বকেয়া বিলের জেরে হাসপাতালে বিদ্যুৎ–বিচ্ছিন্ন, ভোগান্তিতে শ্বাসকষ্টের রোগীরা
Published: 24th, June 2025 GMT
শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কিশোরগঞ্জের ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন অহিদুল্লাহ মিয়া (৬৫)। তিনি কুলিয়ারচর উপজেলার বাসিন্দা। তাঁকে দিনে একাধিকবার নেবুলাইজার নিতে হয়। আজ মঙ্গলবার সকাল থেকে তাঁর সমস্যা বাড়তে থাকে। হাসপাতালে ভর্তি হওয়ার পরই নেবুলাইজার পেতে তিনি বারবার নার্সদের তাগিদ দিচ্ছিলেন। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। একপর্যায়ে নেবুলাইজার পেতে তিনি হাসপাতালে ছোটাছুটি শুরু করেন। কিন্তু হাসপাতালে বিদ্যুৎ না থাকায় নার্সরাও ছিলেন অসহায়। বিদ্যুৎ না থাকায় জরুরি চিকিৎসা সরঞ্জাম সচল করা সম্ভব হয়নি।
কেবল অহিদুল্লাহ নন, প্রয়োজন হওয়া সত্ত্বেও আরও অনেক রোগী নেবুলাইজার সেবা পাননি। তবে চার ঘণ্টা পর বিদ্যুৎ আসে। তখন হাসপাতালের স্বাভাবিক সেবা চালু হয়। অহিদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘শ্বাস নিতে পারতেছিলাম না। মনে হইছিল, অহনই দম বাইর হইয়া যাইব। আর কিছুক্ষণ দেরি হইলে কী হইত, আল্লাহ জানে।’
হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স তারজিয়া আক্তার বলেন, বিশেষ করে শ্বাসকষ্টের রোগীরা একটু পরপর এসে হইচই করছিলেন নেবুলাইজারের জন্য। কিন্তু কিছুই করার ছিল না। খুব অসহায় লাগছিল।
খোঁজ নিয়ে জানা গেছে, হাসপাতালের কাছে আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগে ৪১ লাখ টাকা বকেয়া রয়েছে। বারবার তাগিদ দেওয়ার পরও পরিশোধ না করায় আজ সকাল ৯টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বিদ্যুৎ না থাকায় নেবুলাইজার ছাড়াও অক্সিজেন সরবরাহ, ভ্যাকসিন সংরক্ষণ, ও প্যাথলজি ল্যাব কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে বহু রোগী প্রত্যাশিত সেবা পাননি। পরে স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধ এবং দ্রুত সময়ের মধ্যে বিল পরিশোধে হাসপাতাল কর্তৃপক্ষের লিখিত প্রতিশ্রুতি পাওয়ার পর বিদ্যুৎ বিভাগ বেলা ১টার দিকে সংযোগ ফিরিয়ে দেয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কাগজে-কলমে ১০০ শয্যার হলেও সরকারি সুবিধা মেলে ৫০ শয্যার মতো। তাতে রোগীর চাপ বেশি, আবার বিদ্যুৎ খরচও তুলনামূলক বেশি। এর ওপর যোগ হয়েছে ২০ শয্যার একটি ট্রমা সেন্টার, যার কার্যক্রম না থাকলেও বিদ্যুৎ ব্যবহার চলছে। ৪১ লাখ টাকার বকেয়ার মধ্যে ২৩ লাখ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের, আর ১৮ লাখ ট্রমা সেন্টারের। ট্রমা সেন্টারের জন্য আলাদা বাজেট না থাকায় এই বিলও স্বাস্থ্য কমপ্লেক্সকেই পরিশোধ করতে হয়। এর আগে দুই দফায় ১৪ লাখ টাকা পরিশোধ করেছে কর্তৃপক্ষ।
হাসপাতালের পুরুষ ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখা গেছে, অধিকাংশ রোগী শয্যায় বসে আছেন, অনেকের স্বজন হাতপাখা দিয়ে বাতাস করছেন। পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা শ্বাসকষ্টের রোগী হানিফ মিয়া বলেন, ‘এই গরমে ফ্যান ছাড়া থাকা যায়? ঘামে বিছানা ভিজা গেছে। ভাবতেছিলাম, বাড়িতে চইল্লা যামু।’ পাশের শয্যার রোগী আলতু আলী বলেন, ‘কারেন্ট না থাকায় আরও বেশি অসুস্থ হইয়া গেছি।’
আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মো.
ভৈরব আবাসিক বিদ্যুৎ বিতরণ বিভাগের সহকারী প্রকৌশলী শামসুল আলম প্রথম আলোকে বলেন, দিন দিন বকেয়া বাড়ছিল। অনেকবার বলার পরও হাসপাতাল কর্তৃপক্ষ বিল পরিশোধ করেনি। তাই বাধ্য হয়ে সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: স ব স থ য কমপ ল ক স শ ব সকষ ট র ন ব ল ইজ র পর শ ধ উপজ ল
এছাড়াও পড়ুন:
মাগুরায় খাস জমিতে হচ্ছে লিচুবাগান
মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধার করা ১১.৫৮ একর খাস জমিতে লিচুবাগান গড়ার কার্যক্রম হাতে নিয়েছে জেলা প্রশাসন।
শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান রবিবার (১০ আগস্ট) বিকেলে লিচুর চারা রোপণ করে এ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শিল্প সচিব বলেছেন, এ উদ্যোগের মাধ্যমে অনাবাদী খাস জমির যথাযথ ব্যবহারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে এবং স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
জেলা প্রশাসনের উদ্যোগে খাস জমি উদ্ধার করে লিচুবাগান করার কার্যক্রম পরিবেশ সংরক্ষণ এবং ফল উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঢাকা/শাহীন/রফিক