পথ ভুলে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ
Published: 22nd, June 2025 GMT
গরু চোরাচালানিদের তাড়া করতে গিয়ে পথ ভুলে ভারতে ঢোকা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্যকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার নারায়ণপুর ইউপির জোহরপুর টেক সীমান্তে এ ঘটনা ঘটে।
তথ্যটি নিশ্চিত করে বিজিবির রাজশাহী সেক্টরের কমান্ডার কর্নেল ইমরান ইবনে আবদুর রউফ প্রথম আলোকে বলেন, দুজন মহিষ চোরাচালানকারীকে ধাওয়া করতে গিয়ে শুক্রবার দিবাগত ভোররাতে ভুল করে ভারতে ঢুকে পড়েন বিজিবির এক সদস্য। পরে ভারতের পিরোজপুর সীমান্ত ফাঁড়ির বিএসএফের কাছে গিয়ে ঘটনাটি জানান। সন্ধ্যায় বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠকের পর ওই বিজিবি সদস্যকে ফেরত দেয় বিএসএফ। তাঁরা বিজিবি সদস্যকে খাবার পরিবেশনসহ তাঁর সঙ্গে সম্মানজনক আচরণ করেছেন।
কর্নেল ইমরান ইবনে আবদুর রউফ জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জনতার হাতে আটক এক বিএসএফ সদস্যকে ফেরত দিয়েছিল বিজিবি।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ প্রথম আলোকে বলেন, গতকাল রাত সাড়ে আটটার দিকে জোহরপুর টেক সীমান্তে বিজিবি-বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক শরু হয়। রাত পৌনে ১০টার দিকে বিজিবি সদস্যকে ফেরত দেওয়া হয়। তিনি জানান, শুক্রবার দিবাগত ভোররাতে চোরাচালানিদের ধাওয়া করতে গিয়ে ভারতে ঢুকে পড়েন জোহরপুর টেক সীমান্ত ফাঁড়ির ওই বিজিবি সদস্য। দীর্ঘ সময় ভারত সীমান্তের কাশবনে হারিয়ে থাকার পর গতকাল বিকেলে বিএসএফের পিরোজপুর সীমান্ত ফাঁড়িতে গিয়ে ঘটনাটি জানান।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
রাঙামাটির জুড়াছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে মন চন্দ্র চাকমা (২২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ((৭ আগস্ট) সকালে কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) বগাখালী বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মন চন্দ্র চাকমাকে আটক করে।
আটক মন চন্দ্র চাকমা ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার বাসিন্দা এবং চন্দ্র হানশু চাকমার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি চোরাচালান ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
আরো পড়ুন:
ভোমরা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
ছবি তুলতে গিয়ে সীমান্ত অতিক্রম, দুই কিশোরকে ফেরত দিল বিএসএফ
কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’’
ঢাকা/শংকর/রাজীব