গরু কিনে ফেরার পথে রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়কের ওপর নছিমন উল্টে রতন শেখ (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কের বাংলাদেশ হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রতন শেখ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ঘোরপালান গ্রামের শাহ আলম শেখের ছেলে। তাঁর সঙ্গে থাকা প্রতিবেশী কাদের চৌধুরী ও নছিমন চালক এ দুর্ঘটনায় আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল বুধবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চড়াইকোল হাট থেকে গরু কিনে রতন শেখ ও তাঁর বন্ধু কাদের চৌধুরী নছিমনে বাড়ির উদ্দেশে রওনা হন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নছিমনটি বাংলাদেশ হাট মোড়–সংলগ্ন সেতুর ওপর উঠলে পণ্যবাহী গাড়ি এতে ধাক্কা দেয়। বৃষ্টিতে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে নছিমনটি। এতে নছিমনের নিচে পড়ে চালকসহ রতন ও কাদের আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রতন শেখকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক।

পাংশা হাইওয়ে মডেল থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ দাস জানান, কাদের চৌধুরী চিকিৎসা শেষে গতকাল রাতেই বাড়ি ফিরেছেন। নছিমনচালক পলাতক থাকায় তাঁকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রাত আটটার দিকে রতনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত নছিমনটি পুলিশের হেফাজতে আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: রতন শ খ উপজ ল গতক ল

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ