মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসর নিয়েছেন কিছুদিন হলো। মিডল অর্ডারে কাউকে নতুন করে সুযোগ দেওয়ার জন্য এখন ভালো সময়। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান বিবেচনায় আসবেন, এমন ভাবনা ছিল অনেকের। তবে তা হয়নি, কাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি তাঁর।

আরও পড়ুননাজমুল কী পেলে টেস্ট অধিনায়ক থাকবেন২ ঘণ্টা আগে

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দেন নুরুল। ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৮ গড় ও ৯৩.

৫৫ স্ট্রাইক রেটে ৫১২ রান করেন। প্রিমিয়ার লিগের আগের মৌসুমেও ৪৯৫ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ঘরোয়া লিগের পারফরম্যান্স নুরুলকে সুযোগ করে দেয় ‘এ’ দলে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ৫০ ওভারের সিরিজের একটিতে সেঞ্চুরি করেন। প্রথম চার দিনের ম্যাচেও পান সেঞ্চুরি। কাল ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনেও নুরুল রান পেয়েছেন। চট্টগ্রামে সবুজ ও লাল দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে ৭০ বলে ৭ চার ও সমান ছক্কায় ৯৭ রান করেন নুরুল।

ঘরোয়া ক্রিকেটে রান করেছেন নুরুল

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মাগুরায় খাস জমিতে হচ্ছে লিচুবাগান 

মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধার করা ১১.৫৮ একর খাস জমিতে লিচুবাগান গড়ার কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন। 

শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান রবিবার (১০ আগস্ট) বিকেলে লিচুর চারা রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।  

শিল্প সচিব বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাস জমির যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

জেলা প্রশাসনের উদ্যোগে খাস জমি উদ্ধার করে লিচুবাগান করার কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঢাকা/শাহীন/রফিক

সম্পর্কিত নিবন্ধ