আড়াইহাজারে ইয়াবাসহ ছাত্রদল নেতা ও তার সহযোগিকে গ্রেপ্তার পুলিশ। শনিবার (২১ জুন) ভোরে উপজেলার সদর পৌরসভার গাজীপুরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, নাগেরচর এলাকার জামালের ছেলে ও সরকারী সফর আলী কলেজের ছাত্র সংসদের সম্ভাব্য ভিপি পদপ্রার্থী জাইফুল ইসলাম রাহুল (২০) এবং ইয়াবা ব্যবসায়ি তুসিম রহমান জয় (২০)। সে মারুয়াদী এলাকার আওলাদ হোসেনের পুত্র। 

আড়াইহাজার থানার এস আই সৈকত জানান, তার নেতৃত্বে একদল পুলিশ রাত্রী কালিন ডিউটি চলা কালে ভোররাত অনুমান ৪ দিকে ওই এলাকায় গেলে আটক দুজন সহ অজ্ঞাত আরো একজন হাফপ্যান্ট পরিহিত অবস্থায় একটি হোন্ডা যোগে যাচ্ছিল।

এ সময় পুলিশ তাদেরকে সিগন্যাল দিলে চালক হোন্ডা থামালে পিছন থেকে অজ্ঞাত ব্যাক্তি দৌড়ে পালিয়ে যায় । 

এ সময় ওই দুজনকে দেহ তল্লাশী করলে জয়ের কাছ থেকে ১৫ পিস এবং রাহুলের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। হোন্ডাটি জব্দ করা হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন জানান, শনিবার দুপুরে গ্রেফতারকৃত ছাত্রদল নেতাসহ দুইজনকে মাদক মামলায় নারায়ণগঞ্জ আদালতে প্ররেণ করা হয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ছ ত র দল

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ