সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, নারীসহ চারজন গ্রেপ্তার
Published: 25th, June 2025 GMT
সিরাজগঞ্জের কামারখন্দে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের ফজল মণ্ডলের ছেলে তুহিন মণ্ডল (৪০), একই গ্রামের লালচান মণ্ডলের মেয়ে হালিমা খাতুন (৪০), সাইদুল ইসলামের ছেলে শাহাদত সরকার (২৬) ও ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬)। এ ঘটনায় দোষ স্বীকার করে তাঁরা জবানবন্দী দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জুন রাতে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে ইসলাম প্রামাণিককে (২৪) হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা। ২০ জুন সকালে পাশের কামারখন্দ উপজেলার বলরামপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা মামলা করেন। গোয়েন্দা পুলিশের অভিযানে গত সোমবার সন্ধ্যায় দুজন এবং গতকাল ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। সেখানে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। আদালতের নির্দেশে সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স র জগঞ জ ছ নত ই ইসল ম
এছাড়াও পড়ুন:
দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা
বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরো পড়ুন:
টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী
১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ
আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।
সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে।
ঢাকা/মাসুদ