অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার কয়েক মাস যেতে না যেতেই সরকারের সঙ্গে বিএনপির টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয়েছিল। টানাপোড়েনের দৃশ্যমান প্রধান কারণ ছিল নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে মতভিন্নতা। টানাপোড়েনের মধ্যেই ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক হয়। ওই বৈঠকের পর সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। এতে বলা হয়, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী বছরের রমজান মাসের আগে অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে।

২.

নির্বাচনের সময় এগিয়ে আনার এই সম্ভাবনা স্বাভাবিকভাবেই বিএনপিকে ‘উৎফুল্ল’ করে তোলে। এরপর দলটির পক্ষ থেকে অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের বৈঠককে ‘ঐতিহাসিক ও ফলপ্রসূ’ হিসেবে আখ্যায়িত করে বিএনপি। (তারেক-ইউনূস বৈঠক: বিএনপির চোখে ‘ঐতিহাসিক’ মাইলফলক, যুগান্তর, ১৭ জুন ২০২৫)

ইউনূস-তারেকের এমন ‘সফল’ ও ‘ফলপ্রসূ’ বৈঠকের পরে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক ও বোঝাপড়ার বড় ধরনের উন্নতি হবে—তেমনটাই প্রত্যাশিত ছিল। এ ক্ষেত্রে বাধা বা ঝামেলার কারণ হতে পারে, সে রকম কোনো কিছু এড়িয়ে যাওয়া হবে কিংবা বিরোধপূর্ণ বিষয় নিয়ে তাঁদের মধ্যে সমঝোতা হবে—সেটাই স্বাভাবিক ছিল। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নেওয়াকে কেন্দ্র করে ইশরাক হোসেনের কর্মকাণ্ড দেখে তেমনটা প্রতীয়মান হয়নি। এ রকম প্রেক্ষাপটেই কয়েক দিন আগে একটি দৈনিকের প্রধান শিরোনাম ছিল, ‘লন্ডন সাফল্য ইশরাকে ম্লান’ (আমার দেশ, ১৭ জুন ২০২৫)

৩.

মেয়র হিসেবে এখন পর্যন্ত শপথ নিতে না পারলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে মতবিনিময় সভা করেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ১৬ জুন দুপুরে নগর ভবনে অনুষ্ঠিত ওই সভার ব্যানারে লেখা ছিল, ‘...প্রধান অতিথি ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। মাননীয় মেয়র, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।’
সিটি করপোরেশনের প্রায় ৭০ জন পরিচ্ছন্নতা পরিদর্শক এই সভায় অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন বিএনপি-সমর্থিত ঢাকা দক্ষিণ সিটির সাবেক কয়েকজন কাউন্সিলর।

শপথ না নিয়ে ইশরাক হোসেন কীভাবে নগর ভবনে সভা করতে পারলেন এবং কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দিলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ রকম অবস্থায় এমনটা প্রতীয়মান হতে পারে, তিনি হয়তো ‘স্বঘোষিত’ অর্থাৎ  নিজেই নিজেকে মেয়র ঘোষণা করেছেন!

ইশরাক হোসেনের সমর্থকেরা ‘ঢাকাবাসী’র ব্যানারে গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন কক্ষে তালা ঝুলিয়ে দেন। তখন থেকেই সব ধরনের নাগরিক সেবা বাধাগ্রস্ত হয়েছে। নাগরিক সেবা বাধাগ্রস্ত করে এভাবে আন্দোলন চালিয়ে যাওয়া কি কোনো বিবেচক জনপ্রতিনিধি বা রাজনীতিকের কাজ হতে পারে? একইভাবে প্রশ্ন উঠেছে, সমস্যার সমাধানে সরকার কি যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়েছে? এসব প্রশ্নের উত্তর যা-ই হোক, সরকার ও ইশরাকের দ্বন্দ্বে জনগণের ভোগান্তি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

একটা বিষয় স্বীকার করতেই হবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে, তার দায় এককভাবে ইশরাক বা তাঁর দলের নয়। এ ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার, নির্বাচন কমিশন, এমনকি আদালতেরও ভূমিকা রয়েছে। এ কারণেই স্থানীয় সরকারবিশেষজ্ঞ অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, ‘মেয়রের ইস্যুতে সরকার, বিএনপি ও ইশরাক—সবাই বাড়াবাড়ি করেছে।...’ (সমকাল, ২০ জুন ২০২৫)

৪.

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদ নিয়ে যে বিরোধ, তাতে বেশ কয়েক দিন ধরে পরস্পরবিরোধী অবস্থান নিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও ইশরাক হোসেন। নগরভবনে ওই আলোচিত মতবিনিময় সভা নিয়ে তাঁরা একে অপরের উদ্দেশে পাল্টাপাল্টি মন্তব্যও করেন।

‘শপথ না নিয়েই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো “ক্রিমিনাল অফেন্স” বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।’ (বিবিসি বাংলা, ১৭ জুন ২০২৫)।

অপর দিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার উদ্দেশে ইশরাক হোসেন বলেছেন, ‘এ ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনো দিন দেখেনি।’ (ইত্তেফাক, ১৮ জুন ২০২৫)।

এভাবে একজন আরেকজনকে ‘মূর্খ’ এবং ‘ক্রিমিনাল’ বলা কি রাজনৈতিক শিষ্টাচারসম্মত?

৫.

কয়েক দিন ধরে ইশরাক যা করেছেন, তাতে স্পষ্টতই সরকারের কর্তৃত্ব প্রশ্নের মুখে পড়েছে। এ ঘটনার দৃষ্টান্ত দিয়ে অনেকেই বলছেন, সরকার যদি একটি সিটি করপোরেশন নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে তারা কীভাবে সুষ্ঠু নির্বাচনের আয়োজন করবে? ১৯ জুন উপদেষ্টা পরিষদের সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে। (সমকাল, ২০ জুন ২০২৫)

উপদেষ্টা পরিষদের ওই সভায় নগর ভবন অচল করায় উপদেষ্টারা ইশরাকের কর্মকাণ্ড নিয়ে ক্ষোভ ও বিরক্তি প্রকাশ করেন। মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার দুই সিটি করপোরেশনে নির্বাচনের দিকে এগোবে সরকার, সভায় বিএনপিকে এমন বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। এদিকে ইশরাক ইস্যুতে সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার অবস্থান স্পষ্ট করবে বলে জানিয়েছে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম। (সমকাল, ২১ জুন ২০২৫)

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ইস্যুতে গত কয়েক দিন ধরে ইশরাক যা করেছেন, সেটা তাঁর একক সিদ্ধান্তে হয়েছে—এমনটা মনে করার কোনো কারণ নেই। দলের শীর্ষ পর্যায় থেকে অনুমোদন না পেলে তিনি এ রকম কর্মকাণ্ড করতে পারতেন না। অনেকেই ধারণা করেন, সরকারকে চাপে রাখতেই বিএনপি ইশরাক ইস্যুতে ছাড় দেয়নি।

সমালোচনার মুখে বিএনপি যদি ইশরাক ইস্যুতে সমঝোতার পথেও হাঁটে, অন্য কোনো ইস্যুতে সম্ভবত তারা সরকারের ওপর চাপ দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবে। কারণ বিএনপির নীতিনির্ধারকদের অনেকে এই ধারণা পোষণ করেন যে সরকারকে চাপের মধ্যে রাখা ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচন আদায় করা কঠিন হতে পারে।

মনজুরুল ইসলাম প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স থ ন য় সরক র ইশর ক হ স ন র উপদ ষ ট জ ন ২০২৫ নগর ভবন কয় ক দ ন ব এনপ র সরক র র কর ছ ন অবস থ ইউন স শপথ ন

এছাড়াও পড়ুন:

বাংলাদেশ বিমানবাহিনীতে ১০ম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ১৪

বাংলাদেশ বিমানবাহিনীতে ১০ম গ্রেডের ১৪টি বেসামরিক পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু ১১ নভেম্বর ২০২৫।

পদের নাম ও বিবরণ

১. উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল)

পদসংখ্যা: ০৩

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, মেকানিক্যাল, অ্যারোস্পেস, এভিয়নিকস, সিএসই বা টেলিকমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি, তবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ এবং ডিপ্লোমা ডিগ্রিতে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে এবং ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস মেকানিক্যাল, আইটি, যোগাযোগ, যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণ, গবেষণা ও উন্নয়ন ইত্যাদি কাজে অন্যূন এক বছরের অভিজ্ঞতা।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনবিসিএসে রিপিট ক্যাডার বন্ধ কেন জরুরি, এতে লাভ কার?১৩ ঘণ্টা আগে

২. আর্মড ফোর্সেস নার্সিং সিস্টার (লোকাল)

পদসংখ্যা: ০৪

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অন্যূন ০৪ বছর মেয়াদি নার্সিংয়ে ডিপ্লোমা কোর্স উত্তীর্ণ।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

৩. নকশাকার গ্রেড-২ (ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমাধারী)

পদসংখ্যা: ০৭

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণি বা বিভাগ অথবা সমমানের সিজিপিএসহ সিভিল, মেকানিক্যাল বা কম্পিউটার টেকনোলজিতে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

বেতন স্কেল ও গ্রেড: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (১০ম গ্রেড)

আরও পড়ুনসহকারী শিক্ষক ১০,২১৯ পদে আবেদন শুরু, দেখুন নির্দেশনা, পদ্ধতি ও শর্তগুলো০৮ নভেম্বর ২০২৫বয়সসীমা

৪ ডিসেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

২০০ টাকা (সার্ভিস চার্জ আলাদা)

আরও পড়ুনপ্রাথমিক শিক্ষকদের তিন দফা দাবিতে কর্মবিরতি শুরু১০ ঘণ্টা আগেআবেদনের সময়সীমা

আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১ নভেম্বর ২০২৫, সকাল ৯টা।

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ০৪ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

সম্পর্কিত নিবন্ধ

  • বাংলাদেশ বিমানবাহিনীতে ১০ম গ্রেডে নিয়োগ, পদসংখ্যা ১৪
  • ফাইন ফুডসের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৩১৪.৫২ শতাংশ 
  • আজ টিভিতে যা দেখবেন (৯ নভেম্বর ২০২৫)
  • ঢাকা বোর্ডের দ্বাদশের ইটিসি-বিটিসি-বিষয়-গ্রুপ-ছবি পরিবর্তন, সময় বৃদ্ধি ৩০ নভেম্বর পর্যন্ত
  • আজ টিভিতে যা দেখবেন (৮ নভেম্বর ২০২৫)
  • ফিফা দ্য বেস্ট ২০২৫: বছরের সেরা খেলোয়াড়ের মনোনয়ন ঘোষণা
  • এক ঝলক (৭ নভেম্বর ২০২৫)
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষে ভর্তি আবেদন শুরু ২০ নভেম্বর
  • প্রশ্ন: গুণিতক ও গুণনীয়ক কাকে বলে?
  • আজ টিভিতে যা দেখবেন (৭ নভেম্বর ২০২৫)