প্রতি ঈদেই দেশসেরা তারকা শাকিব খান অভিনীত সিনেমা দর্শকদের উপহার হিসেবে হাজির হয় প্রেক্ষাগৃহে। এবারো তার ব্যতিক্রম হয়নি। ‘তাণ্ডব’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি চাহিদা ও দর্শকপ্রবাহে আলোচনায় এলেও—এর কিছুদিনের মধ্যেই পাইরেসির শিকার হয়।

এ নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান। পাইরেসির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বাংলা সিনেমা আমাদের গর্ব, এটা ধ্বংস করতে দেয়া যাবে না। পাইরেসির বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।”

পাইরেসির পর ‘তাণ্ডব’ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে। শাকিব খান বলেন, “আমি বিশ্বাস করি, দর্শকরা এখন অনেক সচেতন। পাইরেসির পরও ‘তাণ্ডব’-এর প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে—ভালো সিনেমা কেউ থামাতে পারে না।”

আরো পড়ুন:

সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম, ফিল্ম পলিটিক্স নিয়ে শিরিন শিলা

‘আরমান মনসুরকে’ নিয়ে সিনেমা চান ন্যানসি, সাড়া দিলেন রায়হান রাফী

প্রতিনিয়ত একটি কুচক্রী মহল বাংলাদেশের সিনেমাকে পেছনে ফেলার চেষ্টা করছে। এ অভিযোগ করে শাকিব খান বলেন, ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও এমন একটি মহল সক্রিয় ছিল। এই মহলটি সবসময় চায়—আমরা যেন ভালো সিনেমা বানাতে না পারি। বাংলাদেশের সিনেমা আজ আন্তর্জাতিক পর্যায়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই তারা আমাদের পেছনে টেনে ধরতে চাইছে।”

শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল। তা স্মরণ করে শাকিব খান বলেন, “বরবাদ’ সিনেমাও পাইরেসির শিকার হয়েছিলাম, এবার ‘তাণ্ডব’ মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে দেয় কিছু দুষ্কৃতকারী। এটি শুধু একজন শিল্পী নয়, পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি।”

সবার প্রতি আহ্বান জানিয়ে শাকিব খান বলেন, “সেই জাতি সবচেয়ে উন্নত হয়, যাদের সাংস্কৃতিক ভিত্তি সবচেয়ে শক্তিশালী। বাংলা সিনেমা ও সংস্কৃতি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে আমাদের সিনেমাকে রক্ষা করতে হবে। পাইরেটেড কনটেন্টকে ‘না’ বলতে হবে।”

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র শ ক ব খ ন বল ন আম দ র

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ