রিশাদকে ধরে রাখলো বিগ ব্যাশের হোবার্ট হারিকেন্স
Published: 19th, June 2025 GMT
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের জন্য টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে রেখেছে হোবার্ট হারিকেন্স। আগের আসরেও ডাক পেয়েছিলেন রিশাদ, তবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় খেলা হয়নি তরুণ এই স্পিনারের।
বিগ ব্যাশে এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার পরই সম্ভাবনার আলো জ্বেলেছিলেন রিশাদ। কিন্তু বিপিএলের সূচির সঙ্গে সংঘাতের কারণে শেষ মুহূর্তে মাঠে নামা হয়নি তার। ফলে শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের ঐতিহাসিক মুহূর্তেও থাকতে পারেননি তিনি।
তবে সেই হতাশাকে পেছনে ফেলে নতুন করে সামনে এগোনোর সুযোগ এসেছে এবার। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবুজ সংকেত দেয়, তাহলে এই মৌসুমেই বিগ ব্যাশ অভিষেক হতে পারে রিশাদের।
রিশাদ ছাড়াও এবারের বিগ ব্যাশ আসরের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন—মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল