জন্মদিনের আগে ‘১০০ ভাগ সাফল্যের’ যে রেকর্ড ধরে রাখলেন মেসি
Published: 24th, June 2025 GMT
আজ ৩৮তম জন্মদিন পালন করছেন লিওনেল মেসি। তার আগে কাল যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টায় মাঠে নামতে হয়েছে মেসিকে। বাংলাদেশ সময়ে আজ সকালে ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোয় ওঠার ম্যাচে মেসির ইন্টার মায়ামি মুখোমুখি হয়েছিল ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের। ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে মেসির মায়ামি।
যদিও তাতে শেষ ষোলো নিশ্চিত করতে কোনো সমস্যা হয়নি ফ্লোরিডার ক্লাবটির। গ্রুপ ‘এ’তে চ্যাম্পিয়ন হতে না পারলেও রানার্সআপ হয়েছে মেসিরা। আর এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। শেষ ষোলোয় মেসিদের প্রতিপক্ষ ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
তবে শেষ ষোলোয় ফল যাই হোক, গ্রুপ পর্ব পার হওয়ার মধ্য দিয়ে নিজের ব্যক্তিগত একটি রেকর্ড অক্ষুণ্ন রাখলেন মেসি। এখন পর্যন্ত ক্লাব এবং জাতীয় দলের হয়ে ৩৩ বার বিভিন্ন টুর্নামেন্টের গ্রুপ পর্বে খেলেছেন মেসি।
আরও পড়ুনলিওনেল মেসির আজ জন্মদিন: এমন মানবজনম আর কি হবে১২ ঘণ্টা আগেআর প্রতিবারই সাফল্যের সঙ্গে পরের পর্বে উতরে গেছে তাঁর দল। অবিশ্বাস্য কীর্তিই বটে! ২১ বছরের দীর্ঘ পেশাদার ক্যারিয়ারে কখনোই গ্রুপ থেকে বিদায় না হওয়ার অভিজ্ঞতা দারুণ কিছুই বটে।
পালমেইরাসের বিপক্ষে ম্যাচের একটি মুহূর্তে মেসি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল
২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।
জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’
২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’
জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল