রিয়াল মাদ্রিদের হয়ে জাবি আলোনসোর শুরুটা মনের মতো হয়নি। ক্লাব বিশ্বকাপে আলোনসোর প্রথম ম্যাচে আল হিলালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রিয়াল। নিজের প্রথম ম্যাচে জয় না পেয়ে আলোনসো এখন আরও সতর্ক।

এমনকি অনুশীলনে এনেছেন নতুনত্ব এবং শরণাপন্ন হয়েছে প্রযুক্তির। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, বৃহস্পতিবার ওয়েস্ট পাম বিচে অনুষ্ঠিত অনুশীলন সেশনে জাবি আলোনসো প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করেছেন।

জানা গেছে, ড্রোনটি দিয়ে রিয়ালের খেলোয়াড়দের অনুশীলনের সময় ভিডিও ধারণ করা হয়েছে। আর এই ভিডিও ফুটেজগুলো ব্যবহার করে আলোনসো ও তাঁর কোচিং স্টাফরা দলের খেলোয়াড়দের সম্পর্কে অতিরিক্ত এবং সূক্ষ্মাতিসূক্ষ্ম তথ্যগুলো বিশ্লেষণ করে দেখবেন।

আরও পড়ুনভিনিসিয়ুসকে চিনতে আলোনসোর লেগেছিল মাত্র ১০ সেকেন্ড১৯ জুন ২০২৫

রিয়ালে আলোনসোর পূর্ববর্তী কোচ কার্লো আনচেলত্তি কখনো এই প্রযুক্তি ব্যবহার করেছেন বলে জানা যায়নি। তবে আলোনসোর এমন উদ্ভাবনী চিন্তাধারা একেবারে নতুন নয়। এর আগে বায়ার লেভারকুসেনে থাকার সময়ও অনুশীলন মাঠজুড়ে ক্যামেরা ব্যবহার করে আলোচনায় এসেছিলেন আলোনসো। তবে ড্রোন ব্যবহার করা একেবারেই নতুন কিছু।

এখন অপেক্ষা, আলোনসোর অধীন রিয়ালে ড্রোন ব্যবহার নিয়মিত চর্চায় পরিণত হয় কি না তা দেখার! তবে প্রথম দিনের ড্রোনটি সবার ওপর ব্যবহার করা হয়নি। ড্রোনটি শুধু ক্লাব বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলেননি, এমন যুব খেলোয়াড় ও বদলি খেলোয়াড়দের অনুশীলন সেশন ধারণ করেছে। দলের বাকি সদস্যরা তখন অন্যত্র জিম সেশনে ব্যস্ত ছিলেন।

ক্লাব বিশ্বকাপের পুরোনো সংস্করণে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন রিয়াল পরের ম্যাচ খেলবে মেক্সিকান ক্লাব পাচুয়ার বিপক্ষে। আগামীকাল রোববার রাত ১টায় শার্লটের মাঠ ব্যাংক অব আমেরিকায় মুখোমুখি হবে এ দুই দল। এই ম্যাচ দিয়ে জয়ে ফিরতে মরিয়া আলোনসো।

আরও পড়ুনঝড় ও গোলবন্যার রাতে দি মারিয়া যেখানে শীর্ষে২ ঘণ্টা আগে

তবে প্রথম ম্যাচ শেষে প্রতিপক্ষ নিয়ে সতর্ক থাকার কথাই বলেছিলেন তিনি, ‘এই গ্রুপের প্রায় সব কোচই নতুন। পাচুকার ক্ষেত্রেও যেমন, আমার ক্ষেত্রেও তেমন। লোজানো (পচুয়ার কোচ জাইমে লোজানো) আগের ম্যাচে মাদ্রিদের বিপক্ষে ছিলেন না। তারা ভালো দল, তাই ম্যাচটা কঠিনই হবে।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ড র ন ব যবহ র প রথম ম য চ ব যবহ র কর

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ