কাজল-রানি-দীপিকার সমর্থনে এগিয়ে এলেন নির্মাতা সিদ্ধার্থ
Published: 22nd, June 2025 GMT
পরিবার আর পেশার সামঞ্জস্য বজায় রাখতে নতুন পথে হাঁটার কথা ভাবছে বলিউড। ৮ ঘণ্টা কাজ, মাসের বিশেষ বিশেষ দিনে বিশ্রামের মতো মৌলিক বেশ কিছু দাবিতে সম্প্রতি বলিউডে সুর চড়ছে।
দিনে ৮ ঘণ্টা কাজ নিয়ে দীর্ঘদিনের সেই চাপা কণ্ঠ প্রকাশ্যে আনার নেপথ্যে কিন্তু বলতেই হয় বলিউডের ‘মস্তানি’ অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের কথা। তিনিই নির্দিষ্ট সময় কাজের দাবিতে প্রথম মুখ খোলেন। তার ‘শাস্তি’ স্বরূপ তাকে বিগ বাজেটের সিনেমা থেকে বাদও পড়তে হয়েছে। তাতে কী?
অভিনয় জগতে এই যে নতুন ভাবনার হাওয়া তিনি এনে দিলেন তা তো কম কিছু নয়। এবার দীপিকার সমর্থনে এগিয়ে এলেন বলিউড পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রা। আর এ প্রসঙ্গে তিনি বহু বছর আগে কাজল, রামি মুখোপাধ্যায়ের কাজের কথাও বললেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ পি মালহোত্রা ৮ ঘণ্টা কাজ নিয়ে নিজের মতামত ও অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। একসময়ে কাজল, রানি মুখোপাধ্যায়ের মতো প্রথম সারির নায়িকারাও শুটিংয়ের ক্ষেত্রে নির্দিষ্ট ৮ ঘণ্টা সময় দিতেন বলে জানাচ্ছেন পরিচালক।
তার পরিচালনায় ২০১৮ সালের সিনেমা ‘হিচকি’র শুটিংয়ের উদাহরণ দিয়ে সিদ্ধার্থ পি মালহোত্রা জানান, মাত্র ২৮ দিনে তার শুটিং শেষ হয়েছিল। ঠিকমতো প্রি-প্রোডাকশন, নিয়মানুবর্তিতা, সমন্বয় থাকলে কাজের ক্ষেত্রে ঘণ্টার হিসেব দরকার হয় না বলেই মনে করেন তিনি। খুব কম সময় কাজ করেও তা শেষ করা সম্ভব, নিজের অভিজ্ঞতা থেকে সেদিকেই জোর দিলেন সিদ্ধার্থ পি মালহোত্রা।
তার কথায়, ‘প্রতিটি ছবি তৈরিতে আলাদা সময় থাকে। আমরা ‘হিচকি’ সিনেমার শুটিং করেছিলাম মাত্র ২৮ দিনে। রানি আর বাচ্চারা প্রতিদিন ৮ ঘণ্টা করেই কাজ করেছিল। শুধু তারাই নন, স্পটবয় থেকে অন্যান্য কলাকুশলী কাউকে বেশি সময় কাজ করতে হয়নি। কাজল তো ২০১০ সালেও ৮ ঘণ্টা কাজ করতেন। কাজেই দীপিকা এখন যা বলছেন, তা নতুন কোনও দাবি নয়।
এই নির্মাতা বলেন, ‘কোনও পরিচালক যদি কাউকে নিয়ে সত্যিই কাজ করতে চান, তাহলে ৬ ঘণ্টাতেও সেই কাজ হওয়া সম্ভব। কাজ হবে অভিজ্ঞতা, দক্ষতার ভিত্তিতে। কে কীভাবে সময়কে ম্যানেজ করবেন তার জন্য অভিজ্ঞতা হওয়া খুব জরুরি।’
এসবেরই সূত্রপাত দীপিকা পাড়ুকোনের একটি দাবি ঘিরে। ‘অ্যানিম্যাল’ খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার সিনেমায় দক্ষিণী তারকা প্রভাসের বিপরীতে নায়িকা হিসেবে রণবীর-ঘরনির হওয়ার কথা ছিল।
শুটিং শুরুর আগে দীপিকা জানান, তিনি ৮ ঘণ্টার বেশি শুটিং করতে পারবেন না। কারণ হিসেবে জানান, সদ্য মা হয়েছেন, মেয়েকে সময় দেবেন। এছাড়া পারিশ্রমিক নিয়েও বেশ কিছু দাবি ছিল নায়িকার। কিন্তু এসব শর্ত তার পছন্দ হয়নি পরিচালকের। ফলে সিনেমা থেকে বাদ পড়তে হয় দীপিকাকে। তার বদলে সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন প্রজেক্টে ‘এন্ট্রি’ হয় তারই আগের সিনেমার অভিনেত্রী তৃপ্তি দিমরির। সূত্র: এনডিটিভি।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা
ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।
২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।
দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।
বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান