সিরাজগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই, নারীসহ চারজন গ্রেপ্তার
Published: 25th, June 2025 GMT
সিরাজগঞ্জের কামারখন্দে চালককে হত্যা করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় এক নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ ছাড়া ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের ফজল মণ্ডলের ছেলে তুহিন মণ্ডল (৪০), একই গ্রামের লালচান মণ্ডলের মেয়ে হালিমা খাতুন (৪০), সাইদুল ইসলামের ছেলে শাহাদত সরকার (২৬) ও ইউনুস আলীর ছেলে আশরাফুল ইসলাম (২৬)। এ ঘটনায় দোষ স্বীকার করে তাঁরা জবানবন্দী দিয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ জুন রাতে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে ইসলাম প্রামাণিককে (২৪) হত্যা করে তাঁর অটোরিকশাটি ছিনতাই করে দুর্বৃত্তরা। ২০ জুন সকালে পাশের কামারখন্দ উপজেলার বলরামপুর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা মামলা করেন। গোয়েন্দা পুলিশের অভিযানে গত সোমবার সন্ধ্যায় দুজন এবং গতকাল ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে।
সিরাজগঞ্জ জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন জানান, গতকাল দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হয়। সেখানে তাঁরা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দী দিয়েছেন। আদালতের নির্দেশে সন্ধ্যায় তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স র জগঞ জ ছ নত ই ইসল ম
এছাড়াও পড়ুন:
শহীদরা ন্যায়বিচার পেয়েছেন: অ্যাটর্নি জেনারেল
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় শহীদরা ন্যায়বিচার পেয়েছেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রায় ঘোষণা শেষে সোমবার (১৭ নভেম্বর) দুপুরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
বিস্তারিত আসছে...
ঢাকা/রফিক