ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন শুরু
Published: 22nd, June 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো দুই দিনব্যাপী রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন শুরু হয়েছে। আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘পরিবর্তনশীল গণতন্ত্রে রাষ্ট্র সংস্কার: আন্দোলন থেকে নির্বাচন ও নতুন রাষ্ট্রের পথচলা’।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য নিয়াজ আহমেদ খান বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিষ্ঠানগুলোর সংস্কার জরুরি। তবে বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে অযৌক্তিক বিতর্ক তৈরি করা হচ্ছে, যেটার প্রয়োজন নেই। সম্মেলনের মাধ্যমে এই বিতর্ককে প্রশমিত করার একটি বড় সুযোগের সৃষ্টি হয়েছে। সংস্কার ও নির্বাচন যে একই সঙ্গে হতে পারে, সেটা দেখানোই এই সম্মেলনের সবচেয়ে বড় অবদান হতে পারে।
অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। উদ্বোধনী সেশনে আরও বক্তব্য দেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য দিল রওশন জিন্নাত আরা নাজনীন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নাসিমা খাতুন।
যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজের সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করার কথা রয়েছে।
সম্মেলনটি আয়োজন করেছে ছায়া সংস্কার কমিশন, ছায়া জাতীয় ঐকমত্য কমিশন এবং পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন (পিপিএসআরএফ)। উদ্বোধনী সেশনে জানানো হয়, সম্মেলনে ৮টি পৃথক সেশনে ৭৮টি গবেষণা প্রস্তাবের মধ্য থেকে নির্বাচিত ৫৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এসব সেশনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কার, অর্থনৈতিক ন্যায্যতা, মানবাধিকার, স্থানীয় সরকার, গণমাধ্যমের স্বাধীনতা, তরুণদের অংশগ্রহণ ও ভূরাজনীতিসংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করা হবে।
সম্মেলনের অন্যতম অংশ হিসেবে থাকবে রাজনৈতিক সংলাপ, যেখানে ছায়া সংস্কার কমিশনের প্রস্তাব তুলে ধরা হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন। এ ছাড়া গণমাধ্যম ও নাগরিক সমাজের প্রতিনিধি, গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে বিশেষ আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
আগামীকাল সোমবার সম্মেলনের সমাপনী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়াহিয়া আখতার বক্তব্য দেবেন। এদিন সেরা গবেষণা ও উপস্থাপনার জন্য পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের নাম ঘোষণা করা হবে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ষ ট রব জ ঞ ন উপ চ র য
এছাড়াও পড়ুন:
জামায়াতসহ সাতটি দলের আন্দোলনে এনসিপি কেন নেই, জানালেন নাহিদ
জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াতে ইসলামীসহ সাতটি দলের আন্দোলনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি নেই বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, ‘আমরা নিম্নকক্ষে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) চাই না, আমরা শুধু উচ্চকক্ষে পিআর চাই। এ ছাড়া আমরা মনে করি, এখনো সম্পূর্ণভাবে ঐকমত্য কমিশনকে প্রত্যাখ্যান করে রাজপথে যাওয়ার সময় আসেনি।’
রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আজ শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় সমন্বয় সভা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই সভা শেষে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সেখানে তিনি বলেন, ‘এই মুহূর্তেই কোনো বড় দলের সঙ্গে জোটভিত্তিক চিন্তাভাবনা আমরা করছি না; বরং এনসিপি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এগোবে।’
নাহিদ ইসলাম বলেন, যেসব ইস্যুতে আন্দোলনগুলো হচ্ছে, সেই ইস্যুগুলো সামগ্রিকভাবে সমস্যার সমাধান করতে পারবে না। সমাধান করতে পারত গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধানের দাবি। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণপরিষদ ছাড়া আর কোনো বিকল্প পাওয়া যাচ্ছে না, যেটা সবাই গ্রহণ করছে। ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে বিচার-বিশ্লেষণ করছে এনসিপি।
এনসিপির এই নেতা বলেন, ‘আমরা ধরে নিচ্ছি, গণপরিষদ ও আইনসভা নির্বাচনের প্রস্তুতি আমাদের একসঙ্গে নিতে হবে।’
জুলাই সনদের আইনি ভিত্তি ও আগামী নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে ৭টি দল বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দলগুলো হলো জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও খেলাফত আন্দোলন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় সমন্বয় সভায় উপস্থিত দলটির নেতারা। আজ শুক্রবার রাজধানীর শাহবাগের শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে