নূর ইসলাম সিকদার ওরফে কে এম নূর ইসলাম সিকদার (৫৮), নিজেকে পরিচয় দেন ‘বাংলাদেশ মুক্তি ঐক্যদল’ নামের একটি রাজনৈতিক দলের সভাপতি হিসেবে। দলটির নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছেন। আবেদনপত্রে দলটির ঠিকানা দেওয়া হয়েছে ফরিদপুরের বোয়ালমারী রহমানিয়া সুপার মার্কেট। তিনতলা ভবনটি বোয়ালমারী বাজার এলাকার জুতাপট্টি মহল্লায়।

নূর ইসলাম বোয়ালমারী পৌরসভার এক নম্বর ওয়ার্ডের গুণবাহা মহল্লার বাসিন্দা ও আবদুল জব্বার সিকদারের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী; তবে নিজেকে রাজনীতিবিদ পরিচয় দেন। তিনি এক ছেলের বাবা। তাঁর প্রথম স্ত্রী মারা গেছেন। ছেড়ে চলে গেছেন আরেক স্ত্রী। তাঁর ইচ্ছা, দলের প্রার্থী হয়ে আগামী জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলেই আবার বিয়ে করবেন।

আরও পড়ুনকোনো দলের কার্যালয় আসলে ভাতের হোটেল, কোনোটার ট্রাভেল এজেন্সি১৫ ঘণ্টা আগে

বাংলাদেশ মুক্তি ঐক্যদল ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়েছে বলে দাবি করে নূর ইসলাম বলেন, বিগত আওয়ামী লীগ সরকার তাঁর দলের নিবন্ধন দেয়নি। এ জন্য ১৭ এপ্রিল দলটির নিবন্ধনের জন্য আবার আবেদন করেছেন।

গতকাল মঙ্গলবার রহমানিয়া সুপার মার্কেট গিয়ে জানা যায়, ওই ভবনের তৃতীয় তলায় বসতেন নূর ইসলাম। তবে এক মাস আগে থেকে আর বসছেন না। ভবনটির দোতলার সিঁড়ি ভেঙে তৃতীয় তলায় ওঠার পথে দেখা যায়, কলাপসিবল গেটটি আটকানো; তালা ঝুলছে। খোঁজ নিয়ে জানা যায়, নূর ইসলাম সিকদার তাঁর দলীয় কার্যালয়টি সরিয়ে উপজেলা সদরের তালতলা এলাকায় কাঠের মার্কেটে নিয়েছেন। সেখানে গিয়ে নূর ইসলামের ছবি ও দলীয় পরিচিতিসহ দুটি ডিজিটাল পোস্টার দেখা যায়। পোস্টার দুটি গাছের সঙ্গে লটকানো এবং এতে লেখা আছে দলটির অস্থায়ী কার্যালয়।

আরও পড়ুনকোনো দলের কার্যালয় আসলে ভাতের হোটেল, কোনোটার ট্রাভেল এজেন্সি১৫ ঘণ্টা আগে

পরে নূর ইসলামের সঙ্গে মুঠোফোনে কথা হয় এবং তিনি তালতলা এলাকায় আসেন। তিনি তালতলা–সংলগ্ন কাঠপট্টি এলাকার একটি দোকানে নিয়ে যান এই প্রতিবেদককে। ছোট্ট কক্ষটিকে নিজের দাবি করে এটিকে বাংলাদেশ মুক্তি ঐক্যদলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয় হিসেবে পরিচয় দেন নূর ইসলাম। ওই কক্ষে একটি চৌকি, দুটি টেবিল ও আটটি প্লাস্টিকের চেয়ার এলোমেলোভাবে ছড়িয়ে–ছিটিয়ে রাখা। আশপাশে রাখা আছে কাঠের টুকরা ও কাঠ কাটার যন্ত্রপাতি। নূর ইসলাম জানান, রহমানিয়া সুপার মার্কেটে দলটির কার্যালয়ে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এ কারণে এই অস্থায়ী কার্যালয়। নির্বাচনী তফসিল ঘোষণা পর তিনি আগের জায়গায় ফিরে যাবেন।

নূর ইসলাম দাবি করেন, দলটির কেন্দ্রীয় কমিটি ২০০ সদস্যবিশিষ্ট। তাঁদের মধ্যে সাধারণ সম্পাদক আবদুস সালম রাজধানীর শেওড়াপাড়া এলাকার বাসিন্দা। ঢাকায় তাঁদের কোনো দলীয় কার্যালয় নেই। তবে অচিরেই রাজধানীর বিজয় সরণিতে একটি দলীয় কার্যালয় বানাতে চান।

নূর ইসলাম সিকদার.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ন ন র ইসল ম দলট র

এছাড়াও পড়ুন:

এটাই ‘শক্তিশালী’ স্কোয়াড, সুযোগ দেখছেন জামাল

২০১৩ সালে বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৯২ ম্যাচ খেলেছেন জামাল ভূঁইয়া। এর মধ্যে ভারতের বিপক্ষে খেলেছেন ৬ ম্যাচ। কিন্তু এই ৬ ম্যাচের কোনোটিতেই জেতেনি বাংলাদেশ। এবার অন্তত সেই গেরো খুলতে চাইছেন বাংলাদেশ অধিনায়ক।

জামালের চোখে এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই এবার ভারতকে হারানোর সুযোগও দেখছেন তিনি, ‘আমরা যে অবস্থায় আছি এটাই বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী স্কোয়াড। তাই অবশ্যই আমাদের একটা বড় সুযোগ আছে।’

২০২৫ সালে সাত ম্যাচ খেলে শুধু ভুটানের সঙ্গে জিতেছে বাংলাদেশ। আগামীকাল জাতীয় স্টেডিয়ামে ভারতকে হারিয়ে বছরটা অন্তত জয় দিয়ে শেষ করার প্রত্যাশা জামালের, ‘এটা অনেক আবেগের ম্যাচ, উত্তেজনার ম্যাচ। এই ম্যাচের পর জাতীয় দলের জন্য অনেক লম্বা বিরতি আছে। বছরটা যদি জয় দিয়ে শেষ করতে পারি, তা শুধু আমাদের জন্য নয়, সমর্থক ও আপনাদের জন্যও ইতিবাচক হবে।’

জয় দিয়ে বছর শেষ করতে চান জামাল

সম্পর্কিত নিবন্ধ