আর্জেন্টিনার বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিয়েছেন আগেই। ভিলা পার্কে ক্লাবের শেষ ম্যাচে বিদায়ী বার্তা দিতে পরিবার নিয়ে উপস্থিত হয়েছিলেন তিনি। 

অ্যাস্টন ভিলা ছাড়ার ঘোষণা দিয়ে আপাতত ক্যারিয়ার নিয়ে কিছুটা অনিশ্চয়তায় আছেন মার্টিনেজ। নতুন মৌসুমে কোন ক্লাবে খেলবেন তা এখনো চূড়ান্ত হয়নি। 

সংবাদ মাধ্যম দি সান দাবি করেছে, আর্জেন্টাইন এই গোলরক্ষক স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে চান। ক্লাবটির পর্তুগিজ কোচ রুবেন আমেরিমও নাকি তাকে দলে নিতে আগ্রহী। দি সানের মতে, কোচ আমোরিম দলে এমির মতো অধিনায়ক ও নেতাকে চান। 

কিন্তু দুই পক্ষের মধ্যে সম্ভাব্য চুক্তি নিয়ে এখনো বলার মতো কোন আলোচনা শুরু হয়নি। এর আগে মার্টিনেজের বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন সৃষ্টি হয়েছিল। কিন্তু কাতালানরা তরুণ স্প্যানিশ কোচ হুয়ান গার্সিয়াকে দলে নিয়েছে। মার্টিনেজের তাই বার্সায় যাওয়ার আর সুযোগ নেই। 

ওদিকে সৌদি প্রো লিগ থেকে আর্জেন্টিনার এই পেনাল্টি বিশেষজ্ঞকে চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বেশ আগেই। তবে আগামী বিশ্বকাপ মাথায় রেখে সৌদি লিগে যেতে চান না তিনি। ইউরোপের শীর্ষ পর্যায়ে থেকে সেরা ছন্দ ও আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যেতে চান এই গোলরক্ষক। 

এমি মার্টিনেজকে দলে নেওয়ার প্রস্তাব দিয়েছে তুর্কি ক্লাব গালাতাসারায়ে। উরুগুইয়ান গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা ক্লাব ছাড়ছেন। তার জায়গায় মার্টিনেজকে দলে নিতে চাইলেও আলবিসেলেস্তে গোলরক্ষক ওই প্রস্তাবেও সাড়া দেননি। 

ওদিকে ম্যানইউ এক মৌসুমে আগে ইন্টার মিলান থেকে মোটা অঙ্কের অর্থে কেনা সেনেগালিচ গোলরক্ষক ওনানাকে ছেড়ে দিতে চায়। তার অবাক করা সব মিসে বিরক্ত কোচ ও ভক্তরা। সংবাদ মাধ্যম দাবি করেছে, ওনানাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো।   

.

উৎস: Samakal

কীওয়ার্ড: এম ল য় ন ম র ট ন জ ফ টবল দলবদল

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ