অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমের জন্য টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেনকে দলে রেখেছে হোবার্ট হারিকেন্স। আগের আসরেও ডাক পেয়েছিলেন রিশাদ, তবে বিসিবির অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায় খেলা হয়নি তরুণ এই স্পিনারের।

বিগ ব্যাশে এর আগে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলেছেন সাকিব আল হাসান। তার পরই সম্ভাবনার আলো জ্বেলেছিলেন রিশাদ। কিন্তু বিপিএলের সূচির সঙ্গে সংঘাতের কারণে শেষ মুহূর্তে মাঠে নামা হয়নি তার। ফলে শিরোপাজয়ী হোবার্ট হারিকেন্সের ঐতিহাসিক মুহূর্তেও থাকতে পারেননি তিনি।

তবে সেই হতাশাকে পেছনে ফেলে নতুন করে সামনে এগোনোর সুযোগ এসেছে এবার। যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সবুজ সংকেত দেয়, তাহলে এই মৌসুমেই বিগ ব্যাশ অভিষেক হতে পারে রিশাদের।

রিশাদ ছাড়াও এবারের বিগ ব্যাশ আসরের জন্য নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের আরও ১০ জন ক্রিকেটার। এ তালিকায় রয়েছেন—মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

মাগুরায় খাস জমিতে হচ্ছে লিচুবাগান 

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধার করা ১১.৫৮ একর খাস জমিতে লিচুবাগান গড়ার কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। 

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান রবিবার (১০ আগস্ট) বিকেলে লিচুর চারা রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

শিল্প সচিব বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাস জমির যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

জেলা প্রশাসনের উদ্যোগে খাস জমি উদ্ধার করে লিচুবাগান করার কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ