানীয় এক জেলের কাছ থেকে ফোন ধার করে তার ভাই কল করেছিল। ভাই তাকে জানিয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ তাদের হাত ও চোখ বেঁধে ফেলেছিল। তাদের লাইফ জ্যাকেট দিয়ে মিয়ানমারের ভূখণ্ডের একটি দ্বীপে সাঁতারে চলে যেতে বলেছিল।

ভারতের নৌবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকার অফিস বলেছে, তারা এই ‘বিবেকহীন, অগ্রহণযোগ্য কাজ’ তদন্ত করার জন্য একজন বিশেষজ্ঞ নিয়োগ দিয়েছেন। 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারতের সুপ্রিম কোর্ট এই আবেদনকে বিশ্বাসযোগ্য বলে মনে করছে না। এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিস্ময় প্রকাশ করে ভারতের সর্বোচ্চ আদালত নানা প্রশ্ন উত্থাপন করেছে।

বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটিশ্বর সিং জরুরি শুনানির আবেদন নাকচ করে দিয়েছেন।

শরণার্থীদের প্রতিনিধিত্বকারী সিনিয়র আইনজীবী কলিন গঞ্জালভেস প্রমাণ হিসেবে ‘মিয়ানমার উপকূল’ থেকে প্রতিবেদন এবং একটি অডিও রেকর্ডিং উপস্থাপনের প্রস্তাব দেন। তবে, আদালত জোর দিয়ে বলেছে যে এই ধরনের উপাদান জমা দেওয়া গেলেও, ‘বিদেশী প্রতিবেদনগুলো ভারতীয় সার্বভৌমত্বকে অগ্রাহ্য করতে পারে না।’

বিচারপতি কান্ত উষ্মা প্রকাশ করে বলেছেন, “প্রতিবারই, আপনাদের কাছে একটি নতুন গল্প থাকে। এখন (কোথা থেকে) এই সুন্দরভাবে তৈরি গল্পটি আসছে?.

.. ভিডিও এবং ছবি কে ধারণ করছিল? সে কীভাবে ফিরে এল? রেকর্ডে কী উপাদান আছে?”

ঢাকা/শাহেদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর শরণ র থ

এছাড়াও পড়ুন:

ভাইকে বাঁচাতে বান্ধবীকে ফাঁসানোর অভিযোগ

পাবনার ভাঙ্গুড়ায় ঘুমন্ত অবস্থায় বান্ধবীর ছবি তুলেছিলেন ভাই। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানালে ভাইকে বাঁচাতে উল্টো বান্ধবীর নামে মিথ্যা চুরির মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে তানিয়া হক নামের এক নারীর বিরুদ্ধে। 

এছাড়াও চুরির ঘটনার কোনো তদন্ত ছাড়াই মামলা নেওয়ারও অভিযোগ উঠেছে থানা পুলিশের বিরুদ্ধে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবনা জেলা জজকোর্টের সামনে গণমাধ্যমকে এসব কথা বলেন ভুক্তভোগী নারী ইফফাত মোকাররমার আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল। 

পাবনা সিনিয়র জেলা ও দায়রা জজ আখতারুজ্জামানের আদালত ভুক্তভোগী নারী ইফফাত মোকাররমা সানিমুনকে জামিন দিয়েছেন।

অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রাসেল বলেন, “আমার মক্কেল ইফফাত মোকাররমা দীর্ঘদিন ধরে শিক্ষকতায় পেশায় নিয়োজিত। তিনি একজন সম্মানিত লোক। মামলার বাদীর সঙ্গে তার দীর্ঘদিন বন্ধুত্বের সম্পর্ক। সেই সম্পর্কের কারণে তার বান্ধবীর বাসায় গিয়েছিলেন এবং একসঙ্গে ঘোরাঘুরির পর যখন রাত্রীযাপন করছিলেন সেই সময়ে বাদীর ভাই ইফফাত মোকাররমার ছবি তুলেছিলেন। বিষয়টি টের পেয়ে তিনি তাৎক্ষণিক প্রতিবাদ জানান এবং ছবিগুলো দেখানোর জন্য অনুরোধ করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরেরদিন সকালে আইনী পদক্ষেপ নেওয়ার কথা বলে ইফফাত মোকাররমা ঢাকায় চলে যান এবং সেখানে জিডি করেন। কিন্তু এই ঘটনা ধামাচাপা দিতে উল্টো ইফফাত মোকাররমার বিরুদ্ধে মিথ্যা চুরির মামলা দায়ের করেন তার বান্ধবী।”

তিনি আরো বলেন, “বাদী তানিয়া হক উল্লেখ করেছেন ২৬ লাখ টাকার স্বর্ণালঙ্কার চুরি হয়েছে যা তিনি তার শরীরে পড়ে তার বান্ধবীর সঙ্গে ঘুড়ে বেড়িয়েছিলেন। কিন্তু ওইদিনের ঘোরাঘুরির ছবিতে তার শরীরে কোনো স্বর্ণালঙ্কার ছিল না। এছাড়াও ঘটনার দুইদিনের মাথায় যেভাবে মামলা গ্রহণ করা হয়েছে তাতে বোঝা যায় কোনো তদন্ত ছাড়াই থানা কোনো পক্ষ থেকে প্রভাবিত হয়ে মামলা গ্রহণ করেছেন।”

ভুক্তভোগী নারী ইফফাত মোকাররমা বলেন, “এই মামলার নূন্যতম প্রমাণ নেই। আমি যে একজন শিক্ষক হিসেবে আমার ছাত্রদের সামনে দাঁড়াবো সেই অবস্থাও তারা আমাকে রাখেনি। আমার সন্তানসহ পুরো পরিবার সামাজিকভাবে হেয় পতিপন্ন হচ্ছে। আমি চাই ঘটনার সুষ্ঠ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।”

এ বিষয়ে মামলার বাদীর তানিয়া হকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে ফোন রিসিভ না করায় মন্তব্য পাওয়া যায়নি।

তবে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “উনি (আইনজীবী) উনার মক্কেলের জন্য এসব কথা বলতেই পারেন। উনার মক্কেলকে সুবিধা দেওয়ার জন্য এসব অভিযোগ করেছেন। কিন্তু ঘটনার তদন্ত করে এবং আইনানুগভাবেই মামলা দায়ের হয়েছে, যা এখনও তদন্ত চলছে।”

ঢাকা/শাহীন/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ঋণ আদায়ে লাগবে ৩৩৩ বছর
  • ভাইকে বাঁচাতে বান্ধবীকে ফাঁসানোর অভিযোগ