বরফের তৈরি এই হোটেলে ঢুকেই মনে হলো, চাইলে কি না করতে পারে মানুষ
Published: 17th, May 2025 GMT
আমাদের শহর উমিয়া থেকে ইউকাসার্ভি প্রায় ৬০০ কিলোমিটার। মাঝে ইয়োকমুক শহরে রাত্রিযাপন করে পরদিন সকালে পৌঁছালাম ইউকাসার্ভি। ছোট্ট গ্রামটা আর্কটিক সার্কেলের অত্যন্ত কাছে। শীতের সময় জায়গাটা হয়ে ওঠে বরফে মোড়া এক রূপকথার রাজ্য। নানা ধরনের শীতকালীন কর্মকাণ্ড ছাড়াও অরোরা বা নর্দার্ন লাইটস দেখার জন্যও বেশ সুপরিচিত এই অঞ্চল। তাই পর্যটকদেরও আনাগোনা বেশি।
হোটেলের কক্ষে যেতে হয় এই পথেই.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা
কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’
সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।
সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে