Risingbd:
2025-08-08@23:09:54 GMT

দুঃসময়ে পাশে থাকার আর্জি

Published: 22nd, June 2025 GMT

দুঃসময়ে পাশে থাকার আর্জি

প্রবল চাপে থাকা নাজমুল হোসেন শান্ত শ্রীলঙ্কার গলে জোড়া সেঞ্চুরিতে নিজেকে ফিরে পেয়েছেন দারুণভাবে। দুই ইনিংসে সেঞ্চুরি তুলে লিখেছেন নতুন ইতিহাস। এর আগে শ্রীলঙ্কার মাটিতে কোনো অতিথি দলের অধিনায়ক জোড়া সেঞ্চুরি পাননি। শান্ত জোড়া সেঞ্চুরিতে নিজের প্রত্যাবর্তন করেছেন, যা মনে ধরেছে সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমনের।

“আমরা তো ওকে চিনি শুরু থেকে। সে আমাদের সব ফরম্যাটে অন্যতম সেরা ব্যাটসম্যান। ওর এরকম ব্যাটিং করাটা আমার জন্য সারপ্রাইজিং নয়। সে এমন ব্যাটিং করার সামর্থ্য রাখে।”

জোড়া সেঞ্চুরি নিয়ে হাবিবুল আলাদা করে বলেছেন, “এই কাজটা (জোড়া সেঞ্চুরি) করা সহজ নয় কোনোভাবেই। টেস্ট ম্যাচে ব্যাক টু ব্যাক হান্ড্রেড স্পেশাল। সেটা সে করতে পেরেছে। শান্তর এই সামর্থ্যটা ভালোই আছে। আমরা যদি ওকে একটু সাহায্য করতে পারি তাহলে ওর জন্যই ভালো হবে।”

আরো পড়ুন:

টেস্ট ক্রিকেটকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানাচ্ছে: বুলবুল

গল টেস্টে ড্র বাংলাদেশের জন্য ‘মোরাল ভিক্টরি’

হাবিবুল ‘সাহায্য’ বলতে সমর্থক, সমালোচক এবং সবাইকে শান্তর পাশে থাকার আহ্বান জানিয়েছেন। ক্রমাগত ট্রলিং ও সমালোচনার শিকার হতে হয় বাংলাদেশের টেস্ট অধিনায়ককে। পেছনের দুঃসময় পেরিয়ে শান্ত দারুণভাবে ফিরে এসেছেন। তবে দুঃসময়েও সমর্থকদের পাশে থাকার আহ্বান হাবিবুলের, “আমি আশা করি, ও আগামী দুয়েকটি ম্যাচে রান না করলে ওকে নিয়ে আবার কথা শুরু হবে না। আমরা সবাই ওকে চাপে ফেলে দেই। ক্রমাগত ট্রলিং ও সমালোচনা যখন হয়, সেটা প্রভাব ফেলে। আমরা যতই এড়িয়ে যাওয়ার কথা বলি, এটা প্রভাব ফেলেই। এটা কিন্তু এতটা সহজ না। এটা কিন্তু ওর ব্যাটিংয়ে প্রভাব ফেলছিল। ভালো দিক—সে শক্তভাবে ফিরে এসেছে।”

টেস্ট ইতিহাসে শান্তর আগে একাধিকবার টেস্টে জোড়া সেঞ্চুরি করতে পেরেছেন মাত্র ১৪ জন ব্যাটসম্যান। এর মধ্যে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার করেছেন তিনবার। শান্তকে নিয়ে দুবার টেস্টে জোড়া সেঞ্চুরি আছে শুধু ১২ জনের। টেস্টে অধিনায়ক হিসেবে জোড়া সেঞ্চুরি করা ১৬তম ব্যাটসম্যান শান্ত।

গল টেস্টের আগে শান্তর ওপেনিংয়ে ব্যাটিং নিয়ে কথা উঠছিল। বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর তাড়নায় শান্তকে চার থেকে ওপেনিংয়ে নেওয়ার পরিকল্পনা হচ্ছিল। হাবিবুলের এ নিয়ে দ্বিমত আছে। শান্তকে তার চার নম্বর পজিশনেই দেখতে চান তিনি, “শুনেছিলাম শান্ত ওপেনিংয়ে ফিরবে, যা আমি স্ট্রংলি আপত্তি করেছিলাম। শান্ত ইজ অ্যা কাইন্ড অব ব্যাটসম্যান—যদি ওকে বলেন আপনি তিন ফরম্যাটেই ওপেন করবেন, তাহলে ও নেমে যাবে। কিন্তু আমার মনে হয় না এটা সঠিক সিদ্ধান্ত হবে। ওপেনিং একটা স্পেশাল পজিশন। এখানে যারা ওপেনার, তাদেরই ওপেন করা উচিত। এমনকি তিন নম্বরও কিন্তু তিন নম্বর। তিন নম্বর কিন্তু ওপেনার নয়।”

ক্যারিয়ারের সাত টেস্টের পাঁচটিই তার তিন নম্বরে। দুটি চার নম্বরে, যেটা গলেই হলো। দলের প্রয়োজনে শান্ত সামনে কী করেন, সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব য টসম য ন শ ন তর

এছাড়াও পড়ুন:

তীব্র অপুষ্টিতে ১২ হাজার শিশু

ফিলিস্তিনের গাজায় খাদ্যসংকটের সবচেয়ে বড় ভুক্তভোগী শিশুরা। ইসরায়েলের অবরোধের কারণে খাবার না পেয়ে শিশুমৃত্যুর সংখ্যাও বাড়ছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, গাজায় এখন পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। আর চলতি বছরের শুরু থেকে অনাহারে মৃত্যু হয়েছে ৯৯ ফিলিস্তিনির। তাঁদের মধ্যে ৩৫ জনই শিশু।

শিশুদের দীর্ঘস্থায়ী অপুষ্টি নিয়ে সতর্ক করে জাতিসংঘ বলেছে, গাজায় পাঁচ বছরের নিচের ২ লাখ ৯০ হাজার শিশুর মধ্যে মাত্র ৮ হাজার ৭০০ শিশুকে প্রয়োজনীয় খাবার ও পুষ্টি উপকরণ সরবরাহ করা সম্ভব হয়েছে।

গত বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভা শহরে ডব্লিউএইচওর সদর দপ্তরে মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, জুলাই মাসে গাজায় পাঁচ বছরের কম বয়সী প্রায় ১২ হাজার শিশুকে শনাক্ত করা হয়েছে, যারা তীব্র অপুষ্টিতে ভুগছে। এখন পর্যন্ত সংগ্রহ করা তথ্য অনুযায়ী, এটিই এক মাসে সর্বোচ্চসংখ্যক শিশুর অনাহারে থাকার ঘটনা।

তেদরোস আধানোম গেব্রেয়াসুস

সম্পর্কিত নিবন্ধ