জাতীয় দলে খেলার আশা না থাকলে ক্রিকেট খেলবেন না নুরুল
Published: 24th, June 2025 GMT
মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসর নিয়েছেন কিছুদিন হলো। মিডল অর্ডারে কাউকে নতুন করে সুযোগ দেওয়ার জন্য এখন ভালো সময়। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান বিবেচনায় আসবেন, এমন ভাবনা ছিল অনেকের। তবে তা হয়নি, কাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি তাঁর।
আরও পড়ুননাজমুল কী পেলে টেস্ট অধিনায়ক থাকবেন২ ঘণ্টা আগেসর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দেন নুরুল। ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৮ গড় ও ৯৩.
নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ৫০ ওভারের সিরিজের একটিতে সেঞ্চুরি করেন। প্রথম চার দিনের ম্যাচেও পান সেঞ্চুরি। কাল ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনেও নুরুল রান পেয়েছেন। চট্টগ্রামে সবুজ ও লাল দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে ৭০ বলে ৭ চার ও সমান ছক্কায় ৯৭ রান করেন নুরুল।
ঘরোয়া ক্রিকেটে রান করেছেন নুরুলউৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল