একটি কুচক্রী মহল বাংলা সিনেমাকে ধ্বংস করতে চায়: শাকিব খান
Published: 23rd, June 2025 GMT
প্রতি ঈদেই দেশসেরা তারকা শাকিব খান অভিনীত সিনেমা দর্শকদের উপহার হিসেবে হাজির হয় প্রেক্ষাগৃহে। এবারো তার ব্যতিক্রম হয়নি। ‘তাণ্ডব’ সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পায়। মুক্তির পরই সিনেমাটি চাহিদা ও দর্শকপ্রবাহে আলোচনায় এলেও—এর কিছুদিনের মধ্যেই পাইরেসির শিকার হয়।
এ নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে কথা বলেন শাকিব খান। পাইরেসির ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “বাংলা সিনেমা আমাদের গর্ব, এটা ধ্বংস করতে দেয়া যাবে না। পাইরেসির বিরুদ্ধে আমাদের সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।”
পাইরেসির পর ‘তাণ্ডব’ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরো বৃদ্ধি পেয়েছে। শাকিব খান বলেন, “আমি বিশ্বাস করি, দর্শকরা এখন অনেক সচেতন। পাইরেসির পরও ‘তাণ্ডব’-এর প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে। এর মাধ্যমে প্রমাণ হয়েছে—ভালো সিনেমা কেউ থামাতে পারে না।”
আরো পড়ুন:
সেদিন হাউমাউ করে কেঁদেছিলাম, ফিল্ম পলিটিক্স নিয়ে শিরিন শিলা
‘আরমান মনসুরকে’ নিয়ে সিনেমা চান ন্যানসি, সাড়া দিলেন রায়হান রাফী
প্রতিনিয়ত একটি কুচক্রী মহল বাংলাদেশের সিনেমাকে পেছনে ফেলার চেষ্টা করছে। এ অভিযোগ করে শাকিব খান বলেন, ‘তাণ্ডব’-এর ক্ষেত্রেও এমন একটি মহল সক্রিয় ছিল। এই মহলটি সবসময় চায়—আমরা যেন ভালো সিনেমা বানাতে না পারি। বাংলাদেশের সিনেমা আজ আন্তর্জাতিক পর্যায়ে গর্বের সাথে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, ঠিক তখনই তারা আমাদের পেছনে টেনে ধরতে চাইছে।”
শাকিব খান অভিনীত ‘বরবাদ’ সিনেমাও একই ধরনের সমস্যার মুখোমুখি হয়েছিল। তা স্মরণ করে শাকিব খান বলেন, “বরবাদ’ সিনেমাও পাইরেসির শিকার হয়েছিলাম, এবার ‘তাণ্ডব’ মুক্তির আগেই অনলাইনে ছড়িয়ে দেয় কিছু দুষ্কৃতকারী। এটি শুধু একজন শিল্পী নয়, পুরো ইন্ডাস্ট্রির ক্ষতি।”
সবার প্রতি আহ্বান জানিয়ে শাকিব খান বলেন, “সেই জাতি সবচেয়ে উন্নত হয়, যাদের সাংস্কৃতিক ভিত্তি সবচেয়ে শক্তিশালী। বাংলা সিনেমা ও সংস্কৃতি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই অগ্রযাত্রা ধরে রাখতে হলে আমাদের সিনেমাকে রক্ষা করতে হবে। পাইরেটেড কনটেন্টকে ‘না’ বলতে হবে।”
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র শ ক ব খ ন বল ন আম দ র
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫