মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার (২৪ জুন) সদর উপজেলার ভিটাসাইর এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

অভিযান চলাকালে আবু তাহের সবুজের বাড়ি থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১৫ পিস ইয়াবা এবং একটি রামদা জব্দ হয়। 

মাগুরা আর্মি ক্যাম্পের মেজর মো.

সাফিন সাংবাদিকদের জানান, এর আগেও আবু তাহের সবুজের বাড়িতে অভিযান চালিয়ে কিছু মাদক উদ্ধার করা হয়েছিল। পূর্ববর্তী অভিযানে ক্ষুব্ধ হয়ে সবুজ একটি বিক্ষোভ মিছিল করার পরিকল্পনা করছিলেন। এজন্য কিছু লোক ভাড়া করেছিলেন বলে তথ্য ছিল।

আরো পড়ুন:

পেয়েছেন ছাত্রদলের পদ, অথচ জানেন না কিছুই

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় সাবেক ছাত্রদল নেতা নিহত

তিনি জানান, আজ বিকেলে তার বাড়িতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও মাদক জব্দ করা হয়। 

ঢাকা/শাহীন/মাসুদ

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ছ ত রদল আটক ছ ত রদল

এছাড়াও পড়ুন:

নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সাবেক কাউন্সিলরের গাড়ি, মাদকসহ আটক করল র‍্যাব

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক ওয়ার্ড কাউন্সিলর রেজা উন-নবী আল মামুনকে (৫৩) মাদকসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে নগরের তালাইমারী এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রাজশাহী সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের সাবেক এই কাউন্সিলর আওয়ামী লীগ সমর্থিত ছিলেন। নগরের কাদিরগঞ্জ এলাকার খয়রাত উন-নবীর ছেলে তিনি।

আজ শনিবার র‍্যাব-৫–এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

র‍্যাব জানিয়েছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে নগরের তালাইমারী মোড় এলাকায় রেজা উন-নবী আল মামুন দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন এবং সেখানে অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরে ঘটনাস্থলে দ্রুত র‍্যাবের টহল দল উপস্থিত হয়ে আল মামুনকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় তাঁর ব্যাগ থেকে ছয়টি ইয়াবা, এক পুরিয়া গাঁজা, নগদ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের কথা স্বীকার করেন।

র‍্যাব বলেছে, নিয়ন্ত্রণ হারিয়ে রেজা উন-নবীর গাড়ি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে ক্ষুব্ধ জনতা গাড়ি ঘিরে ধরেন

সম্পর্কিত নিবন্ধ

  • নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে সাবেক কাউন্সিলরের গাড়ি, মাদকসহ আটক করল র‍্যাব