ষাটের দশকের সাড়া জাগানো নায়িকা মীনাকুমারীর জীবনী নিয়ে সিনেমা নির্মাণ হচ্ছে। গত বছর এ ঘোষণা দিয়েছিলেন পরিচালক সিদ্ধার্থ পি মলহোত্র। মীনাকে পর্দায় জীবন্ত করার ডাক পেয়েছেন এই প্রজন্মের দুই প্রথম সারির নায়িকা- কৃতি শ্যানন, কিয়ারা আদভানি।

নির্মাতা জানান, সিনেমার নাম ‘কমল ওর মীনা’। ছবির চিত্রনাট্য লেখা শেষ হয়েছে। সংলাপ নিয়ে ঘষামাজা চলছে।

কিয়ারা যদি মীনাকুমারীর চরিত্রে অভিনয় করেন তাহলে মা হওয়ার পর এই ছবি দিয়েই অভিনয় দুনিয়ায় ফিরবেন তিনি।

নির্মাতা সিদ্ধার্থ জানিয়েছিলেন, পরিচালক কমল অমরোহী তার অভিনেত্রী স্ত্রী মীনাকে অজস্র চিঠি লিখেছিলেন। তার উপর ভিত্তি করে ছবি তৈরি হবে। তিন জন নায়িকাকে সিদ্ধার্থের দল পছন্দ করেছে। তার মধ্যে অন্যতম কৃতি ও কিয়ারা।

পরিচালকের কথায়, ‘নিখুঁত অভিনয়ের পাশাপাশি উর্দু ভাষায় সাবলীল হতে হবে নায়িকাকে। তাই এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি।’

ফলে বলিউডে গুঞ্জন, কিয়ারা ইতিমধ্যেই চিত্রনাট্য শুনে জানিয়েছেন কাহিনি, চিত্রনাট্য তার পছন্দ হয়েছে। তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। বাকি রয়েছে চুক্তি সইয়ের কাজ।

ছবি প্রসঙ্গে পরিচালক আরও জানিয়েছেন, ছবিতে মীনা, কমল ছাড়াও তার প্রথম স্ত্রী মেহমুদিজিকেও দেখানো হবে। ছবিতে উর্দু ভাষায় অনেক সংলাপ থাকবে। তাই যিনি নায়িকা হবেন তাকে এই ভাষা লিখতে এবং পড়তে জানতে হবে। মীনাকুমারী অভিনয়ের পাশাপাশি উর্দুতে উঁচু দরের কবিতা লিখতে পারতেন। ফলে নায়িকাকে কড়া প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে। তারপর তিনি শুরু করবেন শুটিং।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ক য় র আদভ ন ক ত শ য নন

এছাড়াও পড়ুন:

আলজেরিয়া জাতীয় দলে ডাক পেলেন জিদানের ছেলে লুকা

ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানকে প্রথমবারের মতো জাতীয় দলে ডেকেছে আলজেরিয়া। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি আছে আলজেরিয়া।

২৭ বছর বয়সী গোলরক্ষক লুকা ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেললেও কখনো সিনিয়র দলে সুযোগ পাননি। ২০১৮ সালে ফ্রান্সের অনূর্ধ্ব-২০ দলে খেললেও জাতীয় দলে ডাক পাননি। বাবার পারিবারিক সূত্রে আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা রাখেন লুকা। তাঁর জন্ম ফ্রান্সের মার্শেইয়ে হলেও রয়েছে আলজেরিয়ার নাগরিকত্বও। লুকার বাবা জিদান আলজেরিয়ান বংশোদ্ভূত। দাদা ইসমাইল ও দাদি মালিকা ছিলেন আলজেরিয়ান।

দুই সপ্তাহ আগে ফিফা লুকার জাতীয় দল পরিবর্তনের অনুমোদন দেয়। জিদান রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন সেখানেও খেলেছেন লুকা। রিয়াল মাদ্রিদের একাডেমিতে তাঁর ফুটবল ক্যারিয়ারের শুরু। পরে খেলেছেন স্পেনের রেসিং সান্তানদের, রায়ো ভায়েকানো ও এসডি এইবারে। বর্তমানে খেলছেন স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব গ্রানাদায়।

বাবা ও মায়ের সঙ্গে লুকা জিদান

সম্পর্কিত নিবন্ধ