Risingbd:
2025-11-17@09:33:29 GMT

গলে শেষ রোমাঞ্চের অপেক্ষা

Published: 20th, June 2025 GMT

গলে শেষ রোমাঞ্চের অপেক্ষা

নিষ্প্রাণ ড্র, নাকি উত্তেজনা—রোমাঞ্চ ছড়াবে গল টেস্টে? চতুর্থ দিনের খেলা যেভাবে শেষ হয়েছে, তাতে রোমাঞ্চের কিছুটা আভাস মিলছে। অনেক কিছুই নির্ভর করছে বাংলাদেশের ওপর। আগামীকাল শেষ দিনে বাংলাদেশ কতটা সাহস দেখাতে পারে, সেটির ওপর অনেক কিছু নির্ধারিত হবে।

চতুর্থ দিনের খেলা শেষে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে লিড ১৮৭ রান। ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে শুক্রবার দ্বিতীয় ইনিংসের খেলা শেষ করেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ৫৬ ও মুশফিকুর রহিম ২২ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। তাদের জুটিতে এসেছে ৪৯ রান। সাদমান ইসলাম ৭৬, মুমিনুল ১৪ ও এনামুল হক বিজয় ৪ রান করে ফিরেছেন সাজঘরে।

আগামীকাল পঞ্চম দিনে বাংলাদেশ কতক্ষণ ব্যাটিং করে সেটাই দেখার বিষয়। শ্রীলঙ্কার বোলিং ভালো হলে উত্তেজনা আরও বাড়বে। বাংলাদেশ যদি এক সেশন ব্যাট করে তিনশোর আশপাশে লক্ষ্য নেয়, তাহলে শ্রীলঙ্কাকে চাপের মধ্যে রাখা যাবে। দুই সেশনে বোলিং করে স্বাগতিকদের চাপে ফেলতে পারলে জয়ের সম্ভাবনাও তৈরি হতে পারে। সেই সাহসটা টিম ম্যানেজমেন্ট দেখাবে কি না, সেটাই প্রশ্ন।

আরো পড়ুন:

তিন উপদেষ্টার নিয়োগ নিয়ে আমিনুলের ব্যাখ্যা

অ্যাওয়ে ‘অভিষেকে’ নাঈমের ফাইফার

বাংলাদেশের করা ৪৯৫ রানের জবাবে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৪৮৫ রান করে। আজ দিনের শুরুতে ২ উইকেট তুলে নিলেও পরে আর ভালো বোলিং হয়নি। তবে দ্বিতীয় সেশনের শুরুতে ২০ রানের ব্যবধানে ৪ উইকেট নিয়ে লঙ্কানদের অলআউট করে ১০ রানের লিড নেয় বাংলাদেশ। দেশের বাইরে প্রথমবার বোলিংয়ের সুযোগ পেয়ে ৫ উইকেট নেন নাঈম হাসান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে দেশের বাইরে প্রথম ইনিংসে লিড পেল বাংলাদেশ।

লিড নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি। এনামুল হক বিজয় আবারও ব্যর্থ। ২০ বলে ৪ রান করে জয়াসুরিয়ার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন। মুমিনুল ক্রিজে এসে দারুণ এক ছক্কা হাঁকান থারিন্দুকে। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি। অফস্পিনার থারিন্দুর বল সুইপ করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দেন।

সেখান থেকে শান্ত ও সাদমান প্রতিরোধ গড়ে দলকে এগিয়ে নেন। তাদের জুটি পঞ্চাশ পেরিয়ে যায়, দলীয় রানও শতক ছাড়ায়। সাদমান ফিফটি পূর্ণ করেন। তবে দিনের খেলা শেষ হওয়ার এক ঘণ্টা আগে ফিরতে হয় তাকে। মিলান রত্নায়েকের ভেতরে ঢোকানো দারুণ এক ডেলিভারিতে এলবিডব্লিউ হন তিনি। ১২৬ বলে ৭ চারে ৭৬ রান করেন সাদমান। দুজন গড়েন ৬৮ রানের জুটি।

দিনের বাকি সময়টুকু মুশফিকুর ও শান্ত ভালোভাবেই পার করে দেন। প্রথম ইনিংসে সেঞ্চুরি ছুঁয়ে যাওয়া শান্ত এবার তুলে নেন ফিফটি। মুশফিকও তাকে দারুণভাবে সঙ্গ দিচ্ছেন।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর স দম ন র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ