মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম অবসর নিয়েছেন কিছুদিন হলো। মিডল অর্ডারে কাউকে নতুন করে সুযোগ দেওয়ার জন্য এখন ভালো সময়। কয়েক বছর ধরে ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা নুরুল হাসান বিবেচনায় আসবেন, এমন ভাবনা ছিল অনেকের। তবে তা হয়নি, কাল শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াডে সুযোগ হয়নি তাঁর।

আরও পড়ুননাজমুল কী পেলে টেস্ট অধিনায়ক থাকবেন২ ঘণ্টা আগে

সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ধানমন্ডি ক্লাবের নেতৃত্ব দেন নুরুল। ১১ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৫৮ গড় ও ৯৩.

৫৫ স্ট্রাইক রেটে ৫১২ রান করেন। প্রিমিয়ার লিগের আগের মৌসুমেও ৪৯৫ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। ঘরোয়া লিগের পারফরম্যান্স নুরুলকে সুযোগ করে দেয় ‘এ’ দলে।

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে ৩ ম্যাচের ৫০ ওভারের সিরিজের একটিতে সেঞ্চুরি করেন। প্রথম চার দিনের ম্যাচেও পান সেঞ্চুরি। কাল ওয়ানডে দল থেকে বাদ পড়ার দিনেও নুরুল রান পেয়েছেন। চট্টগ্রামে সবুজ ও লাল দলে ভাগ হয়ে একটি প্রস্তুতি ম্যাচ খেলেন জাতীয় দলের ক্রিকেটাররা। সেখানে ৭০ বলে ৭ চার ও সমান ছক্কায় ৯৭ রান করেন নুরুল।

ঘরোয়া ক্রিকেটে রান করেছেন নুরুল

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ