সোনারগাঁয়ে এইচএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে
Published: 21st, June 2025 GMT
নারায়ণঞ্জের সোনারগাঁয়ে প্রাইভেট পড়াতে গিয়ে এক এইচএসসি পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে শিশির হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই যুবতীর বাবা বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়ের করা লিখিত অভিযোগের বিবরনীতে ওই ছাত্রীর বাবা উল্লেখ করেন, উপজেলার কাচঁপুর সোনাপুর এলাকার কমল হালদারের ছেলে শিশির হালদার তার মেয়েকে বাসায় প্রাইভেট পড়াইতো। প্রাইভেট পড়ানোর সময় নানা ভাবে ফুসলাইয়া এবং প্রলোভন দেখাইয়া প্রেমের প্রস্তাব দেন। প্রথমে বিবাদীর প্রস্তাবে রাজী না হইলেও একপর্যায়ে শিশির হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়িয়া ওঠে। প্রেমের সম্পর্ক গড়িয়া ওঠার পরে শিশির হালদার তাকে বিয়ের প্রলোভন দেখাইয়া বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে নিয়া শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরে শিশির হালদারকে বিয়ের জন্য চাপ দিলে কালক্ষেপন করিতে থাকে। একপর্যায়ে আমার মেয়ে ০৩ মাসের গর্ভবতী হয়ে পড়লে বিষয়টি শিশির হালদারকে জানাইলে ওষুধ সেবন করে পেটের বাচ্চা নষ্ট করে দেয় ।
বিষয়টি নিয়ে আমি তার পরিবারকে জানানোর পর শিশির হালদারের বাবা কমল হালদার ও ছোট ভাই পিয়াস হালদার আমাদের মারধর করে প্রাণনাশের হুমকি দেন।
সোনারগাঁ থানার ওসি মফিজুর রহমান জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ স ন রগ
এছাড়াও পড়ুন:
বগুড়া নেকটারে কম্পিউটার বিষয়ে অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স, যোগ্যতা এইচএসসি পাস
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) অ্যাডভান্সড সার্টিফিকেট কোর্স অন কম্পিউটার ট্রেনিং (সি-৭২তম ও সি-৭৩তম ব্যাচ) কোর্সে একাডেমির নির্ধারিত ফরমে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
কোর্সের তথ্য—
১. কোর্সের মেয়াদ : ছয় মাস,
২. কোর্স ফি : ৫ হাজার ৫০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা
ন্যূনতম এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ক্লাসের সময়
—সাপ্তাহিক ও সরকারি ছুটি ব্যতীত সি-৭২তম ব্যাচের ক্লাস প্রতিদিন সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত এবং সি-৭৩তম ব্যাচের ক্লাস প্রতিদিন বেলা ২টা হতে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
—অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।
ভর্তি পরীক্ষার বিষয়
১.ভর্তি পরীক্ষা ৫০ নম্বরের,
২.এমসিকিউ ধরনের প্রশ্ন হবে,
৩. বিষয় থাকবে: বাংলা, ইংরেজি, গণিত, সাধারণজ্ঞান ও আইসিটি ।
প্রয়োজনীয় যা লাগবে
১. ভর্তি ফরমের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি,
২. নাগরিকত্বের সনদ বা জাতীয় পরিচয়পত্রের,
৩. শিক্ষাগত যোগ্যতার সব সনদ পত্রের ফটোকপি।
আবেদন সংগ্রহ করতে হবে
কম্পিউটার ল্যাব (রুম নং-১১০) থেকে টাকা জমা দেওয়ার রশিদ সংগ্রহ করে জনতা ব্যাংক, ফুলদিঘি শাখা, বগুড়ায় ১০০ টাকা জমা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমিতে (নেকটার) ছয় মাসের কোর্সের ফি ৫ হাজার ৫০০ টাকা