মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের (এমটিবি) পরিচালনা পর্ষদে সৈয়দ নাসিম মঞ্জুর ও তপন চৌধুরী পরিচালক এবং জারিন মাহমুদ হোসেন স্বতন্ত্র পরিচালক নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রখ্যাত শিল্পপতি সৈয়দ নাসিম মঞ্জুর দেশের শীর্ষস্থানীয় চামড়াজাত পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান অ্যাপেক্স ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক। তিনি এমটিবির পরিচালনা পর্যদে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। তিনি খ্যাতিমান উদ্যোক্তা, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং এমটিবির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত সৈয়দ মঞ্জুর এলাহীর পুত্র।

নাসিম মঞ্জুর ল্যান্ডমার্ক ফুটওয়্যারের চেয়ারম্যান এবং অ্যাপেক্স ট্যানারি, অ্যাপেক্স ফার্মা ও ব্লু ওশান ফুটওয়্যারের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এলএফএমইএবি) সভাপতি, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই)দু'বারের সাবেক সভাপতি এবং ব্র্যাক ইউনিভার্সিটির ট্রাস্টি।

তপন চৌধুরী এমটিবির পরিচালনা পর্ষদে আস্ট্রাজের প্রতিনিধি হিসেবে পরিচালক নির্বাচিত হয়েছেন। তিনি দেশের অন্যতম শিল্পপতি ও স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত স্যামসন এইচ.

চৌধুরীর দ্বিতীয় পুত্র। স্কয়ার ফার্মাসিউটিক্যালসে মার্কেটিং বিভাগে কর্মজীবন শুরু করেন তিনি। ১৯৯৫ সালে তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পান এবং বর্তমানে স্কয়ার টেক্সটাইলসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৭ সালে তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে বিদ্যুৎ ও জ্বালানি, যুব ও ক্রীড়া, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা এবং বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।

এমটিবির নতুন স্বতন্ত্র পরিচালক জারিন মাহমুদ হোসেনের রয়েছে ২০ বছরেরও বেশি সময়ের ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ও নেতৃত্বদানের অভিজ্ঞতা। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কো., চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসের প্রতিষ্ঠাতা অংশীদার।

উৎস: Samakal

কীওয়ার্ড: এমট ব র প ফ টওয

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। 

নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।

আরো পড়ুন:

গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।  পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা/বেলাল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ