গরু কিনে ফেরার পথে নছিমন উল্টে ব্যবসায়ী নিহত
Published: 19th, June 2025 GMT
গরু কিনে ফেরার পথে রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়কের ওপর নছিমন উল্টে রতন শেখ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে। তাঁর সঙ্গে থাকা প্রতিবেশী কাদের চৌধুরী ও নছিমন চালক এ দুর্ঘটনায় আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল হাট থেকে গরু কিনে রতন শেখ ও তাঁর বন্ধু কাদের চৌধুরী নছিমনে বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নছিমনটি বাংলাদেশ হাট মোড়–সংলগ্ন সেতুর ওপর উঠলে পণ্যবাহী গাড়ি এতে ধাক্কা দেয়। বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে নছিমনটি। এতে নছিমনের নিচে পড়ে চালকসহ রতন ও কাদের আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রতন শেখকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।
পাংশা হাইওয়ে মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ দাস জানান, কাদের চৌধুরী চিকিৎসা শেষে গতকাল রাতেই বাড়ি ফিরেছেন। নছিমনচালক পলাতক থাকায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাত আটটার দিকে রতনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নছিমনটি পুলিশের হেফাজতে আছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: রতন শ খ উপজ ল গতক ল
এছাড়াও পড়ুন:
ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের কুপন রেট ঘোষণা
পুঁজিবাজারে বন্ড খাতে তালিকাভুক্ত ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের অর্ধবার্ষিক সময়ের জন্য মুনাফা বা কুপন রেট ঘোষণা করা হয়েছে। ওই সময়ের জন্য বন্ডটির ইউনিটধারীদেরকে ১০ শতাংশ হারে মুনাফা দেওয়া হবে।
সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (৩ আগস্ট) বন্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে কুপনের হার অনুমোদন করা হয়।
তথ্য মতে, ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের ট্রাস্টি ২০২৫ সালের ৭ আগস্ট থেকে ২০২৬ সালের ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের জন্য ১০ শতাংশ হারে অর্ধবার্ষিক কুপন রেট ঘোষণা করেছে। অর্থাৎ উল্লিখিত হারে রিটার্ন পাবেন ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের ইউনিটধারীরা।
ইউসিবি দ্বিতীয় পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণের লক্ষ্যে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৪ আগস্ট। ওই তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে বন্ড থাকবে তারা ঘোষিত সুদ পাবেন। কুপন রেট ঘোষণাকে কেন্দ্র করে এদিন পারপেচ্যুয়াল বন্ডটির লেনদেনে কোনো দরসীমা থাকছে না।
ঢাকা/এনটি/ইভা